NTRCA-10
বাংলা ভাষা ও সাহিত্য
1 ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে?
-
ব্যাকরণ
-
কোনটি নয়
-
উভয়টি
-
ভাষা
Ans: ভাষা
2 ফুলে ফুলে ঘর ভরেছে। কোন কারকে কোন বিভক্তি?
-
করণ কারকে সপ্তমী বিভক্তি
-
কর্ম কারকে সপ্তমী বিভক্তি
-
অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
-
অপাদান কারকে সপ্তমী বিভক্তি
Ans: করণ কারকে সপ্তমী বিভক্তি
3 নিচের কোনটি শুদ্ধ বানান?
-
চক্ষুশ্মান
-
চক্ষুষ্মান
-
চক্ষুস্মান
-
চক্ষুষ্মাণ
Ans: চক্ষুষ্মান
4 কোন শব্দটি তদ্ভব?
-
কাগজ
-
পাতা
-
জোছনা
-
মই
Ans: জোছনা
5 নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?
-
মা
-
সতীন
-
ছাত্রী
-
মেয়ে
Ans: সতীন
6 কোন সমাসে সাধারণ ধর্মের উল্লেখ থাকেনা
-
রূপক কর্মধারয়
-
উপমিত কর্মধারয়
-
মধ্যপদরোপী কর্মধারয়
-
উপমান কর্মধারয়
Ans: উপমিত কর্মধারয়
7 অলুক দ্বন্দ্ব সমাস সাধিত শব্দ কোনটি?
-
কমবেশি
-
মাতাপিতা
-
দুধে-ভাতে
-
সাত-পাঁচ
Ans: দুধে-ভাতে
8 পঙ্কজ এর সমার্থক শব্দ কোনটি?
-
সুবর্ণ
-
শৈল
-
কুসুম
-
কমল
Ans: কমল
9 বিধি শব্দের বিপরীত শব্দ--
-
বিরোধ
-
নিষিদ্ধ
-
নিষেধ
-
অবিধি
Ans: নিষেধ
10 উজানের কৈ বাগধারাটির অর্থ কি?
-
সহজ লভ্য
-
বিরাট আয়োজন
-
সামান্য পার্থক্য
-
অপদার্থ
Ans: সহজ লভ্য
11 নূপুরের ধ্বনি--
-
ঝংকার
-
রুমঝুম
-
শিঞ্জন
-
নিক্বণ
Ans: নিক্বণ
12 কোন বানানটি শুদ্ধ হবে?
-
রুগন
-
রুগ্ন
-
রুগনো
-
রুগণ
Ans: রুগ্ন
13 তারিখ লিখতে কোন যতি চিহ্নের ব্রবহার হয়?
-
কোলন
-
দাঁড়ি
-
সেমিকোলন
-
কমা
Ans: কমা
14 উক্তি এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
-
√ উক্ + তি
-
√ বচ্ + তি
-
√ বচ্ + ক্তি
-
√ উচ্ + ক্তি
Ans: √ বচ্ + ক্তি
15 অনুবাদের অর্থ কি?
-
ভাবান্তর
-
অনুসরণ
-
সমার্থকরণ
-
ভাষান্তরকরণ
Ans: ভাষান্তরকরণ
16 ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ গ্রন্থের রচয়িতা কে?
-
নিহার রঞ্জন রায়
-
সুকুমারী ভট্টাচার্য
-
সুকুমার সেন
-
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
Ans: সুনীতিকুমার চট্টোপাধ্যায়
17 ইতর-এর বিপরীত শব্দ কোনটি?
-
ভদ্র
-
উত্তম
-
মিথ্যা
-
অভদ্র
Ans: ভদ্র
18 অর্নব-এর প্রতিশব্দ কি?
-
সূর্য
-
সমুদ্র
-
ঝড়
-
বআয়ু
Ans: সমুদ্র
19 অর্বাচিন-এর বিপরীত শব্দ কোনটি?
-
নবীন
-
প্রাচীন
-
অনির্বাচিত
-
নির্বাচিত
Ans: প্রাচীন
20 কোনটি পারিভাষিক শব্দ?
