Primary Teacher-2015
বাংলা ভাষা ও সাহিত্য
1 বিকৃত শব্দের প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় কর ?
-
বি + কৃ + ত
-
বি + কৃত
-
বিকৃ + ইত
-
বিকার + ই
Ans: বি + কৃ + ত
2 সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় ?
-
পদক্রম
-
রূপতত্ত্ব
-
ধ্বনিতত্ত্ব
-
বাক্য প্রকরণ
Ans: ধ্বনিতত্ত্ব
3 কোনটি খাঁটি বাংলা উপসর্গ ?
-
অজানা
-
আভাস
-
বেমালুম
-
গরমিল
Ans: অজানা
4 সূর্য এর সমার্থক শব্দ
-
মিহির
-
দ্যুলোক
-
হিরণ
-
ধরিত্রী
Ans: মিহির
5 কোন বাক্যটি শুদ্ধ ?
-
তাহার জীবন সংশয়াপূর্ণ
-
তাহার জীবন সংশয়ভরা
-
তাহার জীবন সংশময়
-
তাহার জীবন সংশয়পূর্ণ
Ans: তাহার জীবন সংশয়াপূর্ণ
6 পঞ্চম স্বর এর অর্থ কী ?
-
কোকিলের সুরলহরী
-
দেবতার আরাধনা
-
পল্লব
-
পায়ের পাতা
Ans: কোকিলের সুরলহরী
7 ব্যর্থ শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো --
-
বি + অর্থ
-
বি+আর্থ
-
ব্য+অর্থ
-
ব্যা+অর্থ
Ans: বি + অর্থ
8 A beggar must not be a chooser- এ বাক্যের যথার্থ অনুবাদ--
-
ভিক্ষার চাল কাঁড়া আর আকাঁড়া
-
ভিক্ষার চাল মোটা
-
ভিক্ষার চাল মোটা আর সরু
-
ভিক্ষার চাল সরু
Ans: ভিক্ষার চাল কাঁড়া আর আকাঁড়া
9 কোন দুটি মূল স্বরধ্বনি নয় ?
-
ঐ, অ
-
ঐ , ঔ
-
আ, ঔ
-
ই, ঔ
Ans: ঐ , ঔ
10 কোনটি সঠিক ?
-
পথের দাবি (উপন্যাস)
-
গোরা (নাট্যগ্রন্থ)
-
বিদ্রোহী (কাব্যগ্রন্থ)
-
একাত্তরের দিনগুলি (উপন্যাস)
Ans: পথের দাবি (উপন্যাস)
11 নিচের কোন শব্দে “ ণ ” এর ভুল প্রয়োগ রয়েছে ?
-
চাণক্য
-
গণ
-
ক্রন্দণ
-
মাণিক্য
Ans: ক্রন্দণ
12 মরি মরি ! কি সুন্দর প্রভাতের রূপ বাক্যে ” মরি মরি ” কোন শ্রেণির অব্যয় ?
-
সমন্বয়ী
-
অনন্বয়ী
-
অনুকার
-
পদান্বয়ী
Ans: অনন্বয়ী
13 বিদিত ” শব্দটির বিপরীত শব্দ কোনটি ?
-
অজ্ঞাত
-
বিসর্জন
-
বিদীর্ণ
-
গৃহীত
Ans: অজ্ঞাত
14 অপমানের চেয়ে মৃত্যু শ্রেয় কোনটি সঠিক অনুবাদ ?
-
Death is more preferable to dishonor
-
Death is preferable to dishonor
-
Death is more better than dishonor
-
Death is Preferable than dishonor
Ans: Death is preferable to dishonor
15 জায়া ও পতি ” সমাস করলে কি হয় ?
-
পতি-পত্নী
-
স্বামী-স্ত্রী
-
দম্পতি
-
জায়া-পতি
Ans: দম্পতি
16 মৃন্ময় শব্দের সন্ধি বিচ্ছেদ--
-
মৃন্ + ময়
-
মৃৎ + ময়
-
মৃদ্ + ময়
-
মৃত + ময়
Ans: মৃৎ + ময়
17 সুরঞ্জনা ওইখানে যেয়নাকো তুমি ” কোন কবি এ কথা বলেছিলেন ?
-
বুদ্ধদেব বসু
-
জীবনানন্দ দাশ
-
সুকান্ত ভট্টাচার্য
-
কামিনী রায়
Ans: জীবনানন্দ দাশ
18 The spirit of Islam বইটির লেখক কে ?
-
সৈয়দ মঞ্জুরুল ইসলাম
-
হাজী শরীয়তুল্লাহ
-
সৈয়দ আমীর আলী
-
মীর মোশররফ হোসেন
Ans: সৈয়দ আমীর আলী
19 দম্পতি ” কোন সমাস ?
