Primary Teacher-2011


বাংলা ভাষা ও সাহিত্য

1   ইউসুফ জোলেখা- প্রণয়কাব্য অনুবাদ করেছেন-

  1. শাহ মুহম্মদ সগীর

  2. আলাওল

  3. মাগন ঠাকুর

  4. ইউসুফ জোলেখা- প্রণয়কাব্য অনুবাদ করেছেন-

Ans: শাহ মুহম্মদ সগীর

2   ক্ষীয়মান এর বিপরীত শব্দ কি ?

  1. বৃহৎ

  2. বৃদ্ধিপ্রাপ্ত

  3. বর্তমান

  4. বর্ধিষ্ণু

Ans:  বর্ধিষ্ণু

3   যার কোন উপায় নেই, এক কথায় কি হবে ?

  1. অনন্যেপায়

  2. নাচার

  3. নিরুপায়

  4. উপায়হীন

Ans:  নিরুপায়

4   যা বলা হয়নি, এক কথায় হবে -

  1. অনুল্লেখ

  2. অবাচ্য

  3. অনুক্ত

  4. অবহিত

Ans:  অনুক্ত

5   যা বলা হয়নি, এক কথায় হবে -

  1. অবহিত

  2. অনুল্লেখ

  3. অবাচ্য

  4. অনুক্ত

Ans:  অনুক্ত

6   অগস্ত্য যাত্রা বাগধারাটির অর্থ কি ?

  1. তাড়াতাড়ি শেষ করা

  2. শুরু করা

  3. শেষ বিদায়

  4. বিশ্রাম করা

Ans: শেষ বিদায়

7   আকস্মিক শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি ?

  1. তিরোভাব

  2. চিরন্তন

  3. হঠাৎ

  4. স্থির

Ans:  চিরন্তন

8   ঊর্মি শব্দের সমার্থক শব্দ কোনটি ?

  1. ঋজু

  2. অসংহত

  3. সোজা

  4. ঢেউ

Ans: ঢেউ

9   কাঁচি কোন ধরনের শব্দ ?

  1. ফারসি

  2. আরবি

  3. তুর্কি

  4. হিন্দি

Ans: তুর্কি

10   বিচ্ছিন্ন শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি ?

  1. বি + ছিন্ন

  2. বিচ + ছিন্ন

  3. বিৎ + ছিন্ন

  4. বিৎ + চ্ছিন্ন

Ans: বি + ছিন্ন

11   ছায়াশীতল কোন সমাস ( ছায়াতে শীতল )?

  1. কর্মধারয়

  2. বহুব্রীহি

  3. তৎপুরুষ

  4. দ্বিগু

Ans: তৎপুরুষ

12   হারামণি কোন সমাস ( হারিয়েছে যে মণি )?

  1. অব্যয়ীভাব

  2. বহুব্রীহি

  3. কর্মধারয়

  4. তৎপুরুষ

Ans: কর্মধারয়

13   "পড়াশোনায়" মন দাও বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?

  1. কর্তায় ৭মী

  2. অধিকরণে ৭মী

  3. অপাদানে শূন্য

  4. কর্মে ৭মী

Ans: কর্মে ৭মী

14   গাড়ী "স্টেশন" ছাড়ল বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?

  1. কর্মে শূন্য

  2. কর্তায় শূন্য

  3. অধিকরণে শূন্য

  4. অপাদানে শূন্য

Ans: অপাদানে শূন্য

15   কোনটি শুদ্ধ বানান ?

  1. নিশীথিনি

  2. নিশিথিনি

  3. নিশীথিনী

  4. নিশীথীণী

Ans: নিশীথিনী

16   কোন বানানটি শুদ্ধ ?

  1. জ্ঞাণভুসিত

  2. জ্ঞানভূষিত

  3. জ্ঞাণভুষিত

  4. জ্ঞানভুসিত

Ans: জ্ঞানভূষিত

17   বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালি একটি

  1. উপন্যাস

  2. গল্প

  3. ভ্রমণ কাহিনী

  4. নাটক

Ans: উপন্যাস

18   বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা আমারে দেখিতে যাইও কিন্তু উজান তলীর গাঁ পংক্তিটির রচয়িতা কে ?

  1. জসীমউদ্দীন

  2. নবীনচন্দ্র সেন

  3. সত্যেন্দ্রনাথ দত্ত

  4. আবদুল কাদির

Ans: জসীমউদ্দীন

English Language and Literature

19   . The antonym for \'Recalcitrant\'-

  1. Passive

  2. Complaint

  3. Careful

  4. Indifferent

Ans: Complaint

20   At home এর অর্থ -

  1. Familiar with

  2. Try to make a home

  3. One who has lost home

  4. Home made of bricks

Ans:  Familiar with

21   কোনটি Effort শব্দের সমার্থক শব্দ ?