-
রেডিও
-
নথি
-
কলেজ
-
অক্সিজেন
Ans: নথি
21 পাখি শব্দের সমার্থক নয কোনটি?
-
বিহঙ্গ
-
পৃপ
-
গরুড়
-
বিহগ
Ans: পৃপ
22 ঢাকের কাঠি- বাগধারাটির সাথে কোনটির মিল আছে?
-
তাসের ঘর
-
খয়ের খাঁ
-
গুড়ে বালি
-
চোখের বালি
Ans: খয়ের খাঁ
23 ব্যাকরণ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
-
ফারসি
-
আর্যভাষা
-
অসমীয়া
-
সংস্কৃত
Ans: সংস্কৃত
24 কোনটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ?
-
জয়
-
পানীয়
-
মানব
-
স্মরনীয়
Ans: মানব
25 নিচের কোনটি অভিনন্দন বা সংবর্ধনা পত্র?
-
স্মারক পত্র
-
নিমন্ত্রণপত্র
-
মানপত্র
-
আমন্ত্রণপত্র
Ans: মানপত্র
English Language and Literature
26 I have ____ interest in the matter.
-
not
-
no
-
none
-
any
Ans: no
27 The expression \'Lingua France\' means:
-
The first language
-
The common language
-
The French language
-
International language
Ans: The common language
28 Prevention is better than--
-
cure
-
healing
-
nothimg
-
remedy
Ans: cure
29 Knowledge is--
-
comfort
-
gravity
-
power
-
strength
Ans: power
30 What is lotted cannot be--
-
blotted
-
updated
-
endured
-
broken
Ans: blotted
31 The journey was pleasant.here 'pleasant' is--
-
pronoun
-
noun
-
adverb
-
adjective
Ans: adjective
32 Lovely comes here regularly.here 'Lovely' is--
-
adjective
-
pronoun
-
noun
-
adverb
Ans: noun
33 The noun form of 'lose' is--
-
loose
-
lost
-
loss
-
losing
Ans: loss
34 Honey is (taste)--sweet
-
taste
-
being tasted
-
tasted
-
tasting
Ans: tasted
35 It is our duty to (obey)--our parents
-
be obeyed
-
obeying
-
obey
-
obeyed
Ans: obey
36 Charity (to begin)--at home
-
has begun
-
begins
-
began
-
is beginning
Ans: begins
37 Something is better than--
-
everything
-
all
-
anything
-
nothing
Ans: nothing
38 Many men,many--
-
minds
-
lives
-
faces
-
thoughts
Ans: minds
39 Out of sight,out of--
-
right
-
mind
-
might
-
life
Ans: mind
40 Smoking tells upon our body.here 'teii upon' means--
-
strengthen
-
indicates
-
harms
-
benefits
Ans: harms
41 The man did the work as my direction.here 'as' indicates the idiom
-
as regards
-
at random
-
according to
-
by all means
Ans: according to
42 He is proud of his aristocracy.here 'aristocracy' means--
-
good blood
-
blue blood
-
bad blood
-
cold blood
Ans: blue blood
43 The word 'usual' is the synonym of --
-
strange
-
unusual
-
certain
-
normal
Ans: normal
44 The antonym of the word 'alien' is--
-
foreigner
-
adverse
-
native
-
new commer
Ans: native
45 The synonym of the word 'increase' is--
-
augment
-
lessen
-
quick
-
decrease
Ans: augment
46 I have no pen that I can lend you.(simple)
-
I have no pen to lend you
-
Without any pen,I can lend you
-
Having no pen,I can lend you
-
I have not enough pen to lend
Ans: I have no pen to lend you
47 Never tell a lie.(passive)
-
Let not a lie be told ever
-
Let a lie never be told
-
A lie is never be told
-
A lie is never told
Ans: Let a lie never be told
48 Dhaka is one of the biggest cities in Bangladesh.(positive)
-
very few cities in Bangladesh is as big as Dhaka
-
Very few cities in Bangladesh are as big as Dhaka
-
No other cities in Bangladesh are as big as Dhaka
-
Some cities in Bangladesh is as big as Dhaka
Ans: Very few cities in Bangladesh are as big as Dhaka
49 Only the moon was visible .(negative)
-
None but the moon was visible
-
Nothing but the moon was visible
-
The moon was not invisible
-
The moon was not visible
Ans: Nothing but the moon was visible
50 জীবন পুষ্পশয্যা নয়--
-
The life is not bed of roses
-
Life is not a bed of roses
-
Life is not bed of roses
-
A life is not bed of roses
Ans: Life is not a bed of roses
51 ইংরেজি শেখা সহজ--
-
It is easy to learning English
-
The English is easy to learn
-
English is easy for learning
-
It is easy to learn English
Ans: It is easy to learn English
Bangladesh Affairs
52 ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
-
রাজশাহী
-
বাগেরহাট
-
খুলনা
-
যশোর
Ans: বাগেরহাট
53 মুজিবনগর কোন জেলায় অবস্থিত?
