BCS-12


বাংলা ভাষা ও সাহিত্য

1   অনল-প্রবাহ' রচনা করেন-

  1. এয়াকুব আলী চৌধুরী

  2. এয়াকুব আলী চৌধুরী

  3. মজাম্মেল হক

  4. সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি

Ans: সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি

2   বটতলার পুঁথি বলতে বোঝায়_

  1. অবিমিশ্র দেশজ বাংলায় রচিত লোকসাহিত্য

  2. দোভাষী বাংলা রচিত পুঁথি সাহিত্য

  3. বটতলা নামক স্থানে রচিত কাব্য

  4. মধ্যযুগীয় কাব্যের হস্তলিখিত পাণ্ডুলিপি

Ans: দোভাষী বাংলা রচিত পুঁথি সাহিত্য

3   রূপসী বাংলার কবি-

  1. জীবনানন্দ দাশ

  2. জসীমউদ্দীন

  3. সত্যেন্দ্রনাথ দত্ত

  4. কালিদাস রায়

Ans: জীবনানন্দ দাশ

4   কবিগান রচয়িতা এবং গায়ক হিসেবে এরা উভয়েই পরিচিত-

  1. সাবিরিদ খান এবং দশরথী রায়

  2. এন্টনী ফিরিঙ্গি এবং রামপ্রসাদ রায়

  3. রাম বসু এবং ভোলা ময়রা

  4. আলাওল এবং ভারতচন্দ্র

Ans: এন্টনী ফিরিঙ্গি এবং রামপ্রসাদ রায়

5   বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা-

  1. গীতিকবিতা

  2. প্রবন্ধ

  3. ছোটগল্প

  4. নাটক

Ans: গীতিকবিতা

6   মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য-

  1. শবে মেরাজ

  2. নুরনামা

  3. রাসুল বিজয়

  4. ইউসুফ জুলেখা

Ans: ইউসুফ জুলেখা

7   “স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়” চরণটি কার রচনা?

  1. মধুসূদন দত্ত

  2. ঈশ্বরচন্দ্র গুপ্ত

  3. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়

  4. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়

Ans: রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়

8   মোদের গরব মোদের আশা/আ মরি বাংলা ভাষা” রচয়িতা-

  1. অতুল প্রসাদ সেন

  2. রবীন্দ্রনাথ ঠাকুর

  3. রামনিধি গুপ্ত

  4. সত্যেন্দ্রনাথ দত্ত

Ans: অতুল প্রসাদ সেন

9   মধুসূদন দত্ত রচিত ‘বীরাঙ্গনা’-

  1. আখ্যানকাব্য

  2. গীতিকাব্য

  3. পত্রকাব্য

  4. মহাকাব্য

Ans: পত্রকাব্য

10   ‘রোহিনী’ কোন উপন্যাসের নায়িকা?

  1. পথের প্যাঁচালী

  2. গৃহদাহ

  3. চোখের বালি

  4. কৃষ্ণকান্তের উইল

Ans: কৃষ্ণকান্তের উইল

11   এখানে যারা প্রান দিয়াছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নীচে সেখানে আমি কাঁদতে আসি নি" - এর রচিয়তা -

  1. গাফফার চৌধুরী

  2. জহির রায়হান

  3. মাহবুব আলম চৌধুরী

  4. শামসুর রাহমান

Ans: মাহবুব আলম চৌধুরী

12   ক্রিয়াপদের মূল অংশকে বলে---

  1. বিভক্তি

  2. কৃৎ

  3. প্রত্যয়

  4. ধাতু

Ans: ধাতু

13   এক কথায় প্রকাশ করচন- ‘যা বলা হয় নি;-

  1. অনুক্ত

  2. অব্যক্ত

  3. অউক্ত

  4. ব্যক্ত

Ans: অনুক্ত

14   কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে?

  1. সেলামী

  2. পাঠক

  3. পানাস

  4. ঠগী

Ans: পাঠক

15   বাগধারা যুগলদের মধ্যে কোন জোড় সর্বাধিক সমার্থবাচক?

