Primary Teacher-2012
বাংলা ভাষা ও সাহিত্য
1 " খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে। একদা কী করিয়া মিলন হলো দোঁহে, কী ছিল বিধাতার মনে। পঙ্কটিতির রচয়িতা কে?
-
সত্যেন্দ্রনাথ ঠাকুর
-
বিহারীলাল চক্রবর্তী
-
রবীন্দ্রনাথ ঠাকুর
-
কবি সুফিয়া কামাল
Ans: রবীন্দ্রনাথ ঠাকুর
2 " সূর্যদীঘল বাড়ী উপন্যাসটির রচয়িতা কে?
-
অন্নদাশঙ্কর রায়
-
আবু ইসাহাক
-
মানিক বন্দোপাধ্যায়
-
জহির রায়হান
Ans: আবু ইসাহাক
3 রক্তাক্ত প্রান্তর নাটকের রচয়িতা কে?
-
মুনীর চৌধুরী
-
কল্যাণ মিত্র
-
মমতাজ উদ্দিন আহমেদ
-
হুমায়ূন আহমেদ
Ans: মুনীর চৌধুরী
4 যনি অধিক কথা বলেন না। এক কথায় কী হবে?
-
সংযত
-
অল্পভাষী
-
সন্ন্যাসী
-
মিতভাষী
Ans: মিতভাষী
5 যা কষ্টে জয় করা যায়। এক কথায় কি হবে?
-
দুর্জয়
-
পরিশমলব্দ
-
কষ্টার্জিত
-
দুর্লভ
Ans: দুর্জয়
6 কোনটি শুদ্ধ বানান--
-
মরিচীকা
-
মরীচিকা
-
মরিচীকা
-
মরিচিকা
Ans: মরীচিকা
7 কোনটি শুদ্ধ ?
-
অন্বেষণ
-
অন্বেশণ
-
অন্বেশন
-
অন্বেষন
Ans: অন্বেষণ
8 ‘আলোয় আঁধার কাটে’- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
-
অপাদানে ৭মী
-
অধিকরণে ৭মী
-
কর্তায় ৭মী
-
করণে ৭মী
Ans: করণে ৭মী
9 খনিতে সোনা পাওয়া যায়। বাক্যে নিন্মরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
-
অধিকরণে ৭মী
-
অপাদানে ৭মী
-
করণে ৭মী
-
কর্তায় ৭মী
Ans: অপাদানে ৭মী
10 নিচের কোনটি ক্ষুধার্ত শব্দের সন্ধি- বিচ্ছেদ?
-
ক্ষুধার + ত
-
ক্ষুধা + রত
-
ক্ষুধ + আর্ত
-
ক্ষুধা + ঋত
Ans: ক্ষুধা + ঋত
11 আমরণ কোন সমাস?
-
তৎপুরুষ
-
অব্যায়ীভাব
-
কর্মধারায় সমাস
-
বহুব্রীহি
Ans: অব্যায়ীভাব
12 পূর্ব পদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে বলে-
-
তৎপুরুষ সমাস
-
কর্মধারায় সমাস
-
দ্বন্দ্ব সমাস
-
বহুব্রীহি সমাস
Ans: তৎপুরুষ সমাস
13 উনপাঁজুরে বাগধারাটির অর্থ কি?
-
সৌভাগ্যবান
-
কোনটিই নয়
-
সুসময়
-
হতভাগ্য
Ans: হতভাগ্য
14 কোনটি মেঘ শব্দের সমার্থক শব্দ?
-
অম্বু
-
বারিদ
-
ভূধর
-
অনিল
Ans: বারিদ
15 কুটিল শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
-
সরল
-
অকৃত্রিম
-
সোজা
-
অকুটিল
Ans: সরল
16 ওরে সবুজ, ওরে আমার কাঁচা, ওরে নবীন , ওরে অবুঝ , আধ মরাদের ঘা তুই বাঁচা। পংক্তিটি কোন কবির রচনা ?
-
সুফিয়া কামাল
-
গোলাম মোস্তফা
-
কাজী নজরুল ইসলাম
-
রবীন্দ্রনাথ ঠাকুর
Ans: রবীন্দ্রনাথ ঠাকুর
17 কাজী নজরুল ইসলাম রচিত রাজবন্দীর জবানবন্দী একটি
-
বক্তব্য
-
উপন্যাস
-
গল্প
-
প্রবন্ধগ্রন্থ
Ans: প্রবন্ধগ্রন্থ
18 ওরা কদম আলী নাটকটির রচিয়িতা কে ?