-
কুষ্টিয়া
-
যশোর
-
ঝিনাইদহ
-
মেহেরপুর
Ans: মেহেরপুর
54 বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত কী?
-
তুলা
-
চামড়া
-
পাট
-
রেডিমেড গার্মেন্টস
Ans: রেডিমেড গার্মেন্টস
55 সাগরকন্যা কোন জেলার ভৌগোলিক নাম?
-
খুলনা
-
ভোলা
-
পটুয়াখালী
-
কক্সবাজার
Ans: পটুয়াখালী
56 বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?
-
১০ঃ৬
-
১১ঃ৭
-
৯ঃ৬
-
৮ঃ৬
Ans: ১০ঃ৬
57 জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?
-
নভেরা আহম্মদ
-
এফ.আর খান
-
লুই আইক্যান
-
মাজহারুল হক
Ans: লুই আইক্যান
58 প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কী?
-
বরিশাল
-
সন্দ্বীপ
-
হাতিয়া
-
ব-দ্বীপ
Ans: বরিশাল
59 ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কয়টি সেক্টরে বিভক্ত ছিল?
-
৯টি
-
১২টি
-
১১টি
-
৮টি
Ans: ১১টি
60 পরিবেশের উপর বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ম্যাগসাসে’ পুরস্কার-২০১২ প্রাপ্ত হন--
-
ড. হাসান মাহমুদ
-
ড. আইনুন নিশাত
-
সৈয়দা রেজোয়ানা হাসান
-
অধ্যাপক আবদুল্লাহ আবু সাঈদ
Ans: সৈয়দা রেজোয়ানা হাসান
61 বাংলাদেশ কত সালে ইসলামি সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে?
-
১৯৭২
-
১৯৭৫
-
১৯৭৩
-
১৯৭৪
Ans: ১৯৭৪
International Affairs
62 বিশ্বের প্রাচীনতম সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
-
ভারতে
-
মেসোপটেমিয়ায়
-
রোমে
-
গ্রিসে
Ans: মেসোপটেমিয়ায়
63 ইন্টারপোলের সদর দপ্তর কোথায় গড়ে উঠেছিল?
-
নিউইর্য়ক
-
রোম
-
লিও
-
লন্ডন
Ans: লিও
64 জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়?
-
১৯৪৬
-
১৯৪৮
-
১৯৪৭
-
১৯৪৫
Ans: ১৯৪৫
65 ওভাল-কোন খেলার জন্য বিখ্যাত?
-
ক্রিকেট
-
হকি
-
ফুটবল
-
টেনিস
Ans: ক্রিকেট
66 বিশ্ব ধরিত্রী সম্মেলন কত তারিখে অনুষ্ঠিত হয়?
-
জুলাই ১৯৯২
-
জুন ১৯৭২
-
জুলাই ১৯৯৫
-
জুন ১৯৯২
Ans: জুন ১৯৯২
67 নিশীত সূর্যের দেশ কোনটি?
