Primary Teacher-2010


বাংলা ভাষা ও সাহিত্য

1   “ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে।” বলেছেন-

  1. রবিন্দ্রনাথ ঠাকুর

  2. প্রমথ চৌধুরী

  3. বলাইচাঁদ মুখোপাধ্যায়

  4. কাজী নজরুল ইসলা

Ans: প্রমথ চৌধুরী

2   “ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে।” বলেছেন-

  1. প্রমথ চৌধুরী

  2. বলাইচাঁদ মুখোপাধ্যায়

  3. কাজী নজরুল ইসলাম

  4. রবিন্দ্রনাথ ঠাকুর

Ans: প্রমথ চৌধুরী

3   . ‘জঙ্গম’ এর বিপরীত শব্দ কী?

  1. সমুদ্র

  2. স্থাবর

  3. পর্বত

  4. অরণ্য

Ans: স্থাবর

4   ধ্বনি নির্দেশক প্রতীক

  1. শব্দের ক্ষুদ্রতম অংশ

  2. ধ্বনির শ্রুতি অগ্রাহ্য রূপ

  3. ধ্বনির শ্রুতিগ্রাহ্য রূপ

  4. একসঙ্গে উচ্চারিত ধ্বনিগুচ্ছ

Ans: ধ্বনির শ্রুতিগ্রাহ্য রূপ

5   কোন বানানটি শুদ্ধ ?

  1. রূপায়ণ

  2. রুপায়ন

  3. রূপায়ন

  4. রুপায়ণ

Ans:  রূপায়ণ

6   অত্যন্ত এর সন্ধি বিচ্ছেদ কোনটি ?

  1. অত + অন্ত

  2. অতৎ + অন্ত

  3. অতী + অন্ত

  4. অতি + অন্ত

Ans:  অতি + অন্ত

7   মনীষা এর সন্ধি বিচ্ছেদ কোনটি ?

  1. মন + ইষা

  2. মনস + ইষা

  3. মন + ঈষা

  4. মনস + ঈষা

Ans:  মনস + ঈষা

8   বেমানান ( মানানোর অভাব ) কোন সমাস ?

  1. তৎপুরুষ

  2. অব্যয়ীভাব

  3. দ্বিগু

  4. বহুব্রীহি

Ans:  অব্যয়ীভাব

9   প্রাণভয় ( প্রাণ যাওয়ার ভয় ) কোন সমাস ?

  1. দ্বন্দ্ব

  2. কর্মধারয়

  3. তৎপুরুষ

  4. অব্যয়ীভাব

Ans: কর্মধারয়

10   কথা এর সমার্থক শব্দ কোনটি ?

  1. পিক

  2. খাদক

  3. বচন

  4. তনয়া

Ans:  বচন

11   উত্তম এর সমার্থক শব্দ কোনটি ?

  1. বিভু

  2. বিকাশ

  3. দীনতা

  4. প্রধান

Ans:  প্রধান

12   যার আগমনের কোনো তিথি নেই - এক কথায় কী ?

  1. ভিখারী

  2. একাদশে বৃহস্পতি

  3. শরণার্থী

  4. অতিথি

Ans: অতিথি

13   শিরে সংক্রান্তি অর্থ কী ?

  1. আসন্ন বিপদ

  2. মহাবিপদ

  3. মাথার বোঝা

  4. মাথায় বিপদ

Ans: আসন্ন বিপদ

14   ''পড়াশোনায়'' মন দাও বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?

  1. অপাদান কারকে সপ্তমী

  2. অধিকরণ কারকে সপ্তমী

  3. কর্মকারকে সপ্তমী

  4. কর্তৃকারকে সপ্তমী

Ans: অধিকরণ কারকে সপ্তমী

15   "টাকায়" অসাধ্য সাধন হয়- বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?

  1. অপাদান কারকে সপ্তমী

  2. অধিকরণ কারকে সপ্তমী

  3. করণ কারকে সপ্তমী

  4. কর্মকারকে সপ্তমী

Ans: করণ কারকে সপ্তমী

16   বেদের মেয়ে নাটকটির রচয়িয়া কে ?