-
আবদুল্লাহ আল মামুন
-
শওকত ওসমান
-
মুনীর চৌধুরী
-
মামুনুর রশীদ
Ans: মামুনুর রশীদ
19 কোন বানানটি শুদ্ধ ?
-
ক্ষীণজিবি
-
ক্ষীণজীবী
-
ক্ষিনজীবী
-
ক্ষীনজীবী
Ans: ক্ষীণজীবী
20 কোনটি শুদ্ধ বানান ?
-
শশিভুসণ
-
শসিভূষন
-
শশিভূষণ
-
শশিভুসন
Ans: শশিভূষণ
21 কোনটি এনামুল হকের রচনা?
-
ভাষার ইতিবৃত্ত
-
বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান
-
মনীষা মনজুসা
-
আধুনিক ভাষাতত্ত্ব
Ans: মনীষা মনজুসা
22 অল্প "শোকে" কাতর, বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?
-
অধিকরণ কারকে ৭মী
-
অপাদান কারকে ৭মী
-
করণ কারকে ৭মী
-
কর্তৃ কারকে ২য়া
Ans: করণ কারকে ৭মী
23 "আষাঢ়ে" বৃষ্টি নামে - বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?
-
কর্তায় ৭মী
-
অধিকরণে ৭মী
-
অপাদানে ৭মী
-
কর্মে ৭মী
Ans: অধিকরণে ৭মী
24 অনুতাপ ( তাপের পশ্চাৎ ) কোন সমাস ?
-
কর্মধারয়
-
তৎপুরুষ
-
অব্যয়ীভাব
-
বহুব্রীহি
Ans: অব্যয়ীভাব
25 আশীবিষ ( আশীতে বিষ যার ) কোন সমাস ?
-
বহুব্রীহি
-
অব্যয়ীভাব
-
কর্মধারয়
-
তৎপুরুষ
Ans: বহুব্রীহি
26 উদ্যোগ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি ?
-
উৎ + যোগ
-
উদ + যোগ
-
উত + যোগ
-
উদ্যো + গ
Ans: উৎ + যোগ
27 কোনটি অন্ধকার শব্দের সমার্থক শব্দ ?
-
ধারাপাত
-
মনোজ
-
পাবক
-
তমসা
Ans: তমসা
28 অর্বাচীন শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি ?
-
অনভ্যাস
-
অনুজ
-
প্রাচীন
-
নিরপরাধ
Ans: প্রাচীন
29 চক্ষুদান করা বাগধারাটির অর্থ কি ?
-
কোনোটিই নয়
-
চুরি করা
-
চক্ষু দান করা
-
সচেতন করা
Ans: চুরি করা
30 আপনাকে পণ্ডিত মনে করে যে। - এক কথায় কী হবে ?
-
মহাপণ্ডিত
-
অতিপণ্ডিত
-
পণ্ডিতম্মন্য
-
পণ্ডিত নেতা
Ans: পণ্ডিতম্মন্য
31 এক বিষয়ে যার চিত্ত নিবিষ্ট। এক কথায় হবে -
-
অন্যমনা
-
একমনা
-
একাগ্রচিত্ত
-
মনোযোগী
Ans: একাগ্রচিত্ত
32 ভানুসিংহ কার ছদ্মনাম
-
সত্যেন্দ্রনাথ দত্ত
-
রবীন্দ্রনাথ ঠাকুর
-
টেকচাঁদ ঠাকুর
-
প্রমথ চৌধুরী
Ans: রবীন্দ্রনাথ ঠাকুর
33 ফণিমনসা কাব্যের রচয়িতা কে?
-
সিকান্দার আবু জাফর
-
আহসান হাবিব
-
কাজী নজরুল ইসলাম
-
হাসান হাফিজুর রহমান
Ans: কাজী নজরুল ইসলাম
English Language and Literature
34 কোন বানান শুদ্ধ?
-
Collaboration
-
Colaberation
-
Collaberation
-
Colaberation
Ans: Collaboration
35 শুদ্ধ বানানটি--
-
Trensparency
-
Transperency
-
Trensperency
-
Transparency
Ans: Transparency
36 কোনটি Common noun?
-
Shamim
-
Pupils
-
Team
-
Class
Ans: Pupils
37 কোনটি Collective noun?
-
Bank
-
Harbour
-
Truth
-
Committee
Ans: Committee
38 I had written the letter. বাক্যটির Passive from হবে-
-
The letter was wrote by me.
