BCS-26


বাংলা ভাষা ও সাহিত্য

1   কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন

  1. বিদ্রোহী

  2. নারী

  3. আনন্দময়ীর আগমনে

  4. প্রলয়োল্লাস

Ans: আনন্দময়ীর আগমনে

2   'ভানুসিংহ ঠাকুরের পদাবলী\'-এর রচয়িতা কে ?

  1. চণ্ডীদাস

  2. ভানু বন্দোপাধ্যায়

  3. ভারতচন্দ্র

  4. রবীন্দ্রনাথ ঠাকুর

Ans: রবীন্দ্রনাথ ঠাকুর

3   কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি ?

  1. ঝিলিমিলি

  2. আলেয়া

  3. মৃত্যুক্ষুধা

  4. মধুবালা

Ans: মৃত্যুক্ষুধা

4   'বনফুল\' কার ছদ্মনাম ?

  1. মোহিতলাল মজুমদার

  2. যতীন্দ্রমোহন বাগচী

  3. বলাইচাঁদ মুখোপাধ্যায়

  4. প্রমথ চৌধুরী

Ans: বলাইচাঁদ মুখোপাধ্যায়

5   .\'পাখি সব করে রব রাতি পোহাইল\' পঙ্গক্তির রচয়িতা কে ?

  1. মদনমোহন তর্কালংকার

  2. কৃষ্ণচন্দ্র মজুমদার

  3. বিহারীলাল চক্রবর্তী

  4. রামনারায়ণ তর্করত্ন

Ans: মদনমোহন তর্কালংকার

6   টা,টী,খানা ইত্যাদি-

  1. পদাশ্রিত নির্দেশক

  2. উপসর্গ

  3. প্রকৃতি

  4. বিভক্তি

Ans: পদাশ্রিত নির্দেশক

7   প্র ,পরা, অপ -

  1. সংস্কৃত উপসর্গ

  2. বাংলা উপসর্গ

  3. উপসর্গস্থানীয় অব্যয়

  4. বিদেশী উপসর্গ

Ans: সংস্কৃত উপসর্গ

8   'লাঠালাঠি'- এটি কোন সমাস ?

  1. কর্মধারয় সমাস

  2. তৎপুরুষ সমাস

  3. ব্যাতিহার বহূব্রীহি সমাস

  4. প্রাদিসমাস

Ans: ব্যাতিহার বহূব্রীহি সমাস

9   .\'যে-ই তার দর্শন পেলাম, সে-ই আমরা প্রস্থান করলাম\' - এটি কোন জাতীয় বাক্য ?

  1. মিশ্র বাক্য

  2. মৌলিক বাক্য

  3. যৌগিক বাক্য

  4. সরল বাক্য

Ans: মিশ্র বাক্য

10   কোনটির অর্থ \'পক্ব\' অর্থে প্রকাশ পায় ?

  1. পাকাবাড়ি

  2. পাকাআম

  3. পাকা কাজ

  4. পাকা রং

Ans: পাকাআম

11   বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কে রচনা করেন ?

  1. মুহাম্মাদ শহীদুলল্লাহ

  2. অনিত কুমার বরন্দাপাধ্যয়

  3. দীনেশ চন্দ্র সেন

  4. সুকুমার সেন

Ans: দীনেশ চন্দ্র সেন

English Language and Literature

12   He has been ill - Friday last.

  1. from

  2. since

  3. in

  4. on

Ans: since

13   He gave up - football when he got married.

  1. to play

  2. of playing

  3. play

  4. playing

Ans: playing

14   Do not make a noise while your father -

  1. is being asleep

  2. assleep

  3. has slept

  4. is sleeping

Ans: is sleeping

15   No one can - that he is clever.

  1. discard

  2. denounce

  3. defy

  4. deny

Ans: deny

16   He divided the money - the two children .

  1. over

  2. between

  3. among

  4. in between

Ans: between

17   Out and out' means :

  1. Thoroughly

  2. Brave

  3. Not at all

  4. Whole heartedly

Ans: Thoroughly

18   \'Maiden speech\' means .

