Primary Teacher-2010
বাংলা ভাষা ও সাহিত্য
1 “ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে।” বলেছেন-
-
বলাইচাঁদ মুখোপাধ্যায়
-
কাজী নজরুল ইসলা
-
রবিন্দ্রনাথ ঠাকুর
-
প্রমথ চৌধুরী
Ans: প্রমথ চৌধুরী
2 “ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে।” বলেছেন-
-
কাজী নজরুল ইসলাম
-
রবিন্দ্রনাথ ঠাকুর
-
প্রমথ চৌধুরী
-
বলাইচাঁদ মুখোপাধ্যায়
Ans: প্রমথ চৌধুরী
3 . ‘জঙ্গম’ এর বিপরীত শব্দ কী?
-
অরণ্য
-
সমুদ্র
-
স্থাবর
-
পর্বত
Ans: স্থাবর
4 ধ্বনি নির্দেশক প্রতীক
-
ধ্বনির শ্রুতি অগ্রাহ্য রূপ
-
ধ্বনির শ্রুতিগ্রাহ্য রূপ
-
একসঙ্গে উচ্চারিত ধ্বনিগুচ্ছ
-
শব্দের ক্ষুদ্রতম অংশ
Ans: ধ্বনির শ্রুতিগ্রাহ্য রূপ
5 কোন বানানটি শুদ্ধ ?
-
রূপায়ণ
-
রুপায়ন
-
রূপায়ন
-
রুপায়ণ
Ans: রূপায়ণ
6 অত্যন্ত এর সন্ধি বিচ্ছেদ কোনটি ?
-
অত + অন্ত
-
অতৎ + অন্ত
-
অতী + অন্ত
-
অতি + অন্ত
Ans: অতি + অন্ত
7 মনীষা এর সন্ধি বিচ্ছেদ কোনটি ?
-
মনস + ইষা
-
মন + ঈষা
-
মনস + ঈষা
-
মন + ইষা
Ans: মনস + ঈষা
8 বেমানান ( মানানোর অভাব ) কোন সমাস ?
-
অব্যয়ীভাব
-
দ্বিগু
-
বহুব্রীহি
-
তৎপুরুষ
Ans: অব্যয়ীভাব
9 প্রাণভয় ( প্রাণ যাওয়ার ভয় ) কোন সমাস ?
-
দ্বন্দ্ব
-
কর্মধারয়
-
তৎপুরুষ
-
অব্যয়ীভাব
Ans: কর্মধারয়
10 কথা এর সমার্থক শব্দ কোনটি ?
-
পিক
-
খাদক
-
বচন
-
তনয়া
Ans: বচন
11 উত্তম এর সমার্থক শব্দ কোনটি ?
-
দীনতা
-
প্রধান
-
বিভু
-
বিকাশ
Ans: প্রধান
12 যার আগমনের কোনো তিথি নেই - এক কথায় কী ?
-
একাদশে বৃহস্পতি
-
ভিখারী
-
শরণার্থী
-
অতিথি
Ans: অতিথি
13 শিরে সংক্রান্তি অর্থ কী ?
-
মহাবিপদ
-
মাথার বোঝা
-
মাথায় বিপদ
-
আসন্ন বিপদ
Ans: আসন্ন বিপদ
14 ''পড়াশোনায়'' মন দাও বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?
-
অধিকরণ কারকে সপ্তমী
-
কর্মকারকে সপ্তমী
-
কর্তৃকারকে সপ্তমী
-
অপাদান কারকে সপ্তমী
Ans: অধিকরণ কারকে সপ্তমী
15 "টাকায়" অসাধ্য সাধন হয়- বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?
-
অপাদান কারকে সপ্তমী
-
অধিকরণ কারকে সপ্তমী
-
করণ কারকে সপ্তমী
-
কর্মকারকে সপ্তমী
Ans: করণ কারকে সপ্তমী
16 বেদের মেয়ে নাটকটির রচয়িয়া কে ?
-
জসীমউদ্দীন
-
দীনবন্ধু মিত্র
-
তারাপদ সিকদার
-
সৈয়দ শামসুল হক
Ans: জসীমউদ্দীন
17 পদ্মানদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি
-
নাটক
-
উপন্যাস
-
ভ্রমণ কাহিনী
-
গল্প
Ans: উপন্যাস
18 বৃথা ত্রাসে প্রলয়ের সিন্ধু ও দেয়া-ভার , ঐ হল পুণ্যের যাত্রীরা খেয়া পার। এই উদ্ধৃতাংশটি কোন কবির রচনা ?