  1. জসীমউদ্দীন

  2. দীনবন্ধু মিত্র

  3. তারাপদ সিকদার

  4. সৈয়দ শামসুল হক

Ans:  জসীমউদ্দীন

17   পদ্মানদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি

  1. গল্প

  2. নাটক

  3. উপন্যাস

  4. ভ্রমণ কাহিনী

Ans:  উপন্যাস

18   বৃথা ত্রাসে প্রলয়ের সিন্ধু ও দেয়া-ভার , ঐ হল পুণ্যের যাত্রীরা খেয়া পার। এই উদ্ধৃতাংশটি কোন কবির রচনা ?

  1. সুকান্ত ভট্টাচার্য

  2. শেখ ফজলুল করিম

  3. বেগম সুফিয়া কামাল

  4. কাজী নজরুল ইসলাম

Ans: কাজী নজরুল ইসলাম

English Language and Literature

19   The children were entrusted ____ the care of their uncle.

  1. to

  2. for

  3. with

  4. at

Ans: with

20   There are ___ dangerous drivers.

  1. very much of

  2. very many of

  3. a very lot of

  4. a lot of

Ans: a lot of

21   I have read the book ___ you lent me.

  1. what

  2. whose

  3. whom

  4. that

Ans: that

22   Don\'t make a noise while your father ____.

  1. has slept

  2. asleep

  3. is sleeping

  4. is being asleep

Ans: is sleeping

23   He gave up ____ football when be got married.

  1. to play

  2. of playing

  3. play

  4. playing

Ans: playing

24   ____ is not the only thing that tourists want to see.

  1. The sceneries

  2. Sceneries

  3. A scenery

  4. Scenery

Ans: Scenery

25   Choose the correct antonym of 'Sluggish'_

  1. dull

  2. heavy

  3. animated

  4. slow

Ans: animated

26   Milk and water টির অর্থ কি ?

  1. Pure milk and water

  2. Colourless things

  3. Lifeless dull

  4. Dirty milk and water

Ans:  Lifeless dull

27   In black and white phrase টির অর্থ কি ?

  1. In writing

  2. Verbally

  3. False

  4. Temporary

Ans:  In writing

28   Calm এর সমার্থক শব্দ কোনটি ?

  1. Inflamed

  2. Angry

  3. Quiet

  4. Agitated

Ans: Quiet

29   Immortal এর সমার্থক শব্দ কোনটি ?

  1. Transient

  2. Finite

  3. Deathless

  4. Mortal

Ans:  Deathless

30   I am looking forward -- you. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে

  1. seeing

  2. to seeing

  3. to have seen

  4. to see

Ans:  to seeing

31   I spent--with the patient বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে

  1. some times

  2. sometime

  3. some time

  4. sometimes

Ans:  some time

32   কোন বাক্যটি শুদ্ধ ?

  1. We get up at dawn.

  2. There is no place in my room.

  3. See the word in the dictionary.

  4. More he gets, the more he wants.

Ans: We get up at dawn.

33   কোন বাক্যটি শুদ্ধ ?

  1. He shouted on the top of his voice.

  2. He shouted with the top of his voice.

  3. He shouted in the top of his voice.

  4. He shouted at the top of his voice.

Ans:  He shouted at the top of his voice.