  1. First speech

  2. Final speech

  3. Early speech

  4. Late speech

Ans: First speech

19   As the sun - , I decided to go out.

  1. was shining

  2. shines

  3. shine

  4. has shone

Ans: was shining

20   The light have been blown - by the strong wind.

  1. out

  2. off

  3. up

  4. away

Ans: out

21   If we want concrete proof, we are looking for - .

  1. clear evidence

  2. something to cover a path

  3. building material

  4. a cement mixer

Ans: clear evidence

22   What is the meaning of \'White Elephant\'?

  1. A very costly or troublesome possession

  2. A black marketer

  3. A hoarder

  4. An elephant of white colour

Ans: A very costly or troublesome possession

23   A person who write about his own life writers-.

  1. an autobiography

  2. a chronicle

  3. a diary

  4. a biography

Ans: an autobiography

24   A \'pilgrim\' is a person who undertakes a journey to a -.

  1. mosque

  2. bazar

  3. holy place

  4. new country

Ans: holy place

25   The correct spelling is :

  1. Humourius

  2. Humorous

  3. Humorious

  4. Humurious

Ans: Humorous

26   The word \'ecological\' is related to - .

  1. environment

  2. atmosphere

  3. pollution

  4. demography

Ans: environment

27   \'Paediatric\' relates to the treatment of - .

  1. adults

  2. women

  3. children

  4. adults

Ans: children

28   Chose the right word to fill the blank : Since his retirement, Mr. Chowdhury, who was a teacher, has written four novels.

  1. current

  2. circulation

  3. flow

  4. procession

Ans: flow

29   Chose the right word to fill the blank : I should appreciate it if you could complet this work - Thursday.

  1. by

  2. up to

  3. untill

  4. till

Ans: by

30   Chose the right word to fill the blank : The proper functionof the press is surely to - the man in the street with facts.

  1. provide

  2. proffer

  3. deliver

  4. equip

Ans: provide

Bangladesh Affairs

31   দিনাজপুর জেলার বড় পুকুরিয়ায় কিসের খনিজ প্রকল্প কাজ চলছে ?

  1. কয়লা

  2. কঠিনশিলা

  3. কাদামাটি

  4. চুনাপাথর

Ans: কয়লা

32   বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারন করেছে ?

  1. আজমিরীগঞ্জ

  2. দেওয়ানগঞ্জ

  3. চাঁদপুর

  4. ভৈরব

Ans: ভৈরব

33   প্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের আধিনায়ক কে ছিলেন ?

  1. শফিকুল হক হীরা

  2. আমিনুল ইসলাম বুলবুল

  3. আকরাম খান

  4. গাজী আশরাফ হোসেন লিপু

Ans: গাজী আশরাফ হোসেন লিপু

34   বাংলাদেশে কৃষিক্ষেত্রে 'বলাকা' ও 'দোয়েল' নাম দুটি কিসের ?

  1. দুটি কৃষি যন্ত্রপাতির নাম

  2. কৃষি খামারের নাম

  3. উন্নত জাতের গম শস্য

  4. দুটি কৃষি যন্ত্রপাতির নাম

Ans: উন্নত জাতের গম শস্য

35   বেসরকারি বিল কাকে বলে ?

  1. সংসদ সদস্যদের উথাপিত বিল

  2. স্পীকার যে বিলকে বেসরকারি বিল বলে ঘোষণা দেন

  3. রাষ্ট্রপতি কর্তৃক ঘোষিত কোন বিল

  4. বিরোধী দলের সদস্যদের উথাপিত বিল

Ans: সংসদ সদস্যদের উথাপিত বিল

36   গ্রীন হাউস এফেক্টের জন্য বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে ?

  1. বৃষ্টিপাত কমে যাবে

  2. ক্রমশ উত্তাপ বেড়ে যাবে

  3. নিম্নভূমি নিমজ্জিত হবে

  4. উপরের সবগুলো

Ans: উপরের সবগুলো

37   \'ইরাটম\' কী ?

  1. উন্নত জাতের চা

  2. উন্নত জাতের পাট

  3. উন্নত জাতের ইক্ষু

  4. উন্নতজাতেরধান

Ans: উন্নতজাতেরধান

38   বাংলাদেশের কোন প্রতিষ্ঠানটি মাইক্রো ক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা ?