-
দ্বন্দ্ব
-
অব্যয়ীভাব
-
তৎপুরুষ
-
কর্মধারয়
Ans: দ্বন্দ্ব
20 একাদশে বৃহস্পতি ” এর অর্থ কী ?
-
সৌভাগ্যের বিষয়
-
মজা পাওয়া
-
আশার কথা
-
আনন্দের বিষয়
Ans: সৌভাগ্যের বিষয়
21 ঠাকুর পরিবারের আসল পদবি ছিল--
-
শাস্ত্রী
-
মুখোপাধ্যায়
-
কুশারী
-
ঘোষ
Ans: কুশারী
22 না কোন জাতীয় শব্দ ?
-
অব্যয়
-
সর্বনাম
-
বিশেষণ
-
ক্রিয়া
Ans: অব্যয়
23 সন্ধ্যা শব্দের বিশেষণটি নির্দেশ করুন ?
-
সন্ধ্যা
-
সাঁঝ
-
সান্ধ্য
-
সন্দা
Ans: সান্ধ্য
24 ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কে রচনা করেন ?
-
সুকুমার সেন
-
মুহম্মদ শহীদুল্লাহ
-
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
-
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Ans: সুনীতিকুমার চট্টোপাধ্যায়
25 ব্যাকরণ শব্দটি হলো
-
দেশী
-
তদ্ভব
-
অর্ধ-তৎসম
-
তৎসম
Ans: তৎসম
26 আশীবিষ এর অর্থ কি ?
-
ভুজঙ্গ
-
মাতঙ্গ
-
হুতাশন
-
মার্তন্ডু
Ans: ভুজঙ্গ
27 কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস কোনটি ?
-
বাঁধনহারা
-
কুহেলিকা
-
ব্যথার দান
-
মৃত্যুক্ষুধা
Ans: বাঁধনহারা
28 কান পাতলা অর্থ কী ?
-
অবিশ্বাসী
-
বিশ্বাসহীন
-
বিশ্বাসী
-
বিশ্বাসপ্রবণ
Ans: বিশ্বাসপ্রবণ
29 এমন ছেলে আর দেখিনি বাক্যে ছেলে শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?
-
অপাদানে শূন্য
-
কর্মে শূন্য
-
কর্তায় শূন্য
-
অধিকরণে শূন্য
Ans: কর্মে শূন্য
30 কোনটি স্বরসন্ধির উদাহরণ ?
-
দুঃচিন্তা
-
বিদ্যালয়
-
অহরহ
-
ণিজন্ত
Ans: বিদ্যালয়
31 শব্দ ও ধাতুর মূলকে বলে
-
কারক
-
বিভক্তি
-
ধাতু
-
প্রকৃতি
Ans: প্রকৃতি
32 অক্ষির সমীপের সংক্ষেপ হলো
-
সমক্ষ
-
নিরপেক্ষ
-
প্রত্যেক্ষ
-
পরোক্ষ
Ans: সমক্ষ
33 কালান্তর শীর্ষক প্রবন্ধ গ্রন্থের রচয়িতা কে ?
-
প্রমথ চৌধুরী রবীন্দ্রনাথ ঠাকুর
-
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
-
রবীন্দ্রনাথ ঠাকুর
-
রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
Ans: রবীন্দ্রনাথ ঠাকুর
34 সূর্য এর প্রতিশব্দ
-
বিধু
-
শশাঙ্ক
-
সুধাংশু
-
আদিত্য
Ans: আদিত্য
35 অপর্ণা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের নায়িকা ?
-
রাজা ও রাণী
-
রক্তকরবী
-
চিত্রাঙ্গদা
-
বিসর্জন
Ans: বিসর্জন
36 কোন শব্দটি ভুল ?
-
অঞ্জলি
-
পরিপক্ক
-
কটূক্তি
-
মরূদ্যান
Ans: পরিপক্ক
37 কোনটি শুদ্ধ বানান ?
-
তীতিক্ষা
-
তিতীক্ষা
-
তীতীক্ষা
-
তিতিক্ষা
Ans: তিতিক্ষা
38 হযরত মুহম্মদ( স: ) ছিলেন একজন আদর্শ মানব বাক্যটি নিম্নোক্ত কোন শ্রেণীর বাক্য ?