-
The letter was being written by me.
-
The letter had been written by me.
-
The letter was written by me
Ans: The letter had been written by me.
39 Who taught you English? বাক্যটির Passive from হবে-
-
By whom were you taught English?
-
By whom was you taught English?
-
By whom had you taught English?
-
By whom had you been taught English?
Ans: By whom were you taught English?
40 The boy said, ‘Let me have a pencil . বাক্যটির Indirect speech হবে-
-
The boy said that he might have a pencil.
-
The boy said that he would have a pencil.
-
The boy said that he needed a pencil.
-
The boy said that he will have a pencil
Ans: The boy said that he might have a pencil.
41 You have all done very badly! বাক্যটির Indirect speech হবে-
-
The teacher said that they have done worsed.
-
The teacher told that they did it very badly.
-
The teacher remarked that they had all done it very badly
-
The teacher remarked that they do it bad.
Ans: The teacher remarked that they had all done it very badly
42 He does not attend ___ his office timely. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে?
-
On
-
At
-
In
-
To
Ans: At
43 He died ----his country. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে?
-
For
-
To
-
On
-
In
Ans: For
44 নিচের কোন বাক্যটি শুদ্ধ?
-
The news is true.
-
Ten kilometers are along walk.
-
The committee have issued its report.
-
He gave me an advance.
Ans: The news is true.
45 নিচের কোন বাক্যটি শুদ্ধ?
-
I meet two women here.
-
A big number of money.
-
I have paid my schooling fees.
-
Put your sign here.
Ans: I meet two women here.
46 কোনটি Incite শব্দের সমার্থক শব্দ?
-
Urge
-
Instigate
-
Deceive
-
Permit
Ans: Instigate
47 কোনটি panic শব্দের সমার্থক শব্দ?
-
Tranquillity
-
Serenity
-
Horror
-
Calmness
Ans: Horror
48 Hard and fast এর অর্থ-
-
Difficult matter
-
Loose
-
Easy matter
-
Fixed
Ans: Fixed
49 কোনটি Material Noun?
-
Paper
-
Ring
-
Book
-
River
Ans: Paper
50 কোনটি Collective Noun?
-
Island
-
Youth
-
Class
-
Bashar
Ans: Class
51 কোন বানানটি শুদ্ধ ?
-
Collaboration
-
Collaboretion
-
Colaberation
-
Colaboretion
Ans: Collaboration
52 কোনটি শুদ্ধ বানান ?
-
Occasion
-
Ocation
-
Ocasion
-
Occassion
Ans: Occasion
53 Do you know him? বাক্যটির Passive form হবে -
-
Is he known to you?
-
Is he known with you?
-
Dose he known by you?
-
Is he know by you?
Ans: Is he known to you?
54 His behaviour surprised me. বাক্যটির Passive form হবে -
-
I had been surprised at his behaviour.
-
I was surprised with his behaviour.
-
I was surprised at his behaviour.
-
I had been surprised with his behaviour.
Ans: I was surprised at his behaviour.
55 Anis said, Good night, Father বাক্যটির Indirect speech হবে -
-
Anis addressed his father and told good-bye.
-
Anis gave good night to his father.
-
Anis bade his father good-bye.
-
Anis said good night for his father.
Ans: Anis bade his father good-bye.
56 Aref said, I must write a letter. বাক্যটির Indirect speech হবে -
-
Aref said that he has to write a letter.
-
Aref told that he will have to write a letter.
-
Aref told that he would have to write a letter.
-
Aref said that he had to write a letter.
Ans: Aref said that he had to write a letter.
57 নিচের কোন বাক্যটি শুদ্ধ ?
-
I go two bread
-
There is no place in the bench
-
I went to my house
-
It is a nice poem
Ans: It is a nice poem
58 নিচের কোন বাক্যটি শুদ্ধ ?
-
My brother is sick
-
Put your sign here
-
I got boarding and lodging
-
Quote this from memory
Ans: Quote this from memory
59 He is not --home today. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে
-
on
-
with
-
in
-
at
Ans: at
60 I cannot put faith -- him. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
-
upon
-
at
-
on
-
in
Ans: in
61 কোনটি Calm শব্দের সমার্থক শব্দ ?
-
Angry
-
Inflamed
-
Quiet
-
Agitated
Ans: Quiet
62 কোনটি Abolish শব্দের সমার্থক শব্দ ?