-
জাপান
-
থাইল্যান্ড
-
নরওয়ে
-
কানাডা
Ans: নরওয়ে
General Science
68 মস্তিস্কের ক্ষমতা ক্ষয় পেতে থাকে স্নায়ু কোষের-
-
এক-তৃতীয়াংশ বেড়ে গেলে
-
অর্ধেক ধ্বংস হয়ে গেলে
-
এক-চতুর্থাংশ ধ্বংস হয়ে গেলে
-
এক-তৃতীয়াংশ বেড়ে গেলে
Ans: এক-চতুর্থাংশ ধ্বংস হয়ে গেলে
69 পাহাড়ের ওপর রান্না করতে বেশি সময় লাগে কেন?
-
পাহাড়ের ওপর তাপমাত্রা বেশি থাকায়
-
পাহাড়ের ওপর বাতাস কম থাকায়
-
বায়ুর চাপ কম থাকার কারণে
-
বায়ুর চাপ বেশি থাকার কারণে
Ans: বায়ুর চাপ কম থাকার কারণে
70 বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন কে?
-
জেমস ওয়াট
-
হেনরিক মার্জ
-
স্টিফেন হকিংস
-
আইজাক নিউটন
Ans: জেমস ওয়াট
71 শব্দের তীক্ষ্নতা মাপা হয়?
-
জুল
-
ক্যালরি
-
এ্যাম্পিয়ার
-
ডেসিবল
Ans: ডেসিবল
72 ইনসুলিনের অভাবে কী রোগ হয়?
-
রাতকানা
-
স্কার্ভি
-
ডায়াবেটিস
-
রিকেট
Ans: ডায়াবেটিস
73 পেনিসিলিন আবিষ্কার করেন কে?
-
লুই পাস্তুর
-
আলেকজান্ডার ফ্লেমিং
-
উইলিয়াম হার্ভে
-
আইকম্যান
Ans: আলেকজান্ডার ফ্লেমিং
74 কোন গ্যাস ওজনস্তর ক্ষয়ের জন্য দায়ী?
-
CFC
-
N₂
-
CH₄
-
CO₂
Ans: CFC
75 সহজে সর্দিকাশি হয় কোন ভিটামিনের অভাবে?
-
ভিটামিন-বি
-
ভিটামিন-সি
-
ভিটামিন-কে
-
ভিটামিন-ই
Ans: ভিটামিন-সি
Computer and Information Technology
76 ROM=?
-
Random Only Memory
-
Ranging One Memory
-
Radio Only Memory
-
Read Only Memory
Ans: Read Only Memory
Mathematical Reasoning
77 একজন মাঝি স্রোতের অনুকূলে ২ ঘণ্টায় ৫ মাইল যায় এবং ৪ ঘণ্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে। তার মোট ভ্রমণে প্রতি ঘণ্টায় গড়বেগ কত?
-
১(২/৩)
-
৫/৬
-
৩(৩/৪)
-
১(৫/৭)
Ans: ১(২/৩)
78 A={X:X জোড় মৌলিক সংখ্যা},তালিকা পদ্ধতিতে কি হবে?
-
{2}
-
(2)
-
2^-1
-
[2]
Ans: {2}
79 একটি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 10সে.মি.হলে,তার ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
-
50 ব.সে.মি
-
100 ব.সে.মি
-
25√2 ব.সে.মি
-
25√3 ব.সে.মি
Ans: 25√3 ব.সে.মি
80 ABCD সামান্তরিকের DC ভূমিকে E পর্যন্ত বর্ধিত করা হলো। ∟BAD = 100° হলে ∟BCE =কত?
-
60°
-
100°
-
90°
-
80°
Ans: 80°
81 log_4^2 এর মান কত?
-
1/2
-
2
-
1/3
-
4
Ans: 1/2
82 (a+1/a)^2=3 হলে a^3+1/a^3 এর মান কত?
-
0
-
9
-
18
-
3√3
Ans: 0
83 √289 এর বর্গমূল হলো--
-
পূর্ণ সংখ্যা
-
স্বাভাবিক সংখ্যঅ
-
অমূলদ
-
মূলদ
Ans: মূলদ
84 0,5,7 এর হড় কত?
-
6
-
1
-
4
-
0
Ans: 1
85 কোন সংখ্যার 75%=3 ?