  1. বক ধার্মিক; ভিজে বেড়াল

  2. রুই-কাতলা; কেউ কেটা

  3. বক ধার্মিক; বিড়াল তপস্বী

  4. অমাবস্যার চাঁদ; আকাশ কুসুম

Ans: বক ধার্মিক; বিড়াল তপস্বী

16   বাংলা ভাষা এই শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা হতে-

  1. চাকু, চাকর

  2. রিক্সা, রেস্তোরাঁ

  3. চা, চিনি

  4. খদ্দর, হরতাল

Ans:  চা, চিনি

17   ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌ ছিলেন প্রধানত-

  1. ইসলাম প্রচারক

  2. সাহিত্যের ইতিহাস রচয়িতা

  3. ভাষাতত্ত্ববিদ

  4. সমাজ সংস্কারক

Ans: ভাষাতত্ত্ববিদ

18   শুদ্ধ বাক্যটি চিহ্ণিত করন -

  1. বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রতার শিকার হন

  2. বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন

  3. বিদ্যান ব্যক্তিগ দারিদ্রতার শিকার হন

  4. বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রের শিকার হন

Ans: বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন

19   নিন্মরেখ কোন শব্দে করণ কারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে?

  1. মুষলধারে বৃষ্টি পড়েছে

  2. গাড়ি স্টেশন ছেড়েছে

  3. ডাক্তার ডাক

  4. ঘোড়াকে চাবুক মার

Ans: ঘোড়াকে চাবুক মার

20   "গম্ভীরা" বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত?

  1. চট্টগ্রাম

  2. চাঁপাইনবাবগঞ্জ

  3. রংপুর

  4. জামালপুর

Ans: চাঁপাইনবাবগঞ্জ

English Language and Literature

21   what is the noun of the Word 'Waste'?

  1. Wasting

  2. Waste

  3. Wasteful

  4. Wastage

Ans: Wastage

22   What is the adjective of the word 'Heart'?

  1. Heartful

  2. Heartening

  3. Hearten

  4. Heart

Ans: Heartening

23   What is the verb of the word 'Shortly'?

  1. Shortness

  2. Shorten

  3. Shorter

  4. Short

Ans: Shorten

24   Who, which, what are:

  1. Demonstrative pronoun

  2. Indefinite pronoun

  3. Reflexive pronoun

  4. Relative pronoun

Ans: Relative pronoun

25   Who is the greatest modern English Dramatist?

  1. George Bernard Shaw

  2. Verginia Woolf

  3. S. T. Coleridge

  4. P. B. Shelley

Ans: George Bernard Shaw

26   Who is the modern philosopher who was awarded Nobel Prize for literature?

  1. Lenin

  2. Bertrand Russell

  3. Dr. Kissinger

  4. James Baker

Ans: Bertrand Russell

27   Who is the author of 'A Farewell to Arms'?

  1. Ernest Hemingway

  2. Plato

  3. John Milton

  4. T. S. Eliot

Ans: Ernest Hemingway

28   Who is the most famous satirist in English literature?

  1. Alexander Pope

  2. Butler

  3. William Wordsworth

  4. Jonathan Swifts

Ans: Jonathan Swifts

29   Caesar and Cleopatra” is-

  1. A novel by S.T. Coleridge

  2. A poem by Lord Byron

  3. A play by G. B. Shaw

  4. A tragedy by Shakespeare

Ans: A play by G. B. Shaw

30   What is the synonym of 'Delude'?

  1. Deceive

  2. Aggravate

  3. Permit

  4. Demand

Ans: Deceive

31   What is the antonym of 'Queer'?

  1. Odd

  2. Abnormal

  3. Orderly

  4. Integrated

Ans: Orderly

32   It is too difficult to tolerate bad temper for long. which of the following phrases does best replace 'tolerate' in the above sentence?

  1. cope up with

  2. pull on with

  3. stand up for

  4. put up with

Ans: put up with

33   Fill in the blanks :What is the time ---------- your watch?

  1. at

  2. in

  3. by

  4. with

Ans: by

34   Fill in the blinks: “Give my ___to him”.

  1. Heartiest compliment

  2. Best compliment

  3. Compliments

  4. Warm compliment

Ans: Compliments

35   Choose the correct one:

  1. Misspel

  2. Mispell

  3. Misspell

  4. Mispel

Ans: Misspell

36   I am not bad--- tennis.

  1. with

  2. about

  3. at

  4. in

Ans: at

Bangladesh Affairs

37   ‘উভয়কুল রক্ষা’ অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি ?