-
Create
-
Perform
-
Cancel
-
Generate
Ans: Cancel
63 All at once এর অর্থ -
-
Gradually
-
Suddenly
-
Slowly
-
Quickly
Ans: Suddenly
Bangladesh Affairs
64 এ দেশের সরকারী কাজে ফারসি ভাষা চালু করেন কে?
-
হুসেন শাহ
-
ইংরেজরা
-
রাজা টোডারমল
-
সম্রাট জাহাঙ্গীর
Ans: রাজা টোডারমল
65 আসাদ কবে শহীদ হন?
-
১৯৬৯ সালের ২১ ফেব্রুয়ারি
-
১৯৬৯ সালের ২০ জানুয়ারি
-
১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি
-
১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি
Ans: ১৯৬৯ সালের ২০ জানুয়ারি
66 মোঘল বংশের প্রতিষ্ঠাতা কে?
-
শাহজাহান
-
হুমায়ুন
-
বাবর
-
আকবর
Ans: বাবর
67 যুক্তফ্রন্টের নির্বাচনী প্রচারণা কত দফার ভিত্তিতে পরিচালিত হয়?
-
২৬ দফা
-
২১ দফা
-
১৬ দফা
-
১০ দফা
Ans: ২১ দফা
68 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কবে?
-
১৯৬০ সালে
-
১৯৬৬ সালে
-
১৯৬৫ সালে
-
১৯৬২ সালে
Ans: ১৯৬৬ সালে
69 কর্ণফুলী পেপার মিলস কোথায় অবস্থিত?
-
সিলেটের ছাতকে
-
রাঙামাটির চন্দ্রঘোনায়
-
কুষ্টিয়ার জগতি
-
পাবনার পাকশীতে
Ans: রাঙামাটির চন্দ্রঘোনায়
70 পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে ?
-
ভোলা
-
গোয়ালন্দ
-
সিরাজগঞ্জ
-
চাঁদপুরে
Ans: গোয়ালন্দ
71 কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি -
-
অস্কার বাদক
-
তানভীর কবির
-
হামিদুর রহমান
-
হামিদুজ্জামান
Ans: হামিদুর রহমান
72 লালবাগ দুর্গের পূর্ব নাম কি ছিল ?
-
পরিবিবির দুর্গ
-
আজম দুর্গ
-
আওরঙ্গবাদ দুর্গ
-
জাহাঙ্গীর দুর্গ
Ans: আওরঙ্গবাদ দুর্গ
73 সোনারগাঁও এর পূর্ব নাম ছিল -
-
সুবর্ণগ্রাম
-
চন্দ্রদ্বীপ
-
গৌড়
-
সুধারাম
Ans: সুবর্ণগ্রাম
74 ঢাকার চকরে মসজিদের নির্মাতা -
-
শায়েস্তা খান
-
ইসলাম খান
-
মীর জুমলা
-
মুরশীল কুলি খান
Ans: শায়েস্তা খান
75 অষ্টম শতাব্দীতে নির্মিত শালবন বিহার কোথায় ?
-
রাঙ্গামাটিতে
-
ময়নামতিতে
-
নাটোরে
-
পাহাড়পুরে
Ans: ময়নামতিতে
International Affairs
76 জাতীয় স্মৃতি সৌধ এর স্থপতি -
-
হামিদুর রহমান
-
মাঈনুল হোসেন
-
তানভীর কবির
-
লুই আই কান
Ans: মাঈনুল হোসেন
77 ইরানের ইসলামি বিপ্লবের নায়ক কে?
-
মোহাম্মদ রেজা পাহলভি
-
আহমাদিনেজাদ
-
রুহুল্লাহ আয়াতুল্লাহ খামেনি
-
আয়াতুল্লাহ আলী খামেনি
Ans: রুহুল্লাহ আয়াতুল্লাহ খামেনি
78 কোন প্রক্রিয়ার সাহায্যে উদ্ভিদ খাদ্য তৈরি করে?
-
প্রস্বেদন
-
শ্বসন
-
সালোকসংশ্লেষণ
-
ব্যাপন
Ans: সালোকসংশ্লেষণ
79 পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ কোনটি?
-
গ্রীনল্যান্ড
-
জাভা
-
মাদাগাস্কার
-
আইস ল্যান্ড
Ans: গ্রীনল্যান্ড
80 পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী
-
নীল
-
সেন্ট লরেন্স
-
আমাজান
-
মিসিসিপি
Ans: আমাজান
81 কয়লা উৎপাদনে বিশ্বে প্রথম
-
ভারত
-
যুক্তরাষ্ট্র
-
চীন
-
অস্ট্রেলিয়া
Ans: চীন
82 এশিয়ার দীর্ঘতম নদী কোনটি?