34   He said, " What a pity!" বাক্যটির Indirect speech হবে

  1. He exclaimed that it is great pity

  2. He exclaimed that it was a great pity

  3. He exclaimed that it is a great pity

  4. He said that it was a great pity

Ans:  He exclaimed that it was a great pity

35   He said, " Alas! I am ruined" বাক্যটির Indirect speech হবে -

  1. He exclaimed with sorrow that he has been ruined

  2. He exclaimed with sorrow that he has ruined

  3. He exclaimed with sorrow that he was ruined

  4. He exclaimed with sorrow that he is ruined

Ans: He exclaimed with sorrow that he was ruined

36   Who can do it? বাক্যটির Passive form হবে -

  1. By whom can it be did

  2. By whom can it be done

  3. By whom could it be done

  4. By whom can it be do

Ans:  By whom can it be done

37   I shall do the work বাক্যটির Passive form হবে -

  1. The work would be done by me

  2. The work will be done by me

  3. The work shall be done with me

  4. The work shall be done by me

Ans: The work will be done by me

38   কোন বানানটি শুদ্ধ ?

  1. Believable

  2. Belevable

  3. Believeble

  4. Belevable

Ans:  Believable

39   কোন বানানটি শুদ্ধ ?

  1. Barieir

  2. Barier

  3. Barrier

  4. Barriar

Ans:  Barrier

40   কোন বানানটি শুদ্ধ ?

  1. Abserbe

  2. Absorb

  3. Abserb

  4. Absorbe

Ans: Absorb

41   This ring is made of gold বাক্য gold শব্দটি কোন প্রকারের Noun?

  1. Common noun

  2. Abstract noun

  3. Material noun

  4. Collective noun

Ans: Material noun

42   Our team is better than yours বাক্য team শব্দটি কোন প্রকারের Noun?

  1. Material noun

  2. Collective noun

  3. Common noun

  4. Abstract noun

Ans: Collective noun

Bangladesh Affairs

43   বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন--

  1. তাজউদ্দিন আহমেদ

  2. সৈয়দ নজরুল ইসলাম

  3. শাহ আব্দুল হামিদ

  4. ক্যাপ্টেন মনসুর আলী

Ans:  তাজউদ্দিন আহমেদ

44   বাংলাদেশ রেলওয়ের সার্বিক সদর দফতর অবস্থিত

  1. লালমনিরহাট

  2. পাক্‌শী

  3. ঢাকা

  4. পাহাড়তলী

Ans: ঢাকা

45   বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল

  1. কোলকাতায়

  2. ঢাকায়

  3. চট্টগ্রামে

  4. মেহেরপুরে

Ans:  মেহেরপুরে

46   বাংলাদেশের জাতীয় উদ্যান

  1. বলধা গার্ডেন

  2. বোটানিক্যাল উদ্যান

  3. রমনা উদ্যান

  4. সোহরাওয়ার্দী উদ্যান

Ans: বোটানিক্যাল উদ্যান

47   বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর এর পদবী কি ছিল

  1. সিপাহী

  2. ল্যান্স নায়েক

  3. ক্যাপ্টেন

  4. লেফটেন্যান্ট

Ans:  ক্যাপ্টেন

48   আগ্রার দুর্গের নির্মাতা কে ?

  1. সম্রাট হুমায়ুন

  2. সম্রাট শাহজাহান

  3. সম্রাট জাহাঙ্গীর

  4. সম্রাট আওরঙ্গজেব

Ans: সম্রাট শাহজাহান

49   বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ

  1. ভূটান

  2. থাইল্যান্ড

  3. মায়ানমার

  4. নেপাল

Ans: ভূটান

50   পলাশীর যুদ্ধ কত সালে সংঘটিত হয় ?

  1. ১৭৫৬ সালে

  2. ১৭৬০ সালে

  3. ১৭৫৮ সালে

  4. ১৭৫৭ সালে

Ans:  ১৭৫৭ সালে

51   বাংলাদেশের মুসা ইব্রাহীম কত তারিখে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের শিখরে পা রাখেন ?

  1. ২০ মে ২০১০

  2. ২২ মে ২০১০

  3. ২৩ মে ২০১০

  4. ২১ মে ২০১০

Ans: ২৩ মে ২০১০

International Affairs

52   উৎপাদিত পণ্য বিক্রির হিসাব অনুসারে ১৯৯০সালে সর্ববৃহৎ বিক্রেতা?