  1. কারো পৌষ মাস, কারও সর্বনাশ

  2. বোঝার উপরে শাকের আঁটি

  3. সাপও মরে, লাঠিও না ভাঙ্গে

  4. চাল না চুলো, ঢোকা না কুলো

Ans: সাপও মরে, লাঠিও না ভাঙ্গে

38   বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি?

  1. সৌদি আরব

  2. ইরান

  3. ইরাক

  4. কুয়েত

Ans: ইরাক

39   পাহাড়পুর বৌদ্ধ বিহারটি কী নামে পরিচিত ছিল ?

  1. শ্রী বিহার

  2. জগদ্দল বিহার

  3. ধর্মপাল বিহার

  4. সোমপুর বিহার

Ans: সোমপুর বিহার

International Affairs

40   বাস্তিল দুর্গের পতন হয় কত সালে?

  1. 1793

  2. 1779

  3. 1789

  4. 1789

Ans: 1789

41   মিসর সুয়েজখাল জাতীয়করণ করেছিল-

  1. ১৯৫৪ সালে

  2. ১৯৫৫ সালে

  3. ১৯৫৬ সালে

  4. ১৯৫৩ সালে

Ans: ১৯৫৬ সালে

42   জাপান পার্ল হারবার অক্রমন করে-

  1. ২৬ জুলাই,১৯৪৩

  2. ৩ ডিসেম্বর,১৯৪২

  3. ২৩ জুন,১৯৪২

  4. ৭ ডিসেম্বর,১৯৪১

Ans: ৭ ডিসেম্বর,১৯৪১

43   শাতিল আরবকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম-

  1. বৈরুত চুক্তি

  2. কায়রো চুক্তি

  3. আলজিয়ার্স চুক্তি

  4. দামেস্ক চুক্তি

Ans: আলজিয়ার্স চুক্তি

44   কঙ্গো প্রজাতন্ত্রের বর্তমান নাম-

  1. জায়ারে

  2. জিবুতি

  3. জিম্বাবুয়ে

  4. লিওপোন্ডভিল

Ans: জায়ারে

45   জেমস গ্রান্টের মতে,প্রতিরোধযোগ্য পীড়ায় বিশ্বে প্রতিদিন শিশু মৃত্যুর সংখ্যা-

  1. ৪,০০,০০০

  2. ৩৪,০০০

  3. ৪৪,০০০

  4. ৪০,০০০

Ans: ৪০,০০০

46   ট্রাফল্‌গার স্কোয়ার' কোন শহরে অবস্থিত-

  1. মস্কো

  2. প্যারিস

  3. ওয়াশিংটন

  4. লন্ডন

Ans: লন্ডন

47   সৌদি আরবে আমেরিকান সৈন্য মোতায়েনের উদ্দেশ্য-

  1. উপরের সবকটি

  2. স্বল্প মূল্যে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করা

  3. ইরাকের কুয়েত দখল আবসান করা

  4. ইরাকের আক্রমণ হতে সৌদি আরবকে রক্ষা করা

Ans: উপরের সবকটি

48   পারস্য উপসাগরের আঞ্চলিক জোটের নাম-

  1. ওএএম

  2. জি.সি.সি

  3. আরব লীগ

  4. ওএইউ

Ans: জি.সি.সি

49   জাতিসংঘে রাষ্ট্রপতির ভাষণ অনুযায়ী বাংলাদেশে শিশু মৃত্যৃ হার কমিয়ে আনা হয়েছে প্রতি হাজারে-