-
2
-
16
-
8
-
4
Ans: 4
86 একটি দ্রব্য ক্রয় করে ২৪% ক্ষতিতে বিক্রয় করা হল। বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত?
-
১৯ঃ২৫
-
২৪ঃ২৫
-
২০ঃ২৫
-
১৮ঃ২৫
Ans: ১৯ঃ২৫
87 একটি নির্দিষ্ট কাজ শেষ করতে শ্রমিক সংখ্যা দ্বিগুন করতে হলে, কাজটি করতে পূর্বের কতগুণ সময় লাগবে?
-
২ গুণ
-
১/২ গুণ
-
১/৪ গুণ
-
৪ গুণ
Ans: ১/২ গুণ
88 ১ মাইল = কত কিলোমিটার?
-
০.৬২ কি.মি
-
১.৬০৯ কি.মি
-
১.১ কি.মি
-
১ কি.মি
Ans: ১.৬০৯ কি.মি
89 a ≠ 0 হলে a°= কত?
-
অনির্নেয়
-
1
-
a
-
0
Ans: 1
90 শতকরা বাষিৃক ৫ টাকা হার সুদে কোন আসল কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে?
-
১০০ বছরে
-
৫ বছরে
-
২০ বছরে
-
১ বছরে
Ans: ২০ বছরে
91 x^2-y^2 = ?
-
(x+y)(x+y)
-
(y+x)(y-x)
-
(x-y)(x-y)
-
(x+y)(x-y)
Ans: (x+y)(x-y)
92 4ab =?
-
(a-b)^2-(a+b)^2
-
(a+b)^2-(a-b)^2
-
(a+b/2)^2-(a-b/2)^2
-
(a+b)^2/2+(a-b)^2/2
Ans: (a+b)^2-(a-b)^2
93 a^x = n হলে x = কত?
-
x = log_a^n
-
a = x^n
-
x = lnx
-
x = a^n
Ans: x = log_a^n
94 x+y,x-y,x^2-y^2 এর গ.সা.গু কত?
-
x+y
-
x^2-y^2
-
1
-
0
Ans: 1
95 a,b,c ক্রমিক সমানুপাতি হলে, নিচের কোন সিদ্ধান্তটি সঠিক?
-
b = ac
-
b = ac
-
b^2 =ac
-
c^2 = ab
Ans: b^2 =ac
96 বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত?
-
πr
-
π
-
2r
-
2
Ans: π
97 1³+2³+3³+.....+n³ =?
-
n+1
-
{n(n+1)/2}²
-
n(n+1)(2n+1)/6
-
n(n+1)/2
Ans: {n(n+1)/2}²
98 a^x =1,x=?
-
undefined
-
2
-
0
-
1
Ans: 0
99 ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহু a ও b একক। তাদের মধ্যবর্তী দূরত্ব h একক হলে এর ক্ষেত্রফল কত ?
-
1/2(a+b)h
-
2(a+b)h
-
(a+b)h
-
1/2(a-b)h
Ans: 1/2(a+b)h
100 ত্রিকোণমিতিক অনুপাতে কোন সম্পর্কটি ব্যবহার করা হয়?
-
sinΘ = 1/cosΘ
-
sin^2 Θ - cos^2 Θ = 1
-
sin^2 Θ = 1- cos^2 Θ
-
sinΘ = 1+ cos^2 Θ
Ans: sin^2 Θ = 1- cos^2 Θ
101 একটি ত্রিভুজের তিন কোণ অপর একটি ত্রিভুজের তিন কোণের সমান হলে, ত্রিভুজদ্বয় কিরূপ হবে?
-
সদৃশকোণী
-
অসমান
-
সবৃসম
-
সমান
Ans: সদৃশকোণী
102 একটি আয়ককার ঘরের দৈর্ঘ্য, প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি। ঘরটির পরিসীমা 32 মিটার হলে এর ক্ষেত্রফল কত?
-
60 ব.মি
-
6 ব.মি
-
64 ব.মি
-
10 ব.মি
Ans: 60 ব.মি