  1. আই বি এম

  2. আই বি এম

  3. ইক্‌সন

  4. আই বি এম

Ans: আই বি এম

53   ফ্রেইঞ্জ বেকেনবাওয়ার বিখ্যাত

  1. দৌড়বিদ হিসাবে

  2. ফুটবলার হিসাবে

  3. সাঁতারু হিসাবে

  4. ক্রিকেটার হিসাবে

Ans:  ফুটবলার হিসাবে

54   ২০০৬ সালে বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?

  1. জার্মানি

  2. ইতালি

  3. জাপান

  4. নেদারল্যান্ড

Ans: জার্মানি

55   আয়তনে বৃহত্তম মহাসাগর কোনটি ?

  1. উত্তর মহাসাগর

  2. ভারত মহাসাগর

  3. দক্ষিণ মহাসাগর

  4. প্রশান্ত মহাসাগর

Ans: প্রশান্ত মহাসাগর

56   ২০১০ সালের বিশ্বকাপ ফুটবলে কোন দেশ চতুর্থ স্থান অধিকার করেছে ?

  1. প্যারাগুয়ে

  2. জার্মান

  3. উরুগুয়ে

  4. ঘানা

Ans: উরুগুয়ে

57   উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন কোনটি ?

  1. ২২ ডিসেম্বর

  2. ২২ সেপ্টেম্বর

  3. ২১ জুন

  4. ২৩ মার্চ

Ans: ২১ জুন

58   ইরাক-ইরান যুদ্ধবিরতি তদারকিতে অংশগ্রহণকারী জাতিসংঘ বাহিনীর সংক্ষিপ্ত নাম কি?

  1. UNIMAG

  2. UNGOMOP

  3. UNIIMOG

  4. UNFICYP

Ans: UNIIMOG

Geography (Bangladesh & Global)

59   খাসিয়া উপজাতি কোন জেলায় অধিক বাস করে ?

  1. চট্টগ্রাম

  2. কক্সবাজার

  3. সিলেট

  4. ময়মনসিংহ

Ans:  সিলেট

60   চট্টগ্রাম কোন নদীর তীরে অবস্থিত ?

  1. গোমতি

  2. লুসাই

  3. কর্ণফুলী

  4. সুরমা

Ans: কর্ণফুলী

General Science

61   অগ্ন্যাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি?

  1. এমিনো এসিড

  2. পোলিক এসিড

  3. ইনসুলিন

  4. পেনিসিলিন

Ans: ইনসুলিন

62   Adult cell ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম দেয়া হয়েছে-

  1. নেলী

  2. মলি

  3. ডলি

  4. শেলী

Ans: ডলি

63   বিখ্যাত ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত?

  1. নিউইয়র্ক

  2. ওয়াশিংটন ডি সি

  3. টোকিও

  4. লন্ডন

Ans: নিউইয়র্ক

64   গ্যাসের চাপ নির্ণয়ের যন্ত্র

  1. ম্যানোমিটার

  2. ব্যারোমিটার

  3. হাইগ্রোমিটার

  4. পাইরোমিটার

Ans: ম্যানোমিটার

65   পৃথিবীর একমাত্র উপগ্রহ

  1. শুক্র

  2. চন্দ্র

  3. বুধ

  4. সূর্য

Ans:  চন্দ্র

66   চন্দ্রে অবতরণকারী প্রথম চন্দ্রযানের নাম

  1. চ্যালেঞ্জার

  2. ভয়েজার-২

  3. অ্যাপোলো ১১

  4. ভয়েজার-১

Ans: অ্যাপোলো ১১

67   সূর্যোদয়ের অব্যবহিত পূর্বের সময়কে বলা হয়

  1. গোধূলী

  2. মধ্যাহ্ন

  3. ঊষা

  4. রাত্রি

Ans:  ঊষা

68   কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাধায় ?