  1. চাটার্ড ব্যাংক

  2. এবি ব্যাংক

  3. গ্রামীণ ব্যাংক

  4. ন্যাশনাল ব্যাংক

Ans: গ্রামীণ ব্যাংক

39   কোন আইন সংস্কার করে র‍্যাব গঠন করা হয় ?

  1. ডিবি পুলিশ এ্যাক্ট, ১৯৮৩

  2. ডিএমপি এ্যাক্ট, ১৯৭৬

  3. আর্মড পুলিশ ব্যাটালিয়ান এ্যাক্ট ,১৯৭৯

  4. র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান এ্যাক্ট, ২০০৩

Ans: আর্মড পুলিশ ব্যাটালিয়ান এ্যাক্ট ,১৯৭৯

40   \'মনপুরা ৭০\' কী ?

  1. একটি উপন্যাস

  2. একটি নদী বন্দর

  3. একটি উপজেলা

  4. একটি চিত্রশিল্প

Ans: একটি চিত্রশিল্প

41   বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি ?

  1. ফেনীসেচপ্রকল্প

  2. কাপ্তাই সেচ প্রকল্প

  3. তিস্তা সেচ প্রকল্প

  4. গঙ্গা-কপোতাক্ষপ্রকল্প

Ans: তিস্তা সেচ প্রকল্প

International Affairs

42   উরুগুয়ে রাউণ্ডের সংলাপ কত বছর ধরে চলেছিল ?

  1. ২বছর

  2. ৫ বছর

  3. ৫ বছর

  4. ৮ বছর

Ans: ৮ বছর

43   যুক্তরাষ্ট্র এর কোণ স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিলো ?

  1. উইসকনসিন

  2. লূইসিয়ানা

  3. নেবরাস্কা

  4. ফ্লোরিডা

Ans: লূইসিয়ানা

44   জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপটির নাম কি ?

  1. দিয়াগো গার্সিয়া

  2. মার্শাল দ্বীপপুঞ্জ

  3. কুড়িল দ্বীপপুঞ্জ

  4. গ্রেট বেরিয়ার রীফ

Ans: কুড়িল দ্বীপপুঞ্জ

45   যুক্তরাষ্ট্র ইউনিয়ন এ কোন ষ্টেট সর্বশেষ এ যোগ দেয় ?

  1. ফ্লোরিডা

  2. আরিজোনা

  3. আরিজোনা

  4. হাওয়াই

Ans: হাওয়াই

46   শেভেন চুক্তি হচ্ছে -

  1. বাণিজ্যচুক্তি

  2. এর কোনটি নয়

  3. অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি

  4. কর হ্রাস করা চুক্তি

Ans: কর হ্রাস করা চুক্তি

47   যুক্তরাষ্ট্রের কোন ষ্টেট -এ নির্বাচকমণ্ডলীর ভোটের সংখ্যা বেশি ?

  1. ক্যালিফোর্নিয়া

  2. নিউইয়র্ক

  3. ফ্লোরিডা

  4. টেক্সাস

Ans: ক্যালিফোর্নিয়া

48   যুক্তরাষ্ট্রে একজন প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় ছিলেন । তিনি হচ্ছেন -

  1. হ্যারি এস ট্রুম্যান

  2. ফ্রাঙ্কলিনরুজভেল্ট

  3. জেমস মনরো

  4. তথ্যটি সঠিক নয়

Ans: ফ্রাঙ্কলিনরুজভেল্ট

49   মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহন করেন ?

  1. সার্বিয়া

  2. সার্বিয়া

  3. মেসেডোনিয়া

  4. আলবেনিয়া

Ans: মেসেডোনিয়া

50   আবু সায়েফ গেরিলা গোষ্ঠী কোন দেশে তৎপর ?

  1. থাইল্যান্ড

  2. ইন্দোনেশিয়া

  3. ফিলিপাইন

  4. ইরাক

Ans: ফিলিপাইন

51   ভারতের কোন রাজ্যের রাজধানী \'ইস্ফল\' ?