-
শেখ ফজলুল করিম
-
বেগম সুফিয়া কামাল
-
কাজী নজরুল ইসলাম
-
সুকান্ত ভট্টাচার্য
Ans: কাজী নজরুল ইসলাম
English Language and Literature
19 The children were entrusted ____ the care of their uncle.
-
at
-
to
-
for
-
with
Ans: with
20 There are ___ dangerous drivers.
-
a lot of
-
very much of
-
very many of
-
a very lot of
Ans: a lot of
21 I have read the book ___ you lent me.
-
that
-
what
-
whose
-
whom
Ans: that
22 Don\'t make a noise while your father ____.
-
is sleeping
-
is being asleep
-
has slept
-
asleep
Ans: is sleeping
23 He gave up ____ football when be got married.
-
play
-
playing
-
to play
-
of playing
Ans: playing
24 ____ is not the only thing that tourists want to see.
-
Scenery
-
The sceneries
-
Sceneries
-
A scenery
Ans: Scenery
25 Choose the correct antonym of 'Sluggish'_
-
heavy
-
animated
-
dull
-
slow
Ans: animated
26 Milk and water টির অর্থ কি ?
-
Colourless things
-
Lifeless dull
-
Dirty milk and water
-
Pure milk and water
Ans: Lifeless dull
27 In black and white phrase টির অর্থ কি ?
-
Verbally
-
False
-
Temporary
-
In writing
Ans: In writing
28 Calm এর সমার্থক শব্দ কোনটি ?
-
Inflamed
-
Angry
-
Quiet
-
Agitated
Ans: Quiet
29 Immortal এর সমার্থক শব্দ কোনটি ?
-
Deathless
-
Mortal
-
Transient
-
Finite
Ans: Deathless
30 I am looking forward -- you. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে
-
to seeing
-
to have seen
-
to see
-
seeing
Ans: to seeing
31 I spent--with the patient বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে
-
some times
-
sometime
-
some time
-
sometimes
Ans: some time
32 কোন বাক্যটি শুদ্ধ ?
-
We get up at dawn.
-
There is no place in my room.
-
See the word in the dictionary.
-
More he gets, the more he wants.
Ans: We get up at dawn.
33 কোন বাক্যটি শুদ্ধ ?
-
He shouted with the top of his voice.
-
He shouted in the top of his voice.
-
He shouted at the top of his voice.
-
He shouted on the top of his voice.
Ans: He shouted at the top of his voice.
34 He said, " What a pity!" বাক্যটির Indirect speech হবে
-
He exclaimed that it was a great pity
-
He exclaimed that it is a great pity
-
He said that it was a great pity
-
He exclaimed that it is great pity
Ans: He exclaimed that it was a great pity
35 He said, " Alas! I am ruined" বাক্যটির Indirect speech হবে -
-
He exclaimed with sorrow that he has been ruined
-
He exclaimed with sorrow that he has ruined
-
He exclaimed with sorrow that he was ruined
-
He exclaimed with sorrow that he is ruined
Ans: He exclaimed with sorrow that he was ruined
36 Who can do it? বাক্যটির Passive form হবে -
-
By whom can it be did
-
By whom can it be done
-
By whom could it be done
-
By whom can it be do
Ans: By whom can it be done
37 I shall do the work বাক্যটির Passive form হবে -
-
The work would be done by me
-
The work will be done by me
-
The work shall be done with me
-
The work shall be done by me
Ans: The work will be done by me
38 কোন বানানটি শুদ্ধ ?
-
Belevable
-
Believeble
-
Belevable
-
Believable
Ans: Believable
39 কোন বানানটি শুদ্ধ ?
-
Barier
-
Barrier
-
Barriar
-
Barieir
Ans: Barrier
40 কোন বানানটি শুদ্ধ ?