-
সিন্ধু
-
গঙ্গা
-
ইয়াংসিকিয়াং
-
হোয়াংহো
Ans: ইয়াংসিকিয়াং
Geography (Bangladesh & Global)
83 বাংলাদেশ সরকার কোন সালে জাতীয় পরিবেশ নীতি ঘোষণা করে?
-
১৯৯২ সালে
-
২০০১ সালে
-
১৯৯৭ সালে
-
১৯৪৫ সালে
Ans: ১৯৯২ সালে
General Science
84 এসবেসটস কী?
-
অগ্নি নিরোধক খনিজ পদার্থ
-
এক ধরনের রাসায়নিক পদার্থ
-
বেশি ঘনত্ববিশিষ্ট তরল পদার্থ
-
কম ঘনত্ববিশিষ্ট তরল পদার্থ
Ans: অগ্নি নিরোধক খনিজ পদার্থ
85 একটি সরলদোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল কত হবে?
-
ভূপৃষ্ট থেকে কম
-
ভূপৃষ্টের সমান
-
অসীম
-
শূন্য
Ans: অসীম
86 বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কি?
-
কুলম্ব
-
কিলোওয়াট-ঘন্টা
-
ওয়াট-ঘন্টা
-
ওয়াট
Ans: কিলোওয়াট-ঘন্টা
87 নিচের কোন গ্যাসটি বায়ুমন্ডলে গ্রীনহাউস প্রভাবের জন্য দায়ী?
-
অক্সিজেন
-
কার্বন ডাই অক্সাইড
-
হিলিয়াম
-
হাইড্রোজেন
Ans: কার্বন ডাই অক্সাইড
88 নিস্ক্রিয় গ্যাস নয়-
-
হিলিয়াম
-
নিয়ন
-
অক্সিজেন
-
আর্গন
Ans: অক্সিজেন
89 সার্কের বর্তমান মহাসচিব কোন দেশের?
-
বাংলাদেশ
-
ভূটান
-
মালদ্বীপ
-
পাকিস্তান
Ans: পাকিস্তান
90 নাইট্রোজেনের প্রধান উৎস-
-
পানি
-
মাটি
-
গাছপালা
-
বায়ু
Ans: বায়ু
91 আলট্রাভায়োলেট রশ্মি কোন রোগ সৃষ্টি করে?
-
এইডস
-
ব্রেন ক্যান্সার
-
চর্ম ক্যান্সার
-
ব্লাড ক্যান্সার
Ans: চর্ম ক্যান্সার
92 এইডস প্রতিরোধের ক্ষেত্রে কোনটি অধিকতর কার্যকরী?
-
সচেতনতা
-
আক্রান্তদের প্রতি যত্নবান হওয়া
-
আক্রান্তদের এড়িয়ে চলা
-
শিক্ষার বিস্তার
Ans: সচেতনতা
93 মিষ্টি আলু কোন ধরণের খাদ্য?
-
শ্বেতসার
-
আমিষ
-
ভিটামিন
-
স্নেহ জাতীয়
Ans: শ্বেতসার
94 কোনটির অভাবে কোয়াশিয়রকর রোগ হয়?
-
খনিজ লবণ
-
আমিষ
-
ভিটামিন
-
শ্বেতসার
Ans: আমিষ
95 পৃথিবী হতে চাঁদের গড় দূরত্ব-
-
৪,২০,০০০ কিমি
-
৪,০৫,০০০ কিমি
-
৩,৯৫,০০০ কিমি
-
৩,৮৪,০০০ কিমি
Ans: ৩,৮৪,০০০ কিমি
96 ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায়-
-
হাইড্রোজেন
-
অক্সিজেন
-
কার্বন
-
নাইট্রোজেন
Ans: অক্সিজেন
97 সাধারণ তাপমাত্রায় কোন মৌলিক ধাতু তরল অবস্থায় থাকে?
-
লিথিয়াম
-
ক্যালসিয়াম
-
পারদ
-
সীসা
Ans: পারদ
98 কোন মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে কম?
-
বেলে মাটি
-
দোআশ মাটি
-
এঁটেল মাটি
-
কোনটিই নয়
Ans: বেলে মাটি
99 সূর্যে শক্তি তৈরি হচ্ছে কোন প্রক্রিয়ায়?