  1. মিজোরাম

  2. মেঘালয়

  3. মনিপুর

  4. অরনোচল

Ans: মনিপুর

52   গ্রিনিচ মান সময়ের সংগে বাংলাদেশের সময়ের পার্থক্য কত ?

  1. ১০ ঘণ্টা

  2. ৮ ঘণ্টা

  3. ৬ ঘণ্টা

  4. ৫ ঘণ্টা

Ans: ৬ ঘণ্টা

53   লেবানন কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে ?

  1. তুরস্ক

  2. স্পেন

  3. ফ্রান্স

  4. ব্রিটেন

Ans: ফ্রান্স

54   .IAEA-এর নির্বাহী প্রধান হলেন -

  1. ইউকিয়ো আমানো

  2. আয়াদআলওয়ি

  3. আমর মুসা

  4. মোহাম্মদআলবারাদি

Ans: ইউকিয়ো আমানো

55   বিশ্বব্যাংকের SOFT LONE WINDOW হল -

  1. MIGA

  2. IFC

  3. IDA

  4. IBRD

Ans: IDA

56   অভিন্ন ইউরোপ গঠনের লক্ষে মাসট্রিচট চুক্তি অনুমোদনের জন্য কোন দেশ দুবার গণভোটের আয়োজন করেছিল ?

  1. গ্রীস

  2. আয়ারল্যান্ড

  3. লুক্সেমবার্গ

  4. ডেনমার্ক

Ans: ডেনমার্ক

57   জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন ?

  1. উ থান্ট

  2. ট্রাইগভে লাই

  3. কুর্টওয়ান্ডহইম

  4. পেরেজ দ্য কুয়েলার

Ans: ট্রাইগভে লাই

58   নারীর প্রতি সকল বৈষম্য নির্মূল কনভেনশন সাক্ষরিত হয় -

  1. ১৯৮৯ সালে

  2. ১৯৭৯ সালে

  3. ১৯৭৬ সালে

  4. ১৯৭৫সালে

Ans: ১৯৭৯ সালে

59   . সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যসমূহের সময়সীমা নির্ধারণ করা হয়েছে কোন সাল পর্যন্ত

  1. ২০১০

  2. ২০২৫

  3. ২০২০

  4. ২০১৫

Ans: ২০১৫

60   কোন তারিখে \'আন্তর্জাতিক পরিবেশ দিবস\' পালিত হয় ?

  1. ২১ মার্চ

  2. ৫ জুলাই

  3. ২১ জুন

  4. ৫ জুন

Ans: ৫ জুন

61   ইউরো মুদ্রা কখন চালু হয় ?

  1. ২০০০ সালের ১ মার্চ

  2. ২০০১সালের১জানুয়ারি

  3. ১৯৯৭ সালের ১ জানুয়ারি

  4. ১৯৯৯ সালের ১ জানুয়ারী

Ans: ১৯৯৯ সালের ১ জানুয়ারী

General Science

62   বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?

  1. পাহাড়ের উপর

  2. খনিরভিতর

  3. বিষুব অঞ্চলে

  4. মেরুঅঞ্চলে

Ans: মেরুঅঞ্চলে

63   জীবাশ্ম জ্বালানি দহনের ফলে বায়ুমণ্ডলে যে গ্রীন হাউজ গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে-

  1. মিথেন

  2. কার্বনডাই অক্সাইড

  3. ক্লোরফ্লোর কার্বন

  4. জ্বালানিবাস্প

Ans: কার্বনডাই অক্সাইড

64   কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হলো-

  1. বালি

  2. জিপসাম

  3. চুনাপাথর

  4. শাজিমাটি

Ans: বালি

65   সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সে মি এ-

  1. ৫ কি মি

  2. ১০ নিউটন

  3. ২৭ কি মি

  4. ১০ কি মি

Ans: ১০ নিউটন

66   শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র-

  1. অ্যামিটার

  2. অডিও মিটার

  3. অলটিমিটার

  4. অডিও ফোন

Ans: অডিও মিটার

67   বৈদ্যুতিক ইস্ত্রি এবং হিটারে ব্যবহৃত হয়-

  1. কপার তার

  2. এন্টিমনিতার

  3. নাইক্রম তার

  4. টাংস্টেনতার

Ans: নাইক্রম তার

68   নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়-.