  1. ১৩৭

  2. ৩৯

  3. ১১৭

  4. ১২১

Ans: ৩৯

50   '৫০০ দিনের প্লান' বলতে বুঝায় যে এই সময়ের মধ্যে-

  1. সোভিয়েত ইউনিয়নে প্রস্তাবিত বাজার অর্থনীতি প্রচলন করা

  2. রুমানিয়াতে গণতন্ত্রিক প্রথা প্রচলন সম্পন্ন করা

  3. ওয়ারস জোট ভেঙ্গে দেয়ার প্রকল্প সম্পন্ন করা

  4. পূর্ব জামার্নি হতে সৌভিয়েত সৈন্য প্রতাহার সম্পন্ন করা

Ans: সোভিয়েত ইউনিয়নে প্রস্তাবিত বাজার অর্থনীতি প্রচলন করা

51   স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল ১৯৭১ সালের -

  1. ২৫ মার্চ

  2. ১০মার্চ

  3. ২৩ মার্চ

  4. ২ মার্চ

Ans: ২ মার্চ

52   সাউথ কমিশনের চেয়ারম্যান -

  1. সুহার্তো

  2. জুলিয়াস নায়ারে

  3. মুগাবে

  4. ক্যাষ্ট্রো

Ans: জুলিয়াস নায়ারে

General Science

53   ফিউশন প্রক্রিয়ায়-

  1. একাধিক পরমানু যুক্ত হয়ে নতুন পরমানু গঠন করে

  2. একটি পরমানু ভেঙ্গে প্রচণ্ড শক্তি সৃষ্টি করে

  3. একটি পরমানু ভেঙ্গে দুটি পরমানু সৃষ্টি হয়

  4. ভারি পরমানু ভেঙ্গে হালকা পরমানু গঠিত হয়

Ans: একাধিক পরমানু যুক্ত হয়ে নতুন পরমানু গঠন করে

54   নিচের কোন উক্তিটি সঠিক ?

  1. বায়ু বলতে অক্সিজেন ও নাইট্রোজেনকেই বুঝায়

  2. বায়ু একটি মিশ্র পদার্থ

  3. বায়ু একটি মৌলিক পদার্থ

  4. বায়ু একটি যৌগিক পদার্থ

Ans: বায়ু একটি মিশ্র পদার্থ

55   রান্না করার হাড়িপাতিল সাধারণত এলুমিনিয়ামের তৈরি হয় এর প্রধান কারন -

  1. এটি সহজে ভেঙ্গে যায় না এবং বেশি গরম সহ্য করতে পারে

  2. এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়

  3. এটি সব দেশেই পাওয়া যায়

  4. এটি হাল্কা ও দামে সস্তা

Ans: এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়

56   পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারন, আলোর -

  1. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন

  2. পোলারায়ন

  3. বিচ্ছুরণ

  4. প্রতিসরণ

Ans: প্রতিসরণ

57   যে সর্বোচ্চ শ্রুতিসীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে -

  1. ৯০ ডি বি

  2. ৭৫ ডি বি

  3. ১২০ ডি বি

  4. ১০৫ ডি বি

Ans: ১০৫ ডি বি

58   কোন বস্তুকে পানিতে সম্পূর্ণভাবে ডুবালে পানিতে যেখানে এটা রাখা যায় সেখানেই থাকে কারন-

  1. বস্তু ও পানির ঘনত্বের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান

  2. বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান

  3. বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম

  4. বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে বেশি

Ans: বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান

59   পালতোলা নৌকা সম্পূর্ণ অন্য দিকের বাতাসকেও এর সম্মুখ গতিতে বাবহার হয় তা হলো -

  1. পালের আকৃতিক সুকৌশল ব্যবহার করা যায়

  2. পালের দড়িতে টানের নিয়ন্ত্রন বিশেষ দিকে বাতাসকে কার্যকর করে

  3. সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়

  4. ক্রিয়ার বদলে প্রতিক্রিয়াটি ব্যবহার হয়

Ans: সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়

60   রিমট সেন্সিং বা দূর অনুধাবন বলতে বিশেষভাবে বুঝায় -

  1. রেডিও ট্রান্সমিটার সহযোগে দূর থেকে তথ্য সংগ্রহ

  2. উপগ্রহের সাহায্যে দূর থেকে ভুমন্ডলের অবলোকন

  3. কোয়াসার প্রভৃতি মহাজাগতিক উৎস থেকে সংকেত অনুধাবন

  4. রাডারের সাহায্যে চারদিকের পরিবেশের অবলোকন

Ans: উপগ্রহের সাহায্যে দূর থেকে ভুমন্ডলের অবলোকন

61   গ্রীন হাউজ এফেক্ট বলতে বোঝার -

  1. তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃ্দ্ধি

  2. গাছপালা আচ্ছাদন নষ্ট হয়ে মরুভূমির বিস্তার

  3. সূর্যালোকের অভাবে সালোক সংশ্লেষনে ঘাটতি

  4. প্রাকৃতিক চাষের বদলে ক্রমবর্ধমানভাবে কৃএিম চাষের প্রয়োজনীয়তা

Ans: তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃ্দ্ধি

62   শহরের রাস্তার ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে তা হলো-