-
যৌগিক
-
জটিল
-
মিশ্র
-
সরল
Ans: সরল
39 কোনটি খাটি বাংলা উপসর্গ ?
-
খাস
-
ফি
-
অতি
-
অজ
Ans: অজ
40 রান্না এর সন্ধি বিচ্ছেদ কোনটি ?
-
রাঁধ্ + না
-
রান্ন + আ
-
রাঁদ + না
-
রান + না
Ans: রাঁধ্ + না
41 কোনটি ধনাত্মক দ্বিরুক্তির উদাহরণ ?
-
ভাল-ভাল
-
ঝম-ঝম
-
ঘন-ঘন
-
রাশি-রাশি
Ans: ঝম-ঝম
42 নীল যে আকাশ = নীলাকাশ কোন সমাস?
-
কর্মধারয়
-
দ্বিগু
-
বহুব্রীহি
-
অব্যয়ীভাব
Ans: কর্মধারয়
English Language and Literature
43 Choose the correct passive voice : His behavior worried us.
-
We have been worried by his behavior.
-
We are worried with his behavior.
-
We were worried about his behavior.
-
We were worried by his behavior.
Ans: We were worried by his behavior.
44 The verb-succumb means--
-
submit
-
achieve
-
conquer
-
win
Ans: submit
45 Lunar eclipse occurs on
-
A full moon day
-
A half moon day
-
A new moon day
-
A moonless day
Ans: A full moon day
46 The appropriate meaning of the word Diversity (Diversity) is
-
Unity
-
Uniformity
-
Variety
-
Security
Ans: Variety
47 The synonym of Futile is--
-
Useless
-
Trifling
-
Vain
-
Fruitless
Ans: Useless
48 Who wrote the book- Paradise Regained ?
-
John Keats
-
John Milton
-
B. Shelley
-
William Blake
Ans: John Milton
49 He requested that he might be allowed to come in. Which of the following is the correct direct speech?
-
He said, "Let me to come in".
-
He asked, "Let me allow to come in".
-
He said, "May I come in".
-
He requested me,"Let him allowed to come in".
Ans: He said, "May I come in".
50 Choose the word that replaces best the underlined word in the sentence. Colonialism has engendered diverse effects around the world
-
entrusted
-
caused
-
paralysed
-
betrayed
Ans: caused
51 Who is the writer of 'Treasure Island'?
-
Byron
-
Homer
-
Stevenson
-
Milton
Ans: Stevenson
52 The right Bangla Translation of He come off with flying colours.
-
তিনি উড়ন্ত রং নিয়ে এসেছিলেন
-
তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন
-
তিনি রং ছিটাতে এসেছিল
-
বিজয়ের গৌরব নিয়ে তিনিউড়ে এসেছিলেন
Ans: তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন
53 Change the narration : he said to me," Let us go home together".
-
He proposed to me to go home together.
-
He urged me to go home with him.
-
He asked me to go home together.
-
He proposed to me that we should go home together.
Ans: He proposed to me that we should go home together.