  1. সবুজ সার

  2. ইউরিয়া

  3. টিএসপি

  4. পটাস

Ans: ইউরিয়া

69   মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত?

  1. ২৪জোড়া

  2. ২৩ জোড়া

  3. ২৬ জোড়া

  4. ২৫ জোড়া

Ans: ২৩ জোড়া

70   Adult cell ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম দেয়া হয়েছে-

  1. নেলী

  2. মলি

  3. ডলি

  4. শেলী

Ans: ডলি

71   নিউমোনিয়া রোগে আক্রন্ত হয় মানব দেহের-

  1. ফুসফুস

  2. প্লীহা

  3. কিডনি

  4. যকৃত

Ans: ফুসফুস

72   স্যালিক এসিড-

  1. কমলালেবুতে পাওয়া যায়

  2. আমলকীতে পাওয়া যায়

  3. কোনটিই নয়

  4. আঙ্গুরে পাওয়া যায়

Ans: কোনটিই নয়

73   সবুজ আলোতে

  1. সবুজ আলোতে

  2. বেগুনি আলোতে

  3. লাল আলোতে

  4. নীল আলোতে

Ans: লাল আলোতে

74   কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্তপড়া বন্ধ করতে সাহায্য করে?

  1. ভিটামিন কে

  2. ভিটামিন বি-২

  3. ভিটামিন বি

  4. ভিটামিন সি

Ans: ভিটামিন কে

75   ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জল যে লেখা ফুটে ওঠে তা কিসের ভিত্তিতে তৈরি?

  1. এল ই ডি

  2. সিলিকন চিপ

  3. এল সি ডি

  4. আইসি

Ans: সিলিকন চিপ

76   বিদ্যুৎবাহী তারে পাখি বসলে সাধারনত বিদ্যুৎপৃষ্ট হয় না, কারণ-

  1. পাখির দেহের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না

  2. পাখিরগায়েবিদ্যুৎরোধীআবরণথাকে

  3. মটিরসঙ্গেসংযোগহয়না

  4. বিদ্যুৎপৃষ্ট হলেও পাখি মরে না

Ans: মটিরসঙ্গেসংযোগহয়না

77   আকাসে বিজলী চমকায়-

  1. মেঘের অসংখ্য পানি ও বরফকনার মধ্যে চার্জ সঞ্চিত হলে

  2. মেঘ বিদ্যুৎ পরিবাহী অবস্থায় এলে

  3. দুইখণ্ডমেঘপরপরএলে

  4. মেঘের মধে বিদ্যুৎ কোষ তৈরি হলে

Ans: মেঘের অসংখ্য পানি ও বরফকনার মধ্যে চার্জ সঞ্চিত হলে

78   শুষ্ক বরফ বলা হয়-

  1. ক্যালসিয়াম ডাইঅক্সাইডকে

  2. হিমায়িত কার্বন ডাইঅক্সাইডকে

  3. হিমায়িত কার্বন মনোঅক্সাইডকে

  4. হিমায়িত অক্সিজেনকে

Ans: হিমায়িত কার্বন ডাইঅক্সাইডকে

79   হাড় ও দাত কে মজবুত করে-

  1. ম্যাগনেসিয়াম

  2. আয়োডিন

  3. ফসফরাস

  4. আয়রণ

Ans: ফসফরাস

Mathematical Reasoning

80   ৭২ সংখ্যাটির মোট ভাজক আছে-

  1. 10

  2. 9

  3. 12

  4. 11

Ans: 12

81   (√3.√5)^4-এর মান কত?

  1. 225

  2. 60

  3. 30

  4. 15

Ans: 225

82   ১২ জন শ্রমিক ৩ দিনে ৭২০ টাকা আয় করে। তবে ৯ জন শ্রমিক সমপরিমান টাকা আয় করবে-

  1. ৬ দিনে

  2. ৬ দিনে

  3. ৪ দিনে

  4. ৫দিনে

Ans: ৪ দিনে

83   টাকায় তিনটি করে কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ-

  1. ৫০%

  2. ৩১%

  3. ৩৩%

  4. ৩০%

Ans: ৫০%

84   একটি জারে দুধ ও পানির অনুপাত ৫:১, দুধের পরিমান যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশি হয় তবে পানির পরিমান কত?