  1. লাল-সবুজ-হলুদ-লাল সবুজ

  2. লাল-হলুদ-লাল-সবুজ-হলুদ

  3. লাল-হলুদ-সবুজ-হলুদ-লাল

  4. লাল-হলুদ-সবুজ-লাল-হলুদ

Ans: লাল-হলুদ-সবুজ-হলুদ-লাল

63   শহরের রাস্তায় ট্রাফিক পুলিশ সাধারণত সাদা ছাতা ও সাদা জামা ব্যবহার করে থাকে,কারণ-

  1. দূর থেকে চোখে পড়বে বলে

  2. সরকারি নির্দেশ

  3. দেখতে সুন্দর লাগে

  4. তাপ বিকরণ থেকে বাচাঁর জন্য

Ans: তাপ বিকরণ থেকে বাচাঁর জন্য

64   ফুলানো বেলুনের মুখ ছেড়ে দিলে বাতাস বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বেলুনটি ছুটে যায় । কোন ইঞ্জিনের নীতির সঙ্গে এর মিল আছে ?

  1. রকেট ইঞ্জিন

  2. স্টারলিং ইঞ্জিন

  3. অন্তর্দহন ইঞ্জিন

  4. বাষ্পীয় ইঞ্জিন

Ans: রকেট ইঞ্জিন

65   অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে-

  1. স্থির বৈদ্যুতিক ইমেজিং পদ্ধতিতে

  2. ডিজিটাল ইমেজিং পদ্ধতিতে

  3. পোলারয়েড ফটোগ্রাফি পদ্ধতিতে

  4. অফসেট মুদ্রন পদ্ধতিতে

Ans: পোলারয়েড ফটোগ্রাফি পদ্ধতিতে

66   সাধারন স্টোরেজ ব্যাটারিতে সীসার ইলেক্ট্রোডের সঙ্গে যে তরলটি ব্যবহার হয় তা হল -

  1. নাইট্রিক এসিড

  2. হাইড্রোক্লোরিক এসিড

  3. এমোনিয়াম ক্লোরাইড

  4. সালফিউরিক এসিড

Ans: সালফিউরিক এসিড

67   বাংলাদেশে উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গেছে কোথায়?

  1. জামালগঞ্জ

  2. ফরিদপুর

  3. জামালপুর

  4. হিলি

Ans: জামালগঞ্জ

68   কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল হয়ে ওঠে 'বাঙ্গালা' নামে ?