54 Fill in the blanks : his illness is a mere pretext --- his absence.
-
with
-
of
-
for
-
to
Ans: for
55 Identify the correct passive form of--He is going to open a shop .
-
A shop is being gone opened by him
-
A shop will be opened by him
-
He is being gone to open a shop
-
A shop is going to be opened by him
Ans: A shop is going to be opened by him
56 What is catastrophe?
-
None of the above
-
The comical end of dramatic events
-
The tragic end of dramatic events
-
The comic and tragic end of the play
Ans: The tragic end of dramatic events
57 Fill in the blank : He is quit -- in dealing with people.
-
imprudent
-
impotent
-
diplomatic
-
unstable
Ans: diplomatic
58 What is the masculine form of Bee ?
-
Hart
-
Colt
-
Stage
-
Drone
Ans: Drone
59 Fill in the blanks : I cannot stop --- Meanness.
-
for
-
to
-
with
-
of
Ans: for
60 Synonym of-defraud
-
None of them
-
fraudulently
-
defray
-
debunk
Ans: None of them
61 Which one is in singular number?
-
Data
-
Criteria
-
index
-
Agenda
Ans: index
62 The - board has deleted a number of scenes?
-
Censer
-
Censur
-
Censar
-
Censor
Ans: Censor
63 I decided to go -- with my friend as I needed some exercise.
-
for walking
-
to walk
-
for a walk
-
walk
Ans: for a walk
64 Which of the following sentences is correct sentence?
-
I forbade him to go
-
I forbade him not to go
-
I forbade him going
-
I forbade him from going
Ans: I forbade him from going
65 The word Indigenous is meaning of
-
Remote
-
Local
-
Native
-
Foreign
Ans: Native
66 Which one is the correct narration-Who told "Do the Work"
-
He said that do the work
-
He told doing the work
-
He requested doing the work
-
He asked to do the work
Ans: He asked to do the work
67 Proclaim means :
-
pronounce
-
announce
-
declare
-
circulate
Ans: declare
68 টাকায় টাকা আনে প্রবাদটির শুদ্ধ ইংরেজি কি
-
Money makes money
-
Money begets money
-
Money beings money
-
Money brings money
Ans: Money begets money
69 কোন মানুষ একা বাস করতে পারে না ? শুদ্ধ ইংরেজীতে অনুবাদ কোনটি ?
-
No man can live alone
-
No one can live alone
-
Nobody can live alone
-
None can live alone.
Ans: No man can live alone
70 Choose the correct form (passive) of-Who will do the work?
-
By whom will the work be done
-
Who will done the work?
-
Who will be done the work?
-
Whom will the work be done?
Ans: By whom will the work be done
71 Choose the correct spelt word.
-
Superseed
-
Supercede
-
Superceed
-
Supersede
Ans: Supercede
72 তুমি কি কখনো কুয়াকাটা গিয়েছ ? শুদ্ধ ইংরেজীতে অনুবাদ কোনটি?
-
Have you ever been to Kuakata?
-
Have you ever gone Kuakata?
-
Have you ever gone to Kuakata?
-
Did you ever go to Kuakata?
Ans: Have you ever been to Kuakata?
73 শুদ্ধ বানান--
-
bouquette
-
bouquet
-
boquet
-
bouquete
Ans: bouquet
74 He took me there. The passive voice is -
-
I should be taken there by him
-
I was to be taken there by him
-
I was taken there by him
-
He was trying to take me there
Ans: I was to be taken there by him
75 To raise ones brows indicates that
-
surprise
-
indifference
-
disapproval
-
annoyance
Ans: surprise
76 Able শব্দটির verb নিচের কোনটি ?
-
Adility
-
Disable
-
Enable
-
Unable
Ans: Enable
77 Government has been entrusted -- elected politicians.
-
for
-
with
-
at
-
to
Ans: with
78 Choose the pair of words that expresses a relationship similar to that of given pair Words : Writer
-
chalk : black board
-
butter : backer
-
laws : policeman
-
joy : emotion
Ans: chalk : black board
79 কোন বানানটি শুদ্ধ ?
-
Bureaucrate
-
Bureaucrat
-
Bureaucret
-
Buracrat
Ans: Bureaucrate
80 Which of the following sentences is correct ?
-
The shirt which he bought is blue in colour
-
Which shirt he bought is blue in colour
-
The shirt that he bought is blue in colour
-
That shirt which he bought is blue in colour
Ans: The shirt which he bought is blue in colour
Bangladesh Affairs
81 সম্প্রতি কোন দিনটিকে “ মুক্তিযোদ্ধা দিবস” ঘোষণা করা হয়েছে ?
-
২৪ নভেম্বর
-
২৬ মার্চ
-
৭ মার্চ
-
১ ডিসেম্বর
Ans: ১ ডিসেম্বর
82 নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত “সোমপুর বিহারের” প্রতিষ্ঠাতা কে ?
-
রাজা ধর্মপাল
-
রাজা বিক্রমাদিত্য
-
রাজা ধর্মসেন
-
লক্ষণ সেন
Ans: রাজা ধর্মপাল
83 গম্ভীরা গানের উৎপত্তি কোথায় ?
-
মালদহ
-
রংপুুর
-
চাপাইনবাবগঞ্জ
-
দিনাজপুর
Ans: মালদহ
84 শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায় ?
-
লাহোর
-
ইয়াঙ্গুন
-
আগ্রা
-
দিল্লি
Ans: ইয়াঙ্গুন
85 বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি ?
-
বরেন্দ্র জাদুঘর
-
সোনারগাঁ জাদুঘর
-
জাতীয় জাদুঘর
-
মুক্তিযোদ্ধা জাদুঘর
Ans: বরেন্দ্র জাদুঘর
86 অধ্যাদেশ প্রণয়ন ও জারি করতে পারেন কে ?
-
স্পিকার
-
প্রধান বিচারপতি
-
প্রধানমন্ত্রী
-
রাষ্ট্রপতি
Ans: রাষ্ট্রপতি
87 বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর” কোন মন্ত্রনালয়ের অধীন ?