  1. Assurance

  2. Exclude

  3. Erect

  4. Attempt

Ans: Attempt

22   কোনটি Brief শব্দের সমার্থক শব্দ ?

  1. Copious

  2. Short

  3. Profuse

  4. Eloquent

Ans: Short

23   Students should attend -- -their lessons. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে

  1. to

  2. at

  3. on

  4. with

Ans:  to

24   I approved----his action. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে

  1. of

  2. on

  3. with

  4. at

Ans:  of

25   নিচের কোন বাক্যটি শুদ্ধ ?

  1. He refused to help me.

  2. I took my tea at 5 p.m.

  3. I saw him long before.

  4. Keep it on the table.

Ans: He refused to help me.

26   নিচের কোন বাক্যটি শুদ্ধ ?

  1. I feel some better

  2. The examiner saw my papers

  3. Put the book on the table

  4. He is not in the committee

Ans:  Put the book on the table

27   He said to me, By God! I shall support you. বাক্যটির Indirect speech হবে

  1. He swore by God that he would support me.

  2. He swear by God that he would have supported me.

  3. He swore by God that he will have supported me.

  4. He swore by God that he will support me.

Ans:  He swore by God that he would support me.

28   He said, The earth moves round the sun. বাক্যটির Indirect speech হবে -

  1. He said that the earth had moved round the sun.

  2. He said that the earth has moved round the sun.

  3. He said that the earth moves round the sun.

  4. He said that the earth moved round the sun.

Ans:  He said that the earth moves round the sun.

29   Do not hate the poor. বাক্যটির Passive form হবে -

  1. Poor are not be hated.

  2. Let not the poor be hated.

  3. Poor not be hated.

  4. Let the poor not be hated.

Ans: Let not the poor be hated.

30   How can you do this? বাক্যটির Passive form হবে -

  1. How could this be done by you?

  2. How this could be done by you?

  3. How can this be done by you?

  4. How this can be done by you?

Ans: How can this be done by you?

31   কোন বানানটি শুদ্ধ ?

  1. Accessible

  2. Accesible

  3. Accissable

  4. Acesible

Ans: Accessible

32   কোনটি শুদ্ধ বানান ?

  1. Acession

  2. Accesion

  3. Accession

  4. Acsesion

Ans:  Accession

33   কোনটি Abstract Noun?

  1. Long

  2. Jury

  3. Height

  4. Man

Ans:  Height

34   কোনটি Collective Noun ?

  1. Girl

  2. Soldiers

  3. Library

  4. Books

Ans:  Library

Bangladesh Affairs

35   বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর

  1. হিলি

  2. বেনাপোল

  3. চট্টগ্রাম

  4. সোনা মসজিদ

Ans: বেনাপোল

36   বাংলাদেশে প্রথম বেসরকারি ব্যাংক কোনটি ?

  1. আরব বাংলাদেশ ব্যাংক

  2. আইএফআইসি ব্যাংক

  3. ন্যাশনাল ব্যাংক

  4. দি সিটি ব্যাংক

Ans: আরব বাংলাদেশ ব্যাংক

37   বাংলাদেশের কোন স্থানটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির সাথে জড়িত ?

  1. দরিরামপুর

  2. চুরুলিয়া

  3. কালীগঞ্জ

  4. শান্তিডাঙ্গা

Ans: দরিরামপুর

38   আনন্দবিহার কোথায় ?

  1. ময়নামতি

  2. মহাস্থানগড়

  3. রাজশাহীতে

  4. পাহাড়পুর

Ans: ময়নামতি

39   ষাটগম্বুজ মসজিদ নির্মাণ করেন

  1. বায়েজিদ বোস্তামী

  2. হযরত আমানত শাহ

  3. পীর খান জাহান আলী

  4. হযরত শাহজালাল

Ans: পীর খান জাহান আলী

40   শাপলা চত্বরের স্থপতি

  1. নিতুন কুণ্ডু

  2. আজিজুল জলিল পাশা

  3. মোস্তফা মনোয়ার

  4. শামীম শিকদার

Ans:  আজিজুল জলিল পাশা

41   পাট কোন দেশের প্রধান শিল্প ?

  1. বাংলাদেশ

  2. মিশর

  3. ভারত

  4. যুক্তরাজ্য

Ans: বাংলাদেশ

42   বীর শ্রেষ্ঠ হামিদুর রহামানের পদবি কি ছিল ?

  1. হাবিলদার

  2. ল্যান্স নায়ক

  3. সিপাহী

  4. ক্যাপ্টেন

Ans: সিপাহী

International Affairs

43   কোন দেশটি ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয় ?

