Primary Teacher-2014
বাংলা ভাষা ও সাহিত্য
1 বাসস একটি -
-
একটি সংবাদ সংস্থার নাম
-
একটি প্রেস ক্লাবের নাম
-
খবরের কাগজের নাম
-
একটি বিদেশি কোম্পানির নাম
Ans: একটি সংবাদ সংস্থার নাম
2 'দৃষ্টিহীন' কার ছদ্মনাম?
-
বিহারীলাল চক্রবর্তী
-
প্যারিচাঁদ মিত্র
-
মধুসূদন মজুমদার
-
মধুসূদন দত্ত
Ans: মধুসূদন মজুমদার
3 A search for identity-বইটি কার লেখা?
-
কবির চৌধুরী
-
সিরাজুল ইসলাম
-
মেজর রফিকুল ইসলাম
-
মেজর আব্দুল জলিল
Ans: মেজর আব্দুল জলিল
4 জসীম উদ্দীনের নাটক--
-
বোবা কাহিনী
-
মাটির কান্না
-
রাখালী
-
বেদের মেয়ে
Ans: বেদের মেয়ে
5 ''প্রতিদিন ঘরহীন ঘরে'' কাব্যগ্রন্থের রচয়িতা--
-
আহসান হাবিব
-
শামসুর রাহমান
-
আলাউদ্দীন আল আজাদ
-
মহাদেব সাহা
Ans: শামসুর রাহমান
6 বাংলাদেশের প্রথম সংবাদপত্র--
-
বঙ্গদর্শন
-
আজাদ
-
বেঙ্গল গেজেট
-
সমাচার দর্পন
Ans: সমাচার দর্পন
7 মহর্ষি-কোন সমাস ?
-
কর্মধারয়
-
দ্বিগু
-
তৎপুরুষ
-
দ্বন্দ্ব
Ans: কর্মধারয়
8 প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয়--
-
উপমেয়
-
উপমিত
-
রূপক
-
উপমান
Ans: উপমেয়
9 পয়জার এর সমার্থক শব্দ কোনটি?
-
পাদুকা
-
উন্মাদ
-
ছুতার
-
দাঁড়িপাল্ল
Ans: পাদুকা
10 বামেতর শব্দটির অর্থ --
-
ডান
-
বামদিক
-
ইতর
-
বামচোখ
Ans: ডান
11 মনীষা শব্দের বিপরীত অর্থ--
-
প্রভা
-
নির্বোধ
-
স্থিরতা
-
মনস্বিতা
Ans: নির্বোধ
12 নির্মল এর বিপরীতার্থক শব্দ কি?
-
বিশুদ্ধ
-
প্রফুল্ল
-
কোনোটিই নয়
-
পঙ্কিল
Ans: পঙ্কিল
13 গুড়ে বালি কথাটির অর্থ কি?
-
গোবরে পদ্মফুল
-
ভালোতে খারাপ
-
বাতাসে বালি
-
আশায় নৈরাশ্য
Ans: আশায় নৈরাশ্য
14 মুখ তোলা বাক্যাংশের বিশিষ্ট অর্থ কি ?
-
নষ্ট করা
-
প্রসন্ন হওয়া
-
অন্যের মুখ তুলে ধরা
-
নিজের মুখ উপরে তোলা
Ans: প্রসন্ন হওয়া
15 যার বাসস্থান নেই--বাক্যের এক কথায় প্রকাশ কি ?
-
অনিকেতন
-
একাহারী
-
অনুজ
-
উদ্বাস্তু
Ans: অনিকেতন
16 ভুল বানান কোনটি ?
-
প্রতিতি
-
সমিতি
-
জামিতি
-
প্রকৃতি
Ans: জামিতি
17 ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি দান করে ?
-
বিদ্যাসাগর কলেজ
-
সংস্কৃত কলেজ
-
প্রেসিডেন্সি কলেজ
-
কলিকাতা বিশ্ববিদ্যালয়
Ans: সংস্কৃত কলেজ
18 যা নিন্দার যোগ্য নয়--
-
নিন্দনীয়
-
প্রশংসার যোগ্য
-
অনিন্দ্য
-
প্রশংসনীয়
Ans: অনিন্দ্য
19 কোন বানানটি শুদ্ধ ?
-
নীরীহ
-
নীরিহ
-
নিঢরহ
-
নিরীহ
Ans: নিরীহ
20 বুলবুলিতে ধান খেয়েছে এই বাক্যের বুলবুলিতে শব্দে কোন কারকে কোন বিভক্তি রয়েছে ?
-
অপাদানে ৭মী
-
কর্তৃকারকে ৭মী
-
কর্তৃকারকে ৭মী
-
করণে ৭মী
Ans: কর্তৃকারকে ৭মী
21 পদ্ধতি--এর সন্ধি বিচ্ছেদ কোনটি ?