-
কোনটিই নয়
-
প্রধানমন্ত্রীর কার্যালয়
-
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রাণালয়
-
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়
Ans: কোনটিই নয়
88 সঙ্গীত শিল্পী আব্বাসউদ্দিন আহমেদ কত সালে জন্মগ্রহন করেন ?
-
১৯১০
-
১৯০১
-
১৯১৭
-
১৮৮৯
Ans: ১৯০১
89 ঢাকা শহরের প্রধান মুঘল স্থাপত্য কোনটি ?
-
বড় কাটারা
-
আহসান মঞ্জিল
-
লালবাগ
-
বর্ধমান হাউস
Ans: লালবাগ
90 BARD কি বুঝায় ?
-
Better Association for Rural Development
-
Bangladesh Academy for Rural Development
-
Bangladesh Advancement for Rural Development
-
Bangladesh Association for Rural Development
Ans: Bangladesh Academy for Rural Development
91 ভারত ও বাংলাদেশের মধ্যে অবস্থিত মোট ছিটমহলের সংখ্যা কতটি ?
-
১৩০টি
-
৫১টি
-
১১১টি
-
১৬২টি
Ans: ১৬২টি
92 মো . জিল্লুর রহমান বাংলাদেশের কততম রাষ্ট্রপতি ছিলেন ?
-
১৬তম
-
২০তম
-
১৯তম
-
১৮তম
Ans: ১৯তম
93 আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হয় কোন সালে ?
-
২০০০
-
১৯৯৯
-
১৯৯৮
-
১৯৯৭
Ans: ১৯৯৯
94 বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কবে গৃহীত হয় ?
-
২৬ মার্চ ১৯৭১
-
৭ মার্চ ১৯৭১
-
১৭ এপ্রিল ১৯৭১
-
১০ এপ্রিল ১৯৭১
Ans: ১৭ এপ্রিল ১৯৭১
International Affairs
95 আয়তন অনুসারে এশিয়ায় সবচেয়ে ছোট দেশ কোনটি ?
-
ভুটান
-
মালদ্বীপ
-
ওমান
-
মঙ্গোলিয়া
Ans: মালদ্বীপ
96 মান্দারিন ” কোন দেশের ভাষা ?
-
থাইল্যান্ড
-
জাপান
-
চীন
-
ভিয়েতনাম
Ans: চীন
97 কোন শহরের উপনাম “ বিগ আপেল” ?
-
মস্কো
-
নিউইয়র্ক
-
ওটোয়া
-
ক্যানবেরা
Ans: নিউইয়র্ক
98 কোন রাষ্ট্রটি “ গ্রুপ অব সেভেন” এর সদস্য নয় ?
-
ভারত
-
কানাডা
-
ইতালি
-
জাপান
Ans: ভারত
99 কোন দেশ ব্রিকস গ্রুপের অন্তর্ভুক্ত নয়
-
দক্ষিণ আফ্রিকা
-
ভারত
-
ব্রিটেন
-
রাশিয়া
Ans: ব্রিটেন
100 গ্রিনিচ কোথায় অবস্থিত ?
-
বার্মিংহাম
-
লিডস
-
এডিনবরা
-
লন্ডন
Ans: লন্ডন
101 পিথাগোরাসের জন্ম কোথায় ?
-
গ্রিসে
-
ইরাক
-
ব্রিটেনে
-
ফ্রান্সে
Ans: গ্রিসে
102 ভারত ও চীনের সীমান্ত রেখার নাম কি ?
-
ম্যাকমোহন লাইন
-
রেডক্লিফ
-
রেডলাইন
-
ডুরাল্ড লাইন
Ans: ম্যাকমোহন লাইন
103 নিম্নের কোন ক্রিকেটার ইংল্যান্ডের নাগরিক ?
-
গ্যারি কারেস্টেন
-
রিচার্ড হ্যাডলী
-
এলান বর্ডার
-
নাসের হুসেইন
Ans: নাসের হুসেইন
104 ফিফার কার্যালয় কোথায় অবস্থিত ?