-
বিদ্যুৎ বিশ্লেষণ প্রক্রিয়ায়
-
পারমাণবিক শক্তি প্রক্রিয়ায়
-
আনবিক শক্তি প্রক্রিয়ায়
-
রাসায়নিক প্রক্রিয়ায়
Ans: পারমাণবিক শক্তি প্রক্রিয়ায়
100 পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে উঠলে মাধ্যাকর্ষণ বল-
-
কমে যায়
-
কোনটিই নয়
-
অপরিবর্তিত থাকে
-
বেশি হয়
Ans: কমে যায়
101 কোন স্থানে সময় যখন শনিবার সকাল ১০টা তখন এর ১৮০ ডিগ্রী পূর্বদিকে অবস্থিত স্থানের সময় হবে-
-
শুক্রবার রাত্রি ১০টা
-
শনিবার দুপুর ৪টা
-
শনিবার রাত্রি ১০টা
-
শনিবার ভোর ৪টা
Ans: শনিবার রাত্রি ১০টা
102 ১২ মাসে বছর ও ৩০ দিনে মাস এ গণনারীতি কাদের?
-
ক্যাম্বসেসের
-
দারিয়ুসের
-
মিশরীয়দের
-
আরবীয়দের
Ans: মিশরীয়দের
103 কোনটি পদার্থ নয় ?
-
নাইট্রোজেন
-
অক্সিজেন
-
আলো
-
পানি
Ans: আলো
104 কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশি ?
-
লাল
-
বেগুনি
-
কালো
-
সাদা
Ans: কালো
105 ভূ পৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে ?
-
অ্যালুমিনিয়াম
-
দস্তা
-
সীসা
-
তামা
Ans: অ্যালুমিনিয়াম
106 কাচ তৈরির প্রধান কাঁচামাল হলো--
-
জিপসাম
-
চুনাপাথর
-
সাজি মাটি
-
বালি
Ans: বালি
107 সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় ?
-
নীল আলোতে
-
সবুজ আলোতে
-
লাল আলোতে
-
বেগুনি আলোতে
Ans: লাল আলোতে
108 সিস্টোলিক চাপ বলতে বুঝায় -
-
কোনোটিই নয়
-
হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ চাপ
-
হৃৎপিণ্ডের সংকোচন চাপ
-
হৃৎপিণ্ডের প্রসারণ চাপ
Ans: হৃৎপিণ্ডের সংকোচন চাপ
109 কোনটি বায়ুবাহিত রোগ ?
-
ডায়রিয়া
-
জন্ডিস
-
হাম
-
কলেরা
Ans: হাম
110 রবিশস্য বলতে কি বুঝায় ?
-
বর্ষাকালীন শস্য
-
গ্রীষ্মকালীন শস্য
-
যে কোনো সময়ের শস্য
-
শীতকালীন শস্য
Ans: শীতকালীন শস্য
111 রক্তে কোলেস্টেরোল এর পরিমাণ বেড়ে গেলে কোনটি খাওয়া উচিত নয় ?
-
মুরগীর মাংস
-
খাসির মাংস
-
পালংশাক
-
বেলে মাছ
Ans: খাসির মাংস
112 প্রেসার কুকারে পানির স্ফুটনাঙ্ক -
-
ঠিক থাকে
-
বেশি হয়
-
কম হয়
-
কোনোটিই নয়
Ans: বেশি হয়
113 নিচের কোন উক্তিটি সঠিক ?
-
বায়ু একটি মৌলিক পদার্থ
-
বায়ু একটি যৌগিক পদার্থ
-
উপরের কোনোটিই নয়
-
বায়ু একটি মিশ্র পদার্থ
Ans: বায়ু একটি মিশ্র পদার্থ
114 সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে ?
-
অ্যানিওমিটার
-
সাবমেরিন
-
জাইরো কম্পাস
-
ফ্যাদোমিটার
Ans: ফ্যাদোমিটার
115 যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চন্দ্র অবস্থান করে তখন হয় -
-
সূর্যগ্রহণ
-
কোনোটিই নয়
-
অমাবস্যা
-
চন্দ্রগ্রহণ
Ans: সূর্যগ্রহণ
116 সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান জ্যোতিষ্কমণ্ডলীকে বলা হয়--
-
পৃথিবী
-
নক্ষত্র
-
বুধ
-
সৌরজগৎ
Ans: সৌরজগৎ
117 সৌরজগতের বৃহত্তম গ্রহ
-
বুধ
-
শনি
-
বৃহস্পতি
-
পৃথিবী
Ans: বৃহস্পতি
Computer and Information Technology
118 কম্পিউটারের হার্ডওয়্যার বলতে কি বুঝায়?