-
Abserb
-
Absorbe
-
Abserbe
-
Absorb
Ans: Absorb
41 This ring is made of gold বাক্য gold শব্দটি কোন প্রকারের Noun?
-
Abstract noun
-
Material noun
-
Collective noun
-
Common noun
Ans: Material noun
42 Our team is better than yours বাক্য team শব্দটি কোন প্রকারের Noun?
-
Collective noun
-
Common noun
-
Abstract noun
-
Material noun
Ans: Collective noun
Bangladesh Affairs
43 বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন--
-
শাহ আব্দুল হামিদ
-
ক্যাপ্টেন মনসুর আলী
-
তাজউদ্দিন আহমেদ
-
সৈয়দ নজরুল ইসলাম
Ans: তাজউদ্দিন আহমেদ
44 বাংলাদেশ রেলওয়ের সার্বিক সদর দফতর অবস্থিত
-
লালমনিরহাট
-
পাক্শী
-
ঢাকা
-
পাহাড়তলী
Ans: ঢাকা
45 বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল
-
কোলকাতায়
-
ঢাকায়
-
চট্টগ্রামে
-
মেহেরপুরে
Ans: মেহেরপুরে
46 বাংলাদেশের জাতীয় উদ্যান
-
বলধা গার্ডেন
-
বোটানিক্যাল উদ্যান
-
রমনা উদ্যান
-
সোহরাওয়ার্দী উদ্যান
Ans: বোটানিক্যাল উদ্যান
47 বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর এর পদবী কি ছিল
-
সিপাহী
-
ল্যান্স নায়েক
-
ক্যাপ্টেন
-
লেফটেন্যান্ট
Ans: ক্যাপ্টেন
48 আগ্রার দুর্গের নির্মাতা কে ?
-
সম্রাট শাহজাহান
-
সম্রাট জাহাঙ্গীর
-
সম্রাট আওরঙ্গজেব
-
সম্রাট হুমায়ুন
Ans: সম্রাট শাহজাহান
49 বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ
-
থাইল্যান্ড
-
মায়ানমার
-
নেপাল
-
ভূটান
Ans: ভূটান
50 পলাশীর যুদ্ধ কত সালে সংঘটিত হয় ?
-
১৭৬০ সালে
-
১৭৫৮ সালে
-
১৭৫৭ সালে
-
১৭৫৬ সালে
Ans: ১৭৫৭ সালে
51 বাংলাদেশের মুসা ইব্রাহীম কত তারিখে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের শিখরে পা রাখেন ?
-
২২ মে ২০১০
-
২০ মে ২০১০
-
২৩ মে ২০১০
-
২১ মে ২০১০
Ans: ২৩ মে ২০১০
International Affairs
52 উৎপাদিত পণ্য বিক্রির হিসাব অনুসারে ১৯৯০সালে সর্ববৃহৎ বিক্রেতা?
-
আই বি এম
-
ইক্সন
-
আই বি এম
-
আই বি এম
Ans: আই বি এম
53 ফ্রেইঞ্জ বেকেনবাওয়ার বিখ্যাত
-
সাঁতারু হিসাবে
-
ক্রিকেটার হিসাবে
-
দৌড়বিদ হিসাবে
-
ফুটবলার হিসাবে
Ans: ফুটবলার হিসাবে
54 ২০০৬ সালে বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?
-
নেদারল্যান্ড
-
জার্মানি
-
ইতালি
-
জাপান
Ans: জার্মানি
55 আয়তনে বৃহত্তম মহাসাগর কোনটি ?
-
ভারত মহাসাগর
-
দক্ষিণ মহাসাগর
-
প্রশান্ত মহাসাগর
-
উত্তর মহাসাগর
Ans: প্রশান্ত মহাসাগর
56 ২০১০ সালের বিশ্বকাপ ফুটবলে কোন দেশ চতুর্থ স্থান অধিকার করেছে ?
-
জার্মান
-
উরুগুয়ে
-
ঘানা
-
প্যারাগুয়ে
Ans: উরুগুয়ে
57 উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন কোনটি ?
-
২২ সেপ্টেম্বর
-
২১ জুন
-
২৩ মার্চ
-
২২ ডিসেম্বর
Ans: ২১ জুন
58 ইরাক-ইরান যুদ্ধবিরতি তদারকিতে অংশগ্রহণকারী জাতিসংঘ বাহিনীর সংক্ষিপ্ত নাম কি?
-
UNIIMOG
-
UNFICYP
-
UNIMAG
-
UNGOMOP
Ans: UNIIMOG
Geography (Bangladesh & Global)
59 খাসিয়া উপজাতি কোন জেলায় অধিক বাস করে ?
-
চট্টগ্রাম
-
কক্সবাজার
-
সিলেট
-
ময়মনসিংহ
Ans: সিলেট
60 চট্টগ্রাম কোন নদীর তীরে অবস্থিত ?
-
গোমতি
-
লুসাই
-
কর্ণফুলী
-
সুরমা
Ans: কর্ণফুলী
General Science
61 অগ্ন্যাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি?