-
ব্রাজিল
-
যুক্তরাষ্ট্র
-
ইংল্যান্ড
-
সুইজারল্যান্ড
Ans: সুইজারল্যান্ড
Geography (Bangladesh & Global)
105 GIS এর অর্থ কি ?
-
Global Information System
-
Global Information Service
-
Geographic Information System
-
Geographic Information Service
Ans: Geographic Information System
General Science
106 CFC কি ক্ষতি করে ?
-
ওজন স্তর ধ্বংস করে
-
রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা হ্রাস করে
-
এসিড বৃষ্টিপাত ঘটায়
-
বায়ুর তাপ কমিয়ে দেয়
Ans: ওজন স্তর ধ্বংস করে
107 মুক্তা হল ঝিনুকের--
-
জমাট হরমোন
-
প্রদাহের ফল
-
খোলসের টুকরা
-
চোখের মণি
Ans: প্রদাহের ফল
108 সানফ্লাওয়ার” বিখ্যাত চিত্রকর্ম এর চিত্রকর
-
লিওনার্দ দ্যা ভিঞ্চি
-
ভিনসেট ভ্যানগগ
-
পাবলো পিকাসো
-
মাইকেল এঞ্জালো
Ans: ভিনসেট ভ্যানগগ
109 লেজার রশ্মি কে কত সালে আবিষ্কার করেন ?
-
বোর, ১৯৬৩
-
মাইম্যান , ১৯৬০
-
হাইগ্যান, ১৯৬১
-
রাদারফোর্ড, ১৯১৯
Ans: মাইম্যান , ১৯৬০
110 চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায় তার কারণ কি ?
-
দৃষ্টিবিভ্রম
-
অপবর্তন
-
আলোর বিচ্ছুরণ
-
বায়ুমন্ডলীয় প্রতিসরণ
Ans: বায়ুমন্ডলীয় প্রতিসরণ
111 চিন্তার সঙ্গে মস্তিস্কের যে অংশের সম্পর্ক তাকে বলা হয়--
-
সেরিবেলাম
-
সেরিব্রাম
-
স্পাইনাল কর্ড
-
মেডুলা
Ans: সেরিব্রাম
Computer and Information Technology
112 ASCII এর পূর্ণ নাম--
-
American Standard code for Interchange Information
-
American Standard Code for Information Interchange
-
American Standard Case for Institional Interchange
-
American Stable Code for Institutional Interchange
Ans: American Standard Code for Information Interchange
113 জাতীয় “ ই-তথ্যকোষ” উদ্বোধন করা হয় কবে ?
-
১৬ ডিসেম্বর ২০১১
-
১০ জানুয়ারী ২০১০
-
২১ ফেব্রুয়ারী ২০১১
-
২৭ ফেব্রুয়ারী ২০১১
Ans: ২৭ ফেব্রুয়ারী ২০১১
114 LAN কার্ডের অপর নাম কি ?
-
Modem
-
Net Connector
-
Internet Card
-
Network Interface Card
Ans: Network Interface Card
115 নিচের কোনটি Operating system নয় ?
-
LINUX
-
DOS
-
Windows 98
-
MS word
Ans: MS word
116 কোনো ই-মেইল এ CC এর অর্থ কি ?
-
Close Circuit
-
Contact Center
-
Close Contact
-
Carbon Copy
Ans: Carbon Copy
Mathematical Reasoning
117 কোন সংখ্যার বর্গমূলের সাথে ২০ যোগ করলে ৫ এর বর্গ হবে ?
-
৪৯
-
৩৬
-
১৬
-
২৫
Ans: ২৫
118 বার্ষিক শতকরা ১০ টাকা হার সুদে কোন মূলধন কত বছর পরে সুদাসলে দ্বিগুণ হবে ?
-
১০ বছর
-
৯ বছর
-
১২ বছর
-
১১ বছর
Ans: ১০ বছর
119 দুইটি সংখ্যার অনুপাত ৫ঃ ৬ তাদের গ সা গু ৪ হলে সংখ্যা দুইটির ল সা গু কত ?
-
১১০
-
১৫০
-
কোনোটিই নয়
-
১৩০
Ans: কোনোটিই নয়
120 একটি ফুটবলের ব্যাস ১০ ইঞ্চি হলে ফুটবলের আয়তন কত ?
-
৩১.৪১৬ বর্গ ইঞ্চি
-
৫২৩.৬০ ঘন ইঞ্চি
-
৩১৪.১৬ ঘন ইঞ্চি
-
৭৮.৫৪ ইঞ্চি
Ans: ৫২৩.৬০ ঘন ইঞ্চি
121 ৪ , ৬ , ৭ এবং x এর গড় মান ৫ . ৫ হলে x এর মান কত ?
-
৭.৫
-
৫.০
-
৬.৫
-
৬.৮
Ans: ৫.০
122 বাকু কোন দেশের রাজধানী ?