-
পথ + ধতি
-
পদ্ + হতি
-
পৎ + ধতি
-
পদ + ধতি
Ans: পদ্ + হতি
22 মনস্তাপ--এর সন্ধি বিচ্ছেদ কোনটি ?
-
মনোঃ + তাপ
-
মনো + তাপ
-
মন + তাপ
-
মনস + তাপ
Ans: মনোঃ + তাপ
English Language and Literature
23 'By fits and starts' means--
-
Carefully
-
Attentively
-
Irregularly
-
Regularly
Ans: Irregularly
24 Fag end means--
-
Foggy
-
The last part
-
Unfair
-
Cut a bad figure
Ans: The last part
25 The idiom 'Bring to book' এর অর্থ--
-
Valueless person
-
Rebuke
-
Book written by famous writer
-
None of the above
Ans: Rebuke
26 He prides himself ----- his wealth বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ হবে
-
on
-
of
-
for
-
in
Ans: on
27 The boy wonders ---- in the streets বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ হবে
-
for
-
of
-
about
-
at
Ans: at
28 কোনটি শুদ্ধ বানান ?
-
Catastrophee
-
Cetastrophe
-
Catarstrofee
-
Catastrophe
Ans: Cetastrophe
29 Choose the correct spelling?
-
Dysentery
-
Diesentary
-
Dysentary
-
Dysentry
Ans: Dysentery
30 What is the antonym of-Expel ?
-
Admit
-
Eject
-
Banish
-
Dismiss
Ans: Dismiss
31 What is the synonym of Remember ?
-
Recollect
-
Memory
-
Call up
-
Forget
Ans: Recollect
32 What is the antonym of the word Somber ?
-
Gloomy
-
Dismal
-
Dark
-
Bright
Ans: Bright
33 What is the meaning of the word Nascent ?
-
Trail
-
Odor
-
Nasal
-
Beginning
Ans: Beginning
34 How many types of Gender are there?
-
Three types
-
Four types
-
One type
-
Two types
Ans: Four types
35 Noun of the word Break is--
-
breakful
-
breakdown
-
breach
-
breaking
Ans: breakdown
36 Might শব্দটির adjective নিচের কোনটি ?
-
Mightful
-
Mighter
-
Mighteous
-
Mighty
Ans: Mighty
37 Does he speak English well? বাক্যটির সঠিক passive form হচ্ছে
-
Was English spoke well by him?
-
Is English spoken well by him?
-
Is English spoken well to him?
-
Is English spoke well by him?
Ans: Is English spoken well by him?
38 All his pupils like him. বাক্যটির সঠিক passive form হচ্ছে--
-
He is like by all his pupils.
-
He is being liked by all his pupils.
-
He is liked by all his pupils.
-
he was liked by all his pupils.
Ans: He is liked by all his pupils.
39 Anis said,''I must write a letter'' . The indirect narration of this sentence is-
-
Anis said he must write a letter.
-
Anis said that he had to write a letter.
-
Anis said he had to write a letter.
-
Anis said that he must write a letter.
Ans: Anis said he had to write a letter.
40 How dare you wake me up? The lion roared at the mouse. Choose the correct narration:
-
The lion roared and asked the mouse how it dared to wake him up
-
The lion roared and said to the mouse why he wake him up?
-
The lion questioned the mouse how it dared to wake him up?
-
The lion said the mouse why it got him up?
Ans: The lion roared and asked the mouse how it dared to wake him up
41 কোন বাক্যটি শুদ্ধ ?
-
he copied the answer word.
-
He copied the answer word for word.
-
He copied the answer word by word.
-
he copied the answer word in word
Ans: He copied the answer word by word.
42 Choose the correct sentence:
-
He is angry upon me.
-
He is angry with me.
-
He is angry at me.
-
He is angry of me.
Ans: He is angry with me.
Bangladesh Affairs
43 বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্তদের সংখ্যা কত?
-
সাত
-
ছ্য়
-
পাঁচ
-
আট
Ans: সাত
44 বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সালে ?
-
১৭৯৩ সালে
-
১৯৬৫ সালে
-
১৭৬২ সালে
-
১৭০০ সালে
Ans: ১৭৯৩ সালে
International Affairs
45 আবু মুসা দ্বীপ কোন সাগরে অবস্থিত ?
-
ক্যারিবিয়ান সাগর
-
বঙ্গোপসাগর
-
আরব সাগর
-
পারস্য উপসাগর
Ans: পারস্য উপসাগর
46 ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা ?