-
পেনিসিলিন
-
এমিনো এসিড
-
পোলিক এসিড
-
ইনসুলিন
Ans: ইনসুলিন
62 Adult cell ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম দেয়া হয়েছে-
-
ডলি
-
শেলী
-
নেলী
-
মলি
Ans: ডলি
63 বিখ্যাত ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত?
-
নিউইয়র্ক
-
ওয়াশিংটন ডি সি
-
টোকিও
-
লন্ডন
Ans: নিউইয়র্ক
64 গ্যাসের চাপ নির্ণয়ের যন্ত্র
-
ব্যারোমিটার
-
হাইগ্রোমিটার
-
পাইরোমিটার
-
ম্যানোমিটার
Ans: ম্যানোমিটার
65 পৃথিবীর একমাত্র উপগ্রহ
-
বুধ
-
সূর্য
-
শুক্র
-
চন্দ্র
Ans: চন্দ্র
66 চন্দ্রে অবতরণকারী প্রথম চন্দ্রযানের নাম
-
ভয়েজার-২
-
চ্যালেঞ্জার
-
অ্যাপোলো ১১
-
ভয়েজার-১
Ans: অ্যাপোলো ১১
67 সূর্যোদয়ের অব্যবহিত পূর্বের সময়কে বলা হয়
-
গোধূলী
-
মধ্যাহ্ন
-
ঊষা
-
রাত্রি
Ans: ঊষা
68 কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাধায় ?
-
এমাইলেজ
-
ট্রিপসিন
-
পেপসিন
-
রেনিন
Ans: রেনিন
69 ক্লোরোফিল ছাড়া সম্পন্ন হয় না
-
সালোকসংশ্লেষণ
-
অভিস্রবণ
-
রেচন
-
শ্বসন
Ans: সালোকসংশ্লেষণ
70 উদ্ভিদের বৃদ্ধি সবচেয়ে বেশি হয়
-
পাতায়
-
মূলের অগ্রভাগে
-
কাণ্ডের অগ্রভাবে
-
মূল ও কাণ্ডের অগ্রভাবে
Ans: কাণ্ডের অগ্রভাবে
71 মানব দেহের সর্ববৃহৎ অঙ্গ
-
ত্বক
-
কিডনি
-
স্নায়ু
-
যকৃত
Ans: ত্বক
72 যখন বন্দুক থেকে গুলি ছোড়া হয় , তখন
-
বন্দুক আদৌ নড়ে না
-
বন্দুক সামনে এগিয়ে যায়
-
বন্দুক একই ভরবেগে পিছিয়ে আসে
-
বন্দুক লাফিয়ে ওঠে
Ans: বন্দুক একই ভরবেগে পিছিয়ে আসে
73 চাপের একক হচ্ছে
-
প্যাসকেল
-
ভোল্ট
-
নিউটন
-
কুলম্ব
Ans: প্যাসকেল
74 শব্দ রেকর্ড করার জন্য ব্যবহৃত যন্ত্র হল
-
Lactometer
-
Barometer
-
Odometer
-
Phonograph
Ans: Phonograph
75 বায়োগ্যাস প্লান্টে গোবর ও পানির অনুপাত কত ?
-
১ঃ ৩
-
৩ঃ ১
-
২ঃ ১
-
১ঃ ২
Ans: ১ঃ ২
76 কত তাপমাত্রার পানির ঘনত্ব সবচেয়ে বেশি ?
-
০ ডিগ্রী সেন্টিগ্রেড
-
৬ ডিগ্রী সেন্টিগ্রেড
-
৪ ডিগ্রী সেন্টিগ্রেড
-
২ ডিগ্রী সেন্টিগ্রেড
Ans: ৪ ডিগ্রী সেন্টিগ্রেড
77 "Adult Cell" ক্লোন করে কোন দেশে একটি ভেড়ার জন্ম দেয়া হয়েছে
-
ফ্রান্সে
-
অস্ট্রেলিয়ায়
-
যুক্তরাজ্যে
-
যুক্তরাষ্ট্রে
Ans: যুক্তরাজ্যে
Computer and Information Technology
78 স্ক্যানার হলো একটি
-
আউটপুট ডিভাইস
-
মিক্সড ডিভাইস
-
ইনপুট ডিভাইস
-
কো-অর্ডিনেটিং ডিভাইস
Ans: ইনপুট ডিভাইস
Mathematical Reasoning
79 কোন ভগ্নাংশটি লঘিষ্ঠ আকারে প্রকাশিত?