-
শক্ত ধাতব অংশ
-
কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম
-
কেন্দ্রীয় প্রক্রিয়াকরন অংশ
-
স্মৃতি অংশ
Ans: কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম
119 কম্পিউটার একটি -
-
হিসাব পরীক্ষার যন্ত্র
-
সমস্যা সমাধানের যন্ত্র
-
সিদ্ধান্ত গ্রহণের যন্ত্র
-
হিসাবকারী যন্ত্র
Ans: হিসাবকারী যন্ত্র
Mathematical Reasoning
120 a+1/a=3 হলে, a^3 +1/a^3 এর মান হবে-
-
21
-
18
-
36
-
27
Ans: 18
121 x^2-y^2 +4y-4 এর একটি উৎপাদক কত?
-
x-2y+1
-
x-y-2
-
x+y+2
-
x+y-2
Ans: x+y-2
122 ৮ জন শ্রমিক ৫ দিনে টাকা ২৪০০ আয় করে, তবে ১০ জন শ্রমিক কতদিনে সমপরিমাণ টাকা আয় করবে?
-
৬ দিনে
-
৫ দিনে
-
৪ দিনে
-
৩ দিনে
Ans: ৪ দিনে
123 লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় ১৮ কি.মি. ও ৬ কি.মি.। নদী পথে ৭২ কি.মি. অতিক্রম করে পুণরায় ফিরে আসতে সময় লাগবে—
-
৬ ঘন্টা
-
১২ ঘন্টা
-
৯ ঘন্টা
-
৮ ঘন্টা
Ans: ৯ ঘন্টা
124 একটি জিনিস ১২০ টাকায় ক্রয় করে ১৪৪ টাকায় বিক্রয় করলে ক্রয়মূল্য ও লাভের অনুপাত কত হবে?
-
৫:১
-
১:৫
-
৫:২
-
২:৫
Ans: ৫:১
125 ৪০ লিটার অকটেন-পেট্রোল মিশ্রণে, পেট্রোল ও অকটেনের অনুপাত ৩ঃ২। এতে আর কত অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত ২ঃ৩ হবে?
-
২৫ লিটার
-
২০ লিটার
-
১৮ লিটার
-
১৫ লিটার
Ans: ২০ লিটার
126 নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?
-
4/9
-
5/7
-
4/5
-
1/2
Ans: 4/5
127 ০.১×০.০১×০.০০৪/০.০২×০.০০২ এর মান কত?
-
০.০০১
-
০.০২
-
০.০১
-
০.১
Ans: ০.১
128 একটি গ্রামের লোকসংখ্যা ৯% হারে বর্ধিত হয়ে ১৬৩৫ হলে পূর্বের লোকসংখ্যা কত ছিল?
-
১৪০০
-
১৩৫০
-
১৫৫০
-
১৫০০
Ans: ১৫০০
129 ১৩ সেমি ব্যাসবিশিষ্ট কোনো বৃত্তের কেন্দ্র হতে একটি জ্যা- এর লম্ব দূরত্ব ৫ সেমি হলে জ্যা এর দৈর্ঘ্য হবে-
-
১৮ সেমি
-
২৪ সেমি
-
২০ সেমি
-
২২ সেমি
Ans: ২৪ সেমি
130 একটি সুষম পঞ্চভুজের একটি অন্তঃকোণের পরিমাণ হবে?
-
১০৮°
-
১২০°
-
১১০°
-
৯০°
Ans: ১০৮°
131 একজন দোকানদার ৮% লাভে একটি জিনিস ৫৪ টাকায় বিক্রি করেন। জিনিসটির ক্রয় মূল্য কত?
-
৪৬ টাকা
-
৫২ টাকা
-
৫০ টাকা
-
৪৮ টাকা
Ans: ৫০ টাকা
132 কোনো পরীক্ষায় ১৮% পরীক্ষার্থী ইংরেজিতে, ১২% পরীক্ষার্থী গনিতে এবং ৯% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করলো। শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করেছে?
-
৭৫ জন
-
৭৯ জন
-
৮২ জন
-
৭৭ জন
Ans: ৭৯ জন
133 ১ হতে ৫৯ পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত?