  1. ৪ লিটার

  2. ২লিটার

  3. ১০ লিটার

  4. ৬লিটার

Ans: ২লিটার

85   .পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর। আবার পিতা,মাতা ও এক পুত্রের বয়সের গড় ৩৬ বছর। পুত্রের বয়স-

  1. ১৫ বছর

  2. ১৪বছর

  3. ৯বছর

  4. ১৮ বছর

Ans: ১৮ বছর

86   ১৩ সে মি ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে ৫ সে মি দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য-

  1. ১৬ সে মি

  2. ১৬ সে মি

  3. ১৮ সে মি

  4. ২৪সেমি

Ans: ২৪সেমি

87   একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ৮ ফুট হলে, ঐ বর্গক্ষেত্রের কর্ণের উপর অংকিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?-

  1. ১৫৬বঃফুঃ

  2. ১২৮ বঃ ফুঃ

  3. ১২৮ বঃ ফুঃ

  4. ১৬৪বঃফুঃ

Ans: ১২৮ বঃ ফুঃ

88   x^2-y^2+2y-1 এর একটি উৎপাদক-

  1. x-y-1

  2. x+y-1

  3. x-y

  4. x+y+1

Ans: x+y-1

89   যদি p একটি মৌলিক সংখ্যা হয় তবে-

  1. একটি স্বাভাবিক সংখ্যা

  2. একটি অমূলদ সংখ্যা

  3. একটি মূলদ সংখ্যা

  4. একটিপূর্ণসংখ্যা

Ans: একটি অমূলদ সংখ্যা

90   ৪৩ থেকে ৬০ এর মধ্যে মৌলিক সংখার সংখ্যা-

  1. 4

  2. 5

  3. 7

  4. 3

Ans: 4

91   কোন সংখার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হবে, সংখাটি কত?

  1. 55

  2. 63

  3. 36

  4. 53

Ans: 36

92   লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৮ কি.মি. ও ৬ কি.মি.। নদী পথে ৪৮ কি.মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে-

  1. ৮ ঘণ্টা

  2. ৬ ঘণ্টা

  3. ৫ ঘণ্টা

  4. ১০ঘণ্টা

Ans: ৬ ঘণ্টা

93   বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত-

  1. প্রায় ৫

  2. ২৫/৯

  3. ২২/৭

Ans: ২২/৭

94   x^2-8x-8y+16+y^2 এর সংগে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে

  1. 6xy

  2. 8xy

  3. -2xy

  4. 2xy

Ans: 2xy

95   . √2/(√6+2) সমান-

  1. √3+2

  2. √3-√2

  3. 3-√2

  4. 3+√2

Ans: √3-√2

96   a+1/a=√3 হলে a^2+1/a^2 এর মাণ

  1. 6

  2. 4

  3. 2

  4. 1

Ans: 1

97   দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর ৪৭-

  1. ২২ এবং ২৩

  2. ২১এবং২২

  3. ২৪ এবং ২৫

  4. ২৩এবং২৪

Ans: ২৩এবং২৪

98   ক ও খ একত্রে একটি কাজ ১২ দিনে শেষ করতে পারে। ক একা কাজটি ২০ দিনে শেষ করতে পারে। খ একা কাজটি কত দিনে শেষ করতে পারবে ?

  1. ৪০ দিনে

  2. ৩৫ দিনে

  3. ৩০ দিনে

  4. ২৫ দিনে

Ans:  ৩০ দিনে

99   x+y=8 ,x-y=6 হলে x^2+y^2 এর মান ?

  1. 60

  2. 50

  3. 40

  4. 80

Ans: 50

100   ১,৩,৬,১০,১৫,২১,......... ধারাতির ১০ম পদ -

  1. ৬৫

  2. ৬২

  3. ৫৫

  4. ৪৫

Ans: ৫৫