-
উজবেকিস্তান
-
আজারবাইজান
-
রাশিয়া
-
লাটভিয়া
Ans: আজারবাইজান
123 অতিভুজের বিপরীেত থাকে--
-
স্থুলকোণ
-
সূক্ষ্মকোণ
-
সমকোণ
-
সরলকোণ
Ans: সমকোণ
124 ৯ জন শ্রমিক ৭২০ টাকা আয় করে ৪ দিনে , ১২জন শ্রমিক ঐ পরিমাণ টাকা আয় করবে কতদিনে ?
-
৫ দিন
-
৪ দিন
-
৩ দিন
-
৬ দিন
Ans: ৩ দিন
125 a/b=4a, 2b=12 হলে a এর মান কত ?
-
১৬
-
১২
-
৮
-
৪
Ans: ৮
126 ২ , ৭ , ৫ , ৪ , ৬ ও ১০ সংখ্যাগুলোর প্রচুরক নিচের কোনটি ?
-
প্রচুরক নেই
-
৫.৬৭
-
৫.৫০
-
৪
Ans: প্রচুরক নেই
127 দুটি সংখ্যার যোগফল ১৭ এবং গুণফল ৭২। ছোট সংখ্যাটি কত ?
-
কোনটিই নয়
-
৬
-
৮
-
৯
Ans: ৮
128 নির্মাতা ও খুচরা বিক্রেতা উভয় ২০ % লাভে একটি জিনিস বিক্রয় করে,যদি ঐ জিনিসের নির্মাণ খরচ ২০০ টাকা হয় তবে খুচরা মূল্য কত ?
-
৩০০ টাকা
-
১৪৪ টাকা
-
১২০ টাকা
-
২৮৮ টাকা
Ans: ২৮৮ টাকা
129 একটি ত্রিভুজাকৃতি জমির ভূমি ৭৫ মিটার এবং উচ্চতা ২০ মিটার। প্রতি বর্গমিটারে ২ টাকা হিসেবে ঘস লাগাতে কত খরচ হবে ?
-
১৫০০ টাকা
-
১৪০০ টাকা
-
১২৫০ টাকা
-
১৬০০ টাকা
Ans: ১৫০০ টাকা
130 যদি a : b= 3 : 2 এবং b : c = 7 : 6 হয় তবে c : a = কত ?
-
2 : 7
-
3 : 7
-
4 : 7
-
2 : 6
Ans: 4 : 7
131 নিচের কোনটি মৌলিক সংখ্যা ?
-
কোনোটিই নয়
-
৮৭
-
৬৩
-
৭২
Ans: কোনোটিই নয়
132 একটি ছাত্রাবাসে ৩০ জন ছাত্রের ৩২ দিনের খাদ্য আছে। কয়েকজন নতুন ছাত্র আসায় ২০ দিনে ঐ খাদ্য শেষ হলে নতুন ছাত্রের সংখ্যা কত ?
-
৩৩ জন
-
২০ জন
-
কোনোটিই নয়
-
২৭ জন
Ans: কোনোটিই নয়
133 একটি গণিতের বই প্রকৃত মূল্যের শতকরা ৮০ ভাগ মূল্যে ৭২ টাকায় বিক্রয় হলো ? বইটির প্রকৃত মূল্য কত ?
-
৭২
-
৯০
-
৮০
-
৯৬
Ans: ৯০
134 অনুপাত কী ?
-
একটি পূর্ণসংখ্যা
-
একটি ভগ্নাংশ
-
একটি বেজোড় সংখ্যা
-
একটি মৌলিক সংখ্যা
Ans: একটি ভগ্নাংশ
135 ১ , ৩ , ৬ , ১০ , ১৫ , ২১ ধারাটির দ্বাদশ পদ কত ?
-
৬২
-
৫৫
-
৭৮
-
৬৬
Ans: ৭৮
136 একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ৭ . ৫ ফুট হলে , বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত ?
-
৩৬.৫০ বর্গফুট
-
১২.৭২৫ বর্গফুট
-
৯.৩৭৫ বর্গফুট
-
২৮.১২৫ বর্গফুট
Ans: ২৮.১২৫ বর্গফুট
137 x3-1, x3+1, x4+1 এর ল . সা . গু কত ?
-
(x-2)
-
x6-1
-
(x-4)
-
(x-3)
Ans: x6-1
138 একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে যোগফল ৯০ হয়। সংখ্যাটি কত ?
-
১৬
-
২৪
-
২০
-
১৮
Ans: ১৮
139 দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯ হলে বড় সংখ্যাটি কত ?