  1. এমাইলেজ

  2. ট্রিপসিন

  3. পেপসিন

  4. রেনিন

Ans: রেনিন

69   ক্লোরোফিল ছাড়া সম্পন্ন হয় না

  1. শ্বসন

  2. সালোকসংশ্লেষণ

  3. অভিস্রবণ

  4. রেচন

Ans: সালোকসংশ্লেষণ

70   উদ্ভিদের বৃদ্ধি সবচেয়ে বেশি হয়

  1. মূল ও কাণ্ডের অগ্রভাবে

  2. পাতায়

  3. মূলের অগ্রভাগে

  4. কাণ্ডের অগ্রভাবে

Ans:  কাণ্ডের অগ্রভাবে

71   মানব দেহের সর্ববৃহৎ অঙ্গ

  1. যকৃত

  2. ত্বক

  3. কিডনি

  4. স্নায়ু

Ans: ত্বক

72   যখন বন্দুক থেকে গুলি ছোড়া হয় , তখন

  1. বন্দুক লাফিয়ে ওঠে

  2. বন্দুক আদৌ নড়ে না

  3. বন্দুক সামনে এগিয়ে যায়

  4. বন্দুক একই ভরবেগে পিছিয়ে আসে

Ans: বন্দুক একই ভরবেগে পিছিয়ে আসে

73   চাপের একক হচ্ছে

  1. কুলম্ব

  2. প্যাসকেল

  3. ভোল্ট

  4. নিউটন

Ans:  প্যাসকেল

74   শব্দ রেকর্ড করার জন্য ব্যবহৃত যন্ত্র হল

  1. Phonograph

  2. Lactometer

  3. Barometer

  4. Odometer

Ans:  Phonograph

75   বায়োগ্যাস প্লান্টে গোবর ও পানির অনুপাত কত ?

  1. ২ঃ ১

  2. ১ঃ ২

  3. ১ঃ ৩

  4. ৩ঃ ১

Ans:  ১ঃ ২

76   কত তাপমাত্রার পানির ঘনত্ব সবচেয়ে বেশি ?

  1. ৬ ডিগ্রী সেন্টিগ্রেড

  2. ৪ ডিগ্রী সেন্টিগ্রেড

  3. ২ ডিগ্রী সেন্টিগ্রেড

  4. ০ ডিগ্রী সেন্টিগ্রেড

Ans:  ৪ ডিগ্রী সেন্টিগ্রেড

77   "Adult Cell" ক্লোন করে কোন দেশে একটি ভেড়ার জন্ম দেয়া হয়েছে

  1. যুক্তরাজ্যে

  2. যুক্তরাষ্ট্রে

  3. ফ্রান্সে

  4. অস্ট্রেলিয়ায়

Ans:  যুক্তরাজ্যে

Computer and Information Technology

78   স্ক্যানার হলো একটি

  1. মিক্সড ডিভাইস

  2. ইনপুট ডিভাইস

  3. কো-অর্ডিনেটিং ডিভাইস

  4. আউটপুট ডিভাইস

Ans:  ইনপুট ডিভাইস

Mathematical Reasoning

79   কোন ভগ্নাংশটি লঘিষ্ঠ আকারে প্রকাশিত?

  1. ৭৭/২৪৩

  2. ৩৪৩/১০০১

  3. ১১৩/৩৫৫

  4. ১০২/২৮৯

Ans: ১১৩/৩৫৫

80   বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে

  1. ব্যাসার্ধের অর্ধেকের সমান জ্যা

  2. ব্যাসার্ধ

  3. কেন্দ্র হতে দূরবর্তী জ্যাটি

  4. ব্যাস

Ans: ব্যাস

81   স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ -

  1. এক সমকোণ

  2. তিন সমকোণ

  3. দুই সমকোণ

  4. এক সমকোণের অর্ধেক

Ans:  এক সমকোণ

82   কমিশনের হার ৩ . ৫ টাকা হলে , ৩০০০ টাকা মূল্যের জিনিস বিক্রয় করে কত কমিশন পাওয়া যাবে ?