-
১১৩/৩৫৫
-
১০২/২৮৯
-
৭৭/২৪৩
-
৩৪৩/১০০১
Ans: ১১৩/৩৫৫
80 বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে
-
কেন্দ্র হতে দূরবর্তী জ্যাটি
-
ব্যাস
-
ব্যাসার্ধের অর্ধেকের সমান জ্যা
-
ব্যাসার্ধ
Ans: ব্যাস
81 স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ -
-
এক সমকোণের অর্ধেক
-
এক সমকোণ
-
তিন সমকোণ
-
দুই সমকোণ
Ans: এক সমকোণ
82 কমিশনের হার ৩ . ৫ টাকা হলে , ৩০০০ টাকা মূল্যের জিনিস বিক্রয় করে কত কমিশন পাওয়া যাবে ?
-
১০০ টাকা
-
৯০ টাকা
-
১১০ টাকা
-
১০৫ টাকা
Ans: ১০৫ টাকা
83 দুইটি সংখ্যার অনুপাত ৫ঃ ৮ । ছোট সংখ্যাটি ৬৫ হলে , বড় সংখ্যাটি কত ?
-
৪০
-
১১৭
-
১০৪
-
৯১
Ans: ১০৪
84 দুইটি রাশির অনুপাত ৪ঃ ৭ । পূর্ব রাশি ২৪ হলে উওর রাশি কত ?
-
৬৪
-
৫৬
-
৪৯
-
৪২
Ans: ৪২
85 ১ , ৩ , ৬ , ১০ , ১৫ - ক্রমটির পরবর্তী পদ কত ?
-
৩০
-
২৪
-
২১
-
১৮
Ans: ২১
86 ১ , ৩ , ৪ , ৭ , ১১ , ১৮ ক্রমটির পরবর্তী পদ কত ?
-
৪২
-
৩৬
-
২৯
-
২৫
Ans: ২৯
87 একটি পাঠ্যবই প্রকৃত মূল্যের শতকরা ৯০ ভাগ মূল্যে ৭২ টাকায় বিক্রয় করা হল। বইটির প্রকৃত মূল্য কত ?
-
৭০ টাকা
-
৮২ টাকা
-
৮০ টাকা
-
৭৫ টাকা
Ans: ৮০ টাকা
88 প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল ৪২ এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল ৪৯ । দ্বিতীয় সংখ্যাটি কত ?
-
৬
-
৫
-
৮
-
৭
Ans: ৭
89 কোন শ্রেণিতে ২৫ জন ছাত্রের বয়সের গড় ১০ বছর। শিক্ষকসহ তাদের বয়সের গড় ১২ বছর হলে , শিক্ষকের বয়স কত ?
-
৬৫ বছর
-
৬৪ বছর
-
৬২বছর
-
৫৬ বছর
Ans: ৬২বছর
90 পিতা ও মাতার গড় বয়স ৩৬ বছর। পিতা , মাতা ও পুত্রের গড় বয়স ২৮ বছর হলে , পুত্রের বয়স কত ?
-
১৫ বছর
-
১২ বছর
-
১১ বছর
-
৯ বছর
Ans: ১২ বছর
91 কোন পরিবারে ১০ জন সদস্যের ৩০ দিনের খাবার আছে। ৫ জন অতিথি আসলে ঐ খাদ্যে সদস্যদের মোট কতদিন চলবে ?
-
৩০ দিন
-
২৫ দিন
-
২৪ দিন
-
২০ দিন
Ans: ২০ দিন
92 যে পরিমাণ খাদ্যে ১৫ জন লোকের ৪০ দিন চলে , ঐ পরিমাণ খাদ্যে ২০ জন লোকের কতদিন চলবে ?
-
৩০ দিন
-
২৫ দিন
-
৩৫ দিন
-
৩২ দিন
Ans: ৩০ দিন
93 3x+y =9 এবং 4x-y=7 হলে , x ও y এর মান হবে যথাক্রমে
-
2, 3
-
4, -3
-
3, -2
-
1, 6
Ans: 2, 3
94 2x+3y =3 এবং 4x-5y=17 হলে , x ও y এর মান হবে যথাক্রমে
-
-3, -1
-
3, -1
-
2, -1
-
1, -3
Ans: 3, -1
95 AB ও CD সরলরেখাদ্বয় 'O' বিন্দুতে ছেদ করলে নিচের কোন গানিতীক বাক্যটি সঠিক হবে?
-
∠AOD > ∠B0C
-
∠BOC=∠AOC
-
∠AOD=∠BOD
-
∠AOD=∠BOC
Ans: ∠AOD=∠BOC