-
৩০
-
২৮
-
২৭
-
৩১
Ans: ৩০
134 ক ও খ একত্রে একটি কাজ ১০ দিনে শেষ করতে পারে। খ একা কাজটি ১৪ দিনে শেষ করতে পারলে ক একা কত দিনে কাজটি শেষ করতে পারবে ?
-
২৫ দিন
-
৩৫ দিন
-
৩২ দিন
-
২৮ দিন
Ans: ৩৫ দিন
135 একটি ক্যাম্পে ৭২ জন স্কাউটের ৬ দিনের খাদ্য মজুদ আছে। ১৮ জন স্কাউট চলে গেলে , ঐ খাদ্যে বাকি স্কাউটদের আরো কত দিন চলবে ?
-
৪ দিন
-
৩ দিন
-
২ দিন
-
৬ দিন
Ans: ২ দিন
136 কোনো এক স্থানে সপ্তাহের গড় তাপমাত্রা ৩০ ডিগ্রী সেলসিয়াস। প্রথম ৩ দিনের গড় তাপমাত্রা ৩০ডিগ্রী সে ও শেষ ৩ দিনের গড় তাপমাত্রা ৩০ ডিগ্রী সেলসিয়াস হলে চতুর্থ দিনের তাপমাত্রা কত ?
-
৪৩ ডিগ্রী সে.
-
৩৯ ডিগ্রী সে .
-
৩৬ ডিগ্রী সে.
-
৩৩ ডিগ্রী সে.
Ans: ৩৯ ডিগ্রী সে .
137 ৩ বৎসর আগে ক ও খ এর বয়সের গড় ছিল ১৬ বছর। গ তাদের সাথে যোগ দেয়ায় বর্তমান তাদের বয়সের গড় ২০ বৎসর হয়। গ এর বয়স কত ?
-
২৬ বৎসর
-
২৪ বৎসর
-
২২ বৎসর
-
২০ বৎসর
Ans: ২২ বৎসর
138 কঃ খ = ৫ঃ ৬ এবং খঃ গ = ৩ঃ ১০ হলে কঃ গ = কত ?
-
৬ঃ ১২
-
৫ঃ ২০
-
৫ঃ ১২
-
১০ঃ ২০
Ans: ৫ঃ ২০
139 ৬৩ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭ঃ ২ ; ঐ মিশ্রণে এসিড ও পানির পরিমাণ কত ?
-
২৪ লি. ৩৯ লি.
-
৪৯ লি . ১৪ লি .
-
২৯ লি. ৩৪ লি.
-
৩৯ লি. ২৪ লি.
Ans: ৪৯ লি . ১৪ লি .
140 একটি খাসি ১,৫০০ টাকায় ক্রয় করে ১ , ৮০০ টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত ?
-
২৫%
-
২০ %
-
১৮%
-
১৬%
Ans: ২০ %
141 একটি জিনিস ৫০ টাকায় কিনে ৬০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে ?
-
২০ %
-
১৫%
-
২৫%
-
২২%
Ans: ২০ %
142 ১ , ৩ , ৫ , ৭ , ধারাটির অষ্টম পদ কত ?
-
১৭
-
১৫
-
১৩
-
২০
Ans: ১৫
143 ১ , ৩ , ৪ , ৭ , ১১ , ধারাটির পরবর্তী সংখ্যা কত ?
-
২৫
-
১৮
-
১৪
-
৮
Ans: ১৮
144 কোনো পরীক্ষায় ৫২ % পরীক্ষার্থী ইংরেজিতে এবং ৪২ % পরীক্ষার্থী গণিতে ফেল করল। যদি উভয় বিষয়ে ১৭ % ফেল করে থাকে , তবে কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করেছে ?
-
২৬ জন
-
২৫ জন
-
২৪ জন
-
২৩ জন
Ans: ২৩ জন
145 একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের পরিমাণ ৬৫ ডিগ্রী হলে কেন্দ্রস্থ কোণের পরিমাণ হবে -
-
১২০ ডিগ্রী
-
১১৫ ডিগ্রী
-
১৩৫ ডিগ্রী
-
১৩০ ডিগ্রী
Ans: ১৩০ ডিগ্রী
146 সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৪০ ডিগ্রী বহুভুজটির বাহুর সংখ্যা হবে
-
১০
-
৯
-
৮
-
৬
Ans: ৯
147 x2+y2=18 এবং xy=6 (x-y)2 এর মান কত ?
-
12
-
8
-
6
-
4
Ans: 6
148 a+1a=4 হলে a2+1a2 এর মান কত ?
-
১৪
-
১৮
-
১৬
-
১২
Ans: ১৪