  1. ঈসা খাঁন

  2. আকবর

  3. শামসুদ্দিন ইলিয়াস শাহ্‌

  4. ফখরুদ্দিন মোবারক শাহ

Ans: শামসুদ্দিন ইলিয়াস শাহ্‌

69   বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গিয়াছে -

  1. বাগালীবাজারে

  2. টেকেরহাটে

  3. বিজয়পুরে

  4. রানীগঞ্জে

Ans: বিজয়পুরে

70   মহাস্হানগড় এক সময় বাংলার রাজধানী ছিল , তখন তার নাম ছিল -

  1. মহাস্থান

  2. রামাবর্তী

  3. পুন্ড্রনগর

  4. কর্ণসুবর্ণ

Ans: পুন্ড্রনগর

71   বাংলাদেশের বৃহত্তম হাওড়-

  1. চলন বিল

  2. হাইল

  3. পাথরচাওলি

  4. হাকালুকি

Ans: হাকালুকি

72   কেওক্রাডং- এর উচ্চতা প্রায় -

  1. ৮৯৩ মিটার

  2. ১৫৩০ মিটার

  3. ১২৩০ মিটার

  4. ১০১০ মিটার

Ans: ১২৩০ মিটার

73   একটি কাঁচা পাটের গাইটের ওজন

  1. ৫ মণ

  2. ৪.৫ মণ

  3. ২.৫ মণ

  4. ৩.৫ মণ

Ans: ৪.৫ মণ

74   ঢাকা থেকে সরাসরি নোয়াখালী যাওয়ার আন্তঃ মহানগরীর ট্রেনটির নাম -

  1. এগার সিন্দুর এক্সপ্রেস

  2. সৈকত এক্সপ্রেস

  3. উপকূল এক্সপ্রেস

  4. পারাবত এক্সপ্রেস

Ans: উপকূল এক্সপ্রেস

75   ঢাকা মেট্রোপলিটন এলাকার আয়তন প্রায়-

  1. ১৬০ বর্গমাইল

  2. ৯০ বর্গমাইল

  3. ১০০ বর্গমাইল

  4. ৮০ বর্গমাইল

Ans: ১৬০ বর্গমাইল

76   গঙ্গা নদীর পানি প্রবাহ বৃ্দ্ধির জন্য বাংলাদেশের প্রস্তাব

  1. গঙ্গার শাখা নদীসমূহে পানি প্রবাহ বৃদ্ধি

  2. বাংলাদেশের অভ্যন্তরে গঙ্গা বাঁধ নির্মাণ

  3. গঙ্গা ব্রহ্মপুত্রের মধ্যে সংযোগ খাল খনন

  4. নেপালে জলাধার নির্মাণ

Ans: নেপালে জলাধার নির্মাণ

77   ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য -

  1. দুদেশের নৌ পরিবহন ব্যবস্হার উন্নয়ন

  2. বন্যা নিয়ন্ত্রনে দুদেশের মধ্যে সহযোগিতা

  3. দুদেশের নদীগুলোর পলিমাটি অপসারন

  4. দুদেশের নদীগুলোর নাব্যতা বৃদ্ধি

Ans: দুদেশের নদীগুলোর নাব্যতা বৃদ্ধি

78   ১১তম এশিয়ান গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান যে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় তার নাম-

  1. পিকিং স্পোর্টস স্টেডিয়াম

  2. চায়না স্টোর্টস স্টডিয়াম

  3. ওয়ার্কার্স স্টেডিয়াম, বেইজিং

  4. বেইজিং স্পোর্টস স্টেডিয়াম

Ans: ওয়ার্কার্স স্টেডিয়াম, বেইজিং

79   ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির পটভূমিতে রচিত 'কবর' নাটকের নাট্যকার কে?

  1. কবি জসীমউদ্দীন

  2. সৈয়দ শামসুল হক

  3. মুনীর চৌধুরী

  4. কবীর চৌধুরী

Ans: মুনীর চৌধুরী

80   অগ্নিবীণা' কাব্যের প্রথম কবিতা কোনটি?

  1. অগ্রপথিক

  2. প্রলয়োল্লাস

  3. বিদ্রোহী

  4. ধূমকেতু

Ans: প্রলয়োল্লাস

81   যে তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য বর্ণ সৃষ্টি করা যায় সেগুলো হলো-

  1. A. লাল,হলুদ, নীল

  2. D. লাল,নীল,সবুজ

  3. C. হলুদ,সবুজ,নীল

  4. B. লাল,কমলা,বেগুনী

Ans: D. লাল,নীল,সবুজ

82   প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ -

  1. বদ্ধ পাত্রে তাপ সংরক্ষিত হয়

  2. রান্নার জন্য শুধু তাপ নয়, চাপও কাজে লাগে।

  3. সঞ্চিত বাষ্পের তাপ দ্রুত রান্নায় সহায়তা করে

  4. উচ্চচাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়

Ans: উচ্চচাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়

83   ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে তা হলো-

  1. D. আন্তজার্তিক তারিখ রেখা

  2. C. মকরক্রান্তি রেখা

  3. B.কর্কটক্রান্তি রেখা

  4. A. মূল মধ্যরেখা

Ans: B.কর্কটক্রান্তি রেখা

84   কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা হল-

  1. D. ক্যালসিয়াম

  2. C. লৌহ

  3. B. ভিটামিন ‘সি’

  4. A. ভিটামিন’এ’

Ans: C. লৌহ

85   মাছ অস্কিজেন নেয়-

  1. A. মাঝে মাঝে পানির উপর নাক তুলে

  2. D. পানির মধ্যে দ্রবীভুত বাতাস হতে

  3. C. পটকার মধ্যে জমানো বাতাস হতে

  4. B. পানিতে হাইড্রোজেন ও অস্কিজেন বিশ্লিষ্ট করে

Ans: D. পানির মধ্যে দ্রবীভুত বাতাস হতে

86   সাধারণ ড্রাইসেলে ইলেকট্রোড হিসেবে রয়েছে-

  1. B. তামার পাত ওদস্তার পাত

  2. A. তামার দন্ড ও দস্তার দন্ড

  3. D. তামার দন্ড ও দস্তার কৌটা

  4. C. কার্বন দন্ড ও দস্তার কৌটা

Ans: C. কার্বন দন্ড ও দস্তার কৌটা

Mathematical Reasoning

87   নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে ১০ ও ৫কিলোমিটার।নদী পথে ৪৫কিঃমিঃ দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে-