  1. পানামা

  2. পেরু

  3. আর্জেন্টিনা

  4. ব্রাজিল

Ans: পানামা

44   পৃথিবীর সবচেয়ে বেশি স্বর্ণ উত্তোলিত হয়

  1. কানাডা

  2. চীন

  3. অস্ট্রেলিয়া

  4. রাশিয়া

Ans: চীন

Geography (Bangladesh & Global)

45   মহামুনি বিহার কোথায় ?

  1. দিনাজপুরের ফুলবাড়ি

  2. চট্টগ্রামের রাউজান

  3. সিলেটের হবিগঞ্জে

  4. জামালপুরের দেওয়ানগঞ্জে

Ans: চট্টগ্রামের রাউজান

46   উত্তর আমেরিকাকে দক্ষিণ আমেরিকার সাথে যুক্ত করেছে

  1. ফ্লোরিডা প্রণালী

  2. গ্রেট লেকস্‌

  3. পানামা যোজক

  4. বেরিং প্রণালী

Ans: পানামা যোজক

General Science

47   ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা ?

  1. এডিস

  2. এনোফিলিস

  3. সব ধরনের মশা

  4. কিউলেক্স

Ans:  এডিস

48   স্বর্ণের খাদ বের করতে কোন এসিড ব্যবহার করা হয় ?

  1. টারটারিক এসিড

  2. হাইড্রোক্লোরিক এসিড

  3. নাইট্রিক এসিড

  4. সাইট্রিক এসিড

Ans: নাইট্রিক এসিড

Mathematical Reasoning

49   এক ব্যক্তি একটি দ্রব্য ১২০০ টাকায় কিনে ১৫% লাভে বিক্রয় করল; ক্রেতা ঐ দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে ৫% ক্ষতিতে বিক্রয় করল। শেষ বিক্রয়মূল্য কত ছিল?

  1. ১২৮০

  2. ১৩১১

  3. ১৩১০

  4. ১২৮১

Ans: ১৩১১

50   আট বাহুবিশিষ্ট সুষম বহুভুজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ হবে

  1. ৪৫ ডিগ্রী

  2. ১০০ ডিগ্রী

  3. ৮০ ডিগ্রী

  4. ৬০ ডিগ্রী

Ans: ৪৫ ডিগ্রী

51   ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর

  1. দ্বিগুণ হবে

  2. সমান হবে

  3. এক তৃতীয়াংশ হবে

  4. অর্ধেক হবে

Ans: অর্ধেক হবে

52   কোন পরীক্ষায় ৪০ % পরীক্ষার্থী ইংরেজিতে , ২৫ % গণিতে এবং ১৫ % পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে ?

  1. ৪০

  2. ৩৫

  3. ৩০

  4. ৫০

Ans: ৫০

53   ১ , ৪ , ১৩ , ৪০ ধারাটির পরবর্তী পদ কত ?

  1. ৩৬৩

  2. ১২১

  3. ৮১

  4. ৩৯

Ans: ১২১

54   ২ , ৬ , ১০ , ১৪ ধারাটির ৭ম পদ কত ?

  1. ২২

  2. ৩০

  3. ২৮

  4. ২৬

Ans: ২৬

55   একটি জিনিস ৫৬০ টাকায় বিক্রয় করায় ১২ % লাভ হলো। জিনিসটির ক্রয়মূল্য কত ?

  1. ৫১২ টাকা

  2. ৫০০ টাকা

  3. ৫২৫ টাকা

  4. ৫২০ টাকা

Ans: ৫০০ টাকা

56   একটি জিনিস ২৫০ টাকায় ক্রয় করে ২৮০ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে ?

  1. ১৫%

  2. ১২ %

  3. ১০%

  4. ২০%

Ans:  ১২ %

57   ৬৪ কে ৭ : ৮ অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যা হবে

  1. ৬০

  2. ৫৮

  3. ৫৬

  4. ৫৪

Ans:  ৫৬

58   দুইটি রাশির অনুপাত ৭ : ১২ উত্তর রাশি ৯৬ হলে পূর্ব রাশি কত ?

  1. ৪৯

  2. ৬০

  3. ৫৬

  4. ৫৪

Ans: ৫৬

59   পিতা ও দুই পুত্রের বয়সের গড় ২০ বৎসর। ২ বৎসর পূর্বে দুই পুত্রের বয়সের গড় ছিল ১২বৎসর। পিতার বর্তমান বয়স কত ?

  1. ২৮ বৎসর

  2. ২৬ বৎসর

  3. ৩২ বৎসর

  4. ৩০ বৎসর

Ans:  ৩২ বৎসর