-
৮০
-
৭০
-
১০০
-
৯০
Ans: ১০০
140 ১১ , ১৭ , ২৯ , ৫৩ পরবর্তী সংখ্যাটি কত ?
-
৫৯
-
৭৫
-
১০২
-
১০১
Ans: ১০১
141 a + b =5 এর a-b=3 হলে , ab এর মান কত ?
-
২
-
৫
-
৪
-
৩
Ans: ৪
142 যে চতুর্ভুজের বাহুগুলি পরস্পর সমান সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে কি বলে ?
-
রম্বস
-
সামান্তরিক
-
আয়তক্ষেত্র
-
ট্রাপিজিয়াম
Ans: রম্বস
143 ২৫৩ ডিগ্রী কোণকে কি কোণ বলে ?
-
প্রবৃদ্ধকোণ
-
পূরককোণ
-
স্থুলকোণ
-
সূক্ষ্মকোণ
Ans: প্রবৃদ্ধকোণ
144 ৬০০ টাকার ৬ বছরের সরল সুদ ১৮০ টাকা হলে সরল সুদের হার কত ?
-
১৭%
-
১২%
-
১০%
-
৫ %
Ans: ৫ %
145 পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর। আবার পিতা , মাতা ও এক পুত্রের বয়সের গড় ৩৬ বছর। পুত্রের বয়স কত ?
-
১৪ বছর
-
৯ বছর
-
১৮ বছর
-
১৫ বছর
Ans: ১৮ বছর
146 এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত ৫ঃ ৩ এবং তার মাসিক সঞ্চয় ১০ ,০০০ টাকা হলে তিনি কত টাকা আয় করেন ?
-
৩০,০০০
-
২০,০০০
-
২৫ ,০০০
-
২২,৫০০
Ans: ২৫ ,০০০
147 কোন পরীক্ষায় ৮০ % গণিত এবং ৭০ % বাংলায় পাস করে। উভয় বিষয়ে পাস করল ৬০ % । উভয় বিষয়ে শতকরা কত জন ফেল করল ?
-
১৫%
-
১১%
-
১২%
-
১০ %
Ans: ১০ %
148 দুইটি সংখ্যার অনুপাত ৩ঃ ৪ এবং তাদের ল.সা.গু ১৮০ । সংখ্যা দুটি কি কি ?
-
৬০, ৫০
-
৭০, ৬০
-
৪৫ , ৬০
-
৫০, ৪০
Ans: ৪৫ , ৬০
149 একটি জিনিস ২৫ টাকায় বিক্রয় করায় ২৫ % লাভ হলো , জিনিসটির ক্রয়মূল্য কত ?
-
১৮ টাকা
-
১৭.৫০ টাকা
-
২০ টাকা
-
১৫ টাকা
Ans: ২০ টাকা
150 অনুপাত কী ?
-
একটি জোড় সংখ্যা
-
একটি ভগ্নাংশ
-
একটি পূর্ণ সংখ্যা
-
একটি মৌলিক সংখ্যা
Ans: একটি ভগ্নাংশ
151 ১৬ . ৫ এর ১ . ৩% কত ?
-
২.১৪৫
-
০ . ২১৪৫
-
০.০২১৪৫
-
২১.৪৫
Ans: ০ . ২১৪৫
152 ( ০ . ৪ * ০ . ০৫ * ০ . ০২ )/ ০ . ০১ = ?
-
০ . ০৪
-
০.৪
-
কোনোটিই নয়
-
০.০০৪
Ans: ০ . ০৪
153 ০ , ১ , ২ এবং ৩ দ্বারা গঠিত চার অংকের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত ?
-
২১৮৭
-
২৯৮৭
-
২২৮৭
-
৩১৪৭
Ans: ২১৮৭
154 ২০০৯ সালের ১ জানুয়ারি বৃহস্পতিবার ছিল। একই বছরের ৩১ ডিসেম্বর কি বার ছিল ?
-
শনিবার
-
বুধবার
-
বৃহস্পতিবার
-
সোমবার
Ans: বৃহস্পতিবার
155 একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এর ক্ষেত্রফল ৫১২ বর্গমিটার হলে , পরিসীমা কত ?
-
৯৬ মিটার
-
৪৮ মিটার
-
১২৮ মিটার
-
২৫৬ মিটার
Ans: ৯৬ মিটার
156 কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম ?
-
১২/১৫
-
৫/৬
-
১৭/২১
-
১১/ ১৪
Ans: ১১/ ১৪