  1. ১১০ টাকা

  2. ১০৫ টাকা

  3. ১০০ টাকা

  4. ৯০ টাকা

Ans:  ১০৫ টাকা

83   দুইটি সংখ্যার অনুপাত ৫ঃ ৮ । ছোট সংখ্যাটি ৬৫ হলে , বড় সংখ্যাটি কত ?

  1. ৯১

  2. ৪০

  3. ১১৭

  4. ১০৪

Ans:  ১০৪

84   দুইটি রাশির অনুপাত ৪ঃ ৭ । পূর্ব রাশি ২৪ হলে উওর রাশি কত ?

  1. ৪৯

  2. ৪২

  3. ৬৪

  4. ৫৬

Ans: ৪২

85   ১ , ৩ , ৬ , ১০ , ১৫ - ক্রমটির পরবর্তী পদ কত ?

  1. ৩০

  2. ২৪

  3. ২১

  4. ১৮

Ans: ২১

86   ১ , ৩ , ৪ , ৭ , ১১ , ১৮ ক্রমটির পরবর্তী পদ কত ?

  1. ২৫

  2. ৪২

  3. ৩৬

  4. ২৯

Ans:  ২৯

87   একটি পাঠ্যবই প্রকৃত মূল্যের শতকরা ৯০ ভাগ মূল্যে ৭২ টাকায় বিক্রয় করা হল। বইটির প্রকৃত মূল্য কত ?

  1. ৭৫ টাকা

  2. ৭০ টাকা

  3. ৮২ টাকা

  4. ৮০ টাকা

Ans: ৮০ টাকা

88   প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল ৪২ এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল ৪৯ । দ্বিতীয় সংখ্যাটি কত ?

Ans: ৭

89   কোন শ্রেণিতে ২৫ জন ছাত্রের বয়সের গড় ১০ বছর। শিক্ষকসহ তাদের বয়সের গড় ১২ বছর হলে , শিক্ষকের বয়স কত ?

  1. ৬৫ বছর

  2. ৬৪ বছর

  3. ৬২বছর

  4. ৫৬ বছর

Ans: ৬২বছর

90   পিতা ও মাতার গড় বয়স ৩৬ বছর। পিতা , মাতা ও পুত্রের গড় বয়স ২৮ বছর হলে , পুত্রের বয়স কত ?

  1. ১৫ বছর

  2. ১২ বছর

  3. ১১ বছর

  4. ৯ বছর

Ans:  ১২ বছর

91   কোন পরিবারে ১০ জন সদস্যের ৩০ দিনের খাবার আছে। ৫ জন অতিথি আসলে ঐ খাদ্যে সদস্যদের মোট কতদিন চলবে ?

  1. ৩০ দিন

  2. ২৫ দিন

  3. ২৪ দিন

  4. ২০ দিন

Ans:  ২০ দিন

92   যে পরিমাণ খাদ্যে ১৫ জন লোকের ৪০ দিন চলে , ঐ পরিমাণ খাদ্যে ২০ জন লোকের কতদিন চলবে ?

  1. ৩০ দিন

  2. ২৫ দিন

  3. ৩৫ দিন

  4. ৩২ দিন

Ans:  ৩০ দিন

93   3x+y =9 এবং 4x-y=7 হলে , x ও y এর মান হবে যথাক্রমে

  1. 2, 3

  2. 4, -3

  3. 3, -2

  4. 1, 6

Ans:  2, 3

94   2x+3y =3 এবং 4x-5y=17 হলে , x ও y এর মান হবে যথাক্রমে

  1. -3, -1

  2. 3, -1

  3. 2, -1

  4. 1, -3

Ans:  3, -1

95   AB ও CD সরলরেখাদ্বয় 'O' বিন্দুতে ছেদ করলে নিচের কোন গানিতীক বাক্যটি সঠিক হবে?

  1. ∠AOD=∠BOC

  2. ∠AOD > ∠B0C

  3. ∠BOC=∠AOC

  4. ∠AOD=∠BOD

Ans: ∠AOD=∠BOC