  1. ১২ ঘন্টা

  2. ৯ ঘন্টা

  3. ৯ ঘন্টা

  4. ১৮ ঘন্টা

Ans: ১২ ঘন্টা

88   ৮,১১,১৭,২৯,৫৩,-পরবর্তী সংখ্যাটি কত?

  1. ৭৫

  2. ১০২

  3. ৫৯

  4. ১০১

Ans: ১০১

89   ২০৫৭৩.৪ মিলিগ্রামে কত কিলোগ্রাম?

  1. ০.০২৫৭৩৪

  2. ২.০৫৭৩৪

  3. ২০.৫৭৩৪৪০

  4. ০.০২০৫৭৩৪

Ans: ০.০২০৫৭৩৪

90   একটি স্কুলে ছাত্রদের ড্রিল করাবার সময় ৮,১০ এবং ১২ সারিতে সাজানো যায়।আবার বর্গাকারেও সাজানো যায়।ঐ স্কুলে কমপক্ষে কত জন ছাত্র আছে?

  1. ৩০০০

  2. ১২০০

  3. ২৪০০

  4. ৩৬০০

Ans: ৩৬০০

91   ৫:১৮,৭:২ এবং ৩:৬ এর মিশ্র অনুপাত কত?

  1. ১০৫:৭২

  2. ৩৫:৭২

  3. ৭২:৩৫

  4. ৭২:১০৫

Ans: ৩৫:৭২

92   নিচের কোন সংখ্যাটি ‌√2 এবং √3 -এর মধ্যবর্তী মূলদ সংখ্যা?

  1. (√2+√3)/2

  2. 1.8

  3. 1.5

  4. (√2.√3)/2

Ans: 1.5

93   P-এর মান কত হলে 4x^2-px+9 একটি পূর্ণ বর্গ হবে?

  1. 18

  2. 22

  3. 15

  4. 12

Ans: 12

94   x^2-8x-8y+16+y^2 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণ বর্গ হবে ?

  1. 4xy

  2. 8xy

  3. 6xy

  4. 2xy

Ans: 2xy

95   2x^2-x-3 এর উৎপাদক কী কী ?

  1. (2x-3)(x-1)

  2. (2x+3)(x-1)

  3. (2x+3)(x+1)

  4. (2x-3)(x+1)

Ans: (2x-3)(x+1)

96   a^4+4 এর উৎপাদক কী কী ?

  1. (a^2-2a-2)(a^2+2a-2)

  2. (a^2-2a+2)(a^2+2a-2)

  3. (a^2+2a+2)(a^2-2a+2)

  4. (a^2+2a+2)(a^2+2a-2)

Ans: (a^2+2a+2)(a^2-2a+2)

97   সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৩৫‌‌‌'হলে এর বাহুর সংখ্যা কত?

  1. 8

  2. 7

  3. 5

  4. 9

Ans: 8

98   ABD বৃত্তে AB এবং CD দুটি সমান জ্যা পরস্পর P বিন্দুতে ছেদ করলে কোনটি সত্য?

  1. PB=PD

  2. PB=PA

  3. PA=AB

  4. PC=PD

Ans: PB=PD

99   চারটি সমান বাহু দ্বারা সীমাবদ্ধগ একটি ক্ষেত্র যার একটি কোনও সমকোণ নয়, এরূপ চিত্রকে বলা হয় -

  1. সামন্তরিক

  2. রম্বস

  3. চতুর্ভুজ

  4. বর্গক্ষেত্র

Ans: রম্বস

100   একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১৬ মিটার । ত্রিভুজের ক্ষেত্রফল কত ?

  1. ৬৪√৩ বর্গমিটার

  2. ৩২√৩ বর্গমিটার

  3. ৬৪ বর্গমিটার

  4. ১৯২বর্গমিটার

Ans: ৬৪√৩ বর্গমিটার