-
ইন্দোনেশিয়া
-
মালয়েশিয়া
-
চীন
-
জাপান
Ans: মালয়েশিয়া
47 কোন দেশটি অতীতে কখনও অন্য কোনো দেশের উপনিবেশে পরিণত হয়নি ?
-
ইন্দোনেশিয়া
-
মায়ানমার
-
মালয়েশিয়া
-
থাইল্যান্ড
Ans: থাইল্যান্ড
General Science
48 কোনটিকে কোষের প্রাণশক্তি বলা হয় ?
-
ক্রোমোজোম
-
মাইটোকন্ড্রিয়া
-
প্রোটোপ্লাজম
-
নিউক্লিয়াস
Ans: মাইটোকন্ড্রিয়া
49 পৃথিবীতে প্রাণের সূচনা হয় আনুমানিক--
-
১ কোটি বছর আগে
-
১০ লক্ষ বছর আগে
-
১০ কোটি বছর আগে
-
১০০ কোটি বছর আগে
Ans: ১০০ কোটি বছর আগে
50 হর্স পাওয়ার হলো--
-
শক্তি পরিমাপের একক
-
কাজ পরিমাপের একক
-
ক্ষমতা পরিমাপের একক
-
চাপ পরিমাপের একক
Ans: শক্তি পরিমাপের একক
51 কোনো বস্তুর ভর ১০ কেজি হলে বস্তুর ওজন
-
৯৮ নিউটন
-
১০০ নিউটন
-
৯.৮ নিউটন
-
১০ নিউটন
Ans: ৯৮ নিউটন
52 পেট্রোল ইঞ্জিন সফলতার সাথে কে চালু করেন ?
-
কার্নো
-
কেলভিন
-
জেমস ওয়াট
-
ড. অটো
Ans: ড. অটো
53 টলেমী কে ছিলেন ?
-
চিকিৎসক
-
জ্যোতির্বিদ
-
দার্শনিক
-
ঐতিহাসিক
Ans: জ্যোতির্বিদ
54 ইন্টারনেট কবে চালু হয় ?
-
১৯৬০ সালে
-
১৯৮১ সালে
-
১৯৬৯ সালে
-
১৯৭০ সালে
Ans: ১৯৬৯ সালে
55 বাতাসের উষ্ণতা বাড়লে শব্দের গতি--
-
বাড়ে
-
কমে
-
অপরিবর্তিত থাকে
-
প্রথমে বাড়ে পরে কমে
Ans: বাড়ে
56 মানুষের শরীরে কত ধরনের রক্ত কণিকা আছে ?
-
৪ প্রকার
-
২ প্রকার
-
৫ প্রকার
-
৩ প্রকার
Ans: ৩ প্রকার
57 জেনেটিক কোডের আবিষ্কারক কে ?
-
ড. রোনাল্ড রস
-
জোহানসন
-
ড . খোরানা
-
ড. এম স্বামীন খান
Ans: ড . খোরানা
58 পূর্ণ বয়স্ক পুরুষের মোট রক্তের গড় পরিমাণ —
-
৫ লিটার
-
১০ লিটার
-
৮ লিটার
-
৭ লিটার
Ans: ৫ লিটার
59 রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো --
-
প্রিজমের কাজ করে
-
লেন্সের কাজ করে
-
দর্পণের কাজ করে
-
আতসী কাঁচের কাজ করে
Ans: প্রিজমের কাজ করে
60 তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ ?
-
কঠিন পদার্থ
-
বায়বীয় পদার্থ
-
নরম পদার্থ
-
তরল পদার্থ
Ans: বায়বীয় পদার্থ
Mathematical Reasoning
61 একটি ঘড়ি প্রতিদিন ১০ মিনিট সময় হারায়। কতদিন পর ঘড়িটি এমন অবস্থায় পৌঁছাবে যখন ঘড়িটি সঠিক সময় নির্দেশ করবে?
-
৭২
-
১২০
-
৩৬
-
কোনোটিই নয়
Ans: ৭২
62 বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের কত গুণ?
-
তিনগুণ
-
সমান
-
দ্বিগুণ
-
অর্ধেক
Ans: দ্বিগুণ
63 কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র?
-
১/২( ভূমি * উচ্চতা)
-
২(দৈর্ঘ্য * প্রস্থ )
-
দৈর্ঘ্য * প্রস্থ
-
ভূমি * উচ্চতা
Ans: ভূমি * উচ্চতা
64 পাঁচ সন্তানের বয়সের গড় ৭ বছর এবং পিতাসহ তাদের বয়সের গড় ১৩ বছর। পিতার বয়স কত?
-
৩৩ বছর
-
৪৩ বছর
-
৬৩ বছর
-
৫৩ বছর
Ans: ৪৩ বছর
65 আব্দুল করিম আব্দুর রহিমের চাইতে ৩ বছরের ছোট। আফজালের বয়স আব্দুল করিমের বয়স থেকে ২ বছর কম। মুমিনের বয়স যখন ৫ তখন আব্দুল করিম জন্মেছে। তাদের মধ্যে জ্যেষ্ঠতমের বয়স ৫২ হলে আফজালের বয়স কত?
-
৪৫ বছর
-
৫০ বছর
-
৫৪ বছর
-
৪৩ বছর
Ans: ৪৫ বছর
66 x+y=12 এবং xy=60 হলে (x-y)2 = কত ?
-
7
-
8
-
10
-
9
Ans: 7
67 a+b=6 এবং ab=8 হলে (a-b)2 = কত ?
-
4
-
6
-
8
-
2
Ans: 4
68 সুদের হার ৭ % থেকে কমে ৫ % হলে এক ব্যক্তির আয় ৫ বছরে ৭০ টাকা কমে যায়।তার মূলধন কত ?
-
১০০০ টাকা
-
৮০০ টাকা
-
৭০০ টাকা
-
৬০০
Ans: ৭০০ টাকা
69 এক ব্যক্তি শেয়ার ব্যবসায় ৯ ,০০,০০০ টাকা বিনিয়োগ করলেন। শেয়ারপ্রতি লভ্যাংশ হিসেবে তার আয় ৯ টাকা। ১০০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বাজার দর ১৫০ টাকা । ঐ ব্যক্তির বাৎসরিক আয় কত ?
-
৫৪,০০০ টাকা
-
১৫,০০০ টাকা
-
৮১,০০০ টাকা
-
৫৮,০০০ টাকা
Ans: ৮১,০০০ টাকা
70 একটি সাইকেল ৭২০০ টাকায় বিক্রয় করায় ১০ % ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ১২ % লাভ হবে ?
-
৮৯৬০
-
৭০০০
-
৮০০০
-
৬৫০০
Ans: ৮৯৬০
71 ৪ টাকায় ১টি করে কমলা কিনে ২৪ টাকায় কয়টি কমলা বিক্রয় করলে ২০ % লাভ হবে ?
-
৪টি
-
৩টি
-
৬টি
-
৫ টি
Ans: ৫ টি
72 স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘণ্টায় ৭ কি .মি . । এরূপ নৌকায় স্রোতের অনুকূলে ৩৩ কি . মি . পথ যেতে ৩ ঘণ্টা সময় লেগেছে। ফিরে আসার সময় নৌকাটির কত সময় লাগবে ?
-
৯ ঘণ্টা
-
১১ ঘণ্টা
-
১০ ঘণ্টা
-
১৩ ঘণ্টা
Ans: ১১ ঘণ্টা
73 যদি কোনো একটি কাজ আলাদাভাবে সম্পন্ন করতে করিমের ৪৫ মি . এবং রহিমের ৩০ মি . সময় লাগে তবে উভয়ে একত্রে ঐ কাজটি সম্পন্ন করতে কত মিনিট সময় লাগবে ?
-
১৮
-
২১
-
১৫
-
১৬
Ans: ১৮
74 একটি সোনার গয়নার ওজন ৩২ গ্রাম। এতে সোনা ও তামার পরিমাণ ৩ঃ১। এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ঃ১ হবে ?
-
৮ গ্রাম
-
২ গ্রাম
-
৬ গ্রাম
-
৩ গ্রাম
Ans: ৮ গ্রাম
75 ক , খ ও গ এর বেতন অনুপাত ৭ঃ ৫ঃ ৩। খ ,গ অপেক্ষা ২২২ টাকা বেশি পেলে ক এর বেতন কত ?
-
৩৩৩ টাকা
-
৫৫৫ টাকা
-
৭৭৭ টাকা
-
৮৮৮ টাকা
Ans: ৭৭৭ টাকা
76 ১২ ও ৯৬ এর মধ্যে এই দুটি সংখ্যাসহ কয়টি সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য ?
-
২৩
-
২৪
-
২১
-
২২
Ans: ২২
77 ত্রিভুজের বৃহত্তম বাহু সংলগ্ন কোণদ্বয়--
-
স্থূলকোণ
-
সমকোণ
-
সূক্ষ্মকোণ
-
সরলকোণ
Ans: সূক্ষ্মকোণ
78 কোনো চতুর্ভুজের বিপরীত কৌণিক বিন্দুর সংযোজন রেখাংশ দুটির প্রত্যেকটিকে বলে--
-
উচ্চতা
-
মধ্যমা
-
কর্ণ
-
ভূমি
Ans: কর্ণ
79 বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত
-
৩
-
২২/৭
-
২৫/৯
-
৫
Ans: ২২/৭