BCS-37


বাংলা ভাষা ও সাহিত্য

1   কোনটি বাগধারা বোঝায়?

  1. শিরে সংক্রান্তি

  2. পৌষ সংক্রান্তি

  3. চৈত্র সংক্রান্তি

  4. শিব-সংক্রান্তি

Ans: শিরে সংক্রান্তি

2   কোনটি মৌলিক শব্দ?

  1. ধাতব

  2. একাঙ্ক

  3. গোলাপ

  4. মানব

Ans: গোলাপ

3   বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্ৰন্থসমূহের মধ্যে কোনটি ড. মুহম্মদ শহীদুল্লাহর লেখা?

  1. বাংলা সাহিত্যের কথা

  2. বাংলা সাহিত্যের ইতিবৃত্ত

  3. বাঙ্গালা সাহিত্যের ইতিহাস

  4. বঙ্গভাষা ও সাহিত্য

Ans: বাংলা সাহিত্যের কথা

4   ভাষা আন্দোলনভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কী?

  1. হাসান হাফিজুর রহমান

  2. মুনীর চৌধুরী

  3. গাজীউল হক

  4. শামসুর রহমান

Ans: হাসান হাফিজুর রহমান

5   নিচের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ?

  1. ভূরিভূরি, ভূঁড়িওয়ালা, মাতৃস্বসা

  2. অনূর্বর, ঊর্ধ্বগামী, শুদ্ধ্যশুদ্ধি

  3. নিক্কণ, সূচগ্র, অনুর্ধ্ব

  4. রানি, বিকিরণ, দুরতিক্রম্য

Ans: ভূরিভূরি, ভূঁড়িওয়ালা, মাতৃস্বসা

6   বাংলাদেশে গ্রাম থিয়েটারের প্রবর্তক কে?

  1. রামেন্দু মজুমদার

  2. মমতাজ উদদীন আহমদ

  3. সেলিম আল দীন

  4. আব্দুল্লাহ আল মামুন

Ans: সেলিম আল দীন

7   ‘সমভিব্যাহারে’ শব্দটির অর্থ কী?

  1. একযোগে

  2. সম ভাবনায়

  3. সমান ব্যবহারে

  4. একাগ্রতায়

Ans: একযোগে

8   শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কী রস বলে?

  1. মধুর রস

  2. ভাবরস

  3. লীলারস

  4. প্রেমরস

Ans:  প্রেমরস

9   ড. মুহাম্মদ শহীদ্দুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কী?

  1. চর্যাগীতিকোষ

  2. চর্যাগীতিকা

  3. Buddhist Mystic Songs

  4. হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা

Ans: Buddhist Mystic Songs

10   ‘পূর্ববঙ্গ গীতিকা’র লোকপালাসমূহের সংগ্ৰাহক কে?

  1. দীনেশচন্দ্র সেন

  2. চন্দ্রকুমার দে

  3. হরপ্রসাদ শাস্ত্রী

  4. দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার

Ans: দীনেশচন্দ্র সেন

11   ‘চর্যাচর্যবিনিশ্চয়’-এর অর্থ কী?

  1. কোনটি আচার্যের, আর কোনটি নয়

  2. কোনটি চরাচরের, আর কোনটি নয়

  3. কোনটি আচরণীয়, আর কোনটি নয়

  4. কোনটি চর্যাগান, আর কোনটি নয়

Ans: কোনটি আচরণীয়, আর কোনটি নয়

12   ‘গোরক্ষ বিজয়’ কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা?

  1. বৌদ্ধ সহজযান

  2. শৈবধর্ম

  3. নাথধর্ম

  4. কোনটি নয়

Ans: নাথধর্ম

13   শাক্ত পদাবলির জন্য বিখ্যাত-

  1. রামপ্রসাদ সেন

  2. অ্যান্টনি ফিরিঙ্গি

  3. দাশরথি রায়

  4. রামনিধি গুপ্ত

Ans: রামপ্রসাদ সেন

14   ‘অলৌকিক ইস্টিমার’ গ্রন্থের রচয়িতা কে?

  1. হুমায়ুন আজাদ

  2. রফিক আজাদ

  3. আসাদ চৌধুরী

  4. হেলাল হাফিজ

Ans: হুমায়ুন আজাদ

15   ‘Custom’ শব্দের পরিভাষা কোনটি যথার্থ?

  1. প্রথা

  2. আইন

  3. রাজস্বনীতি

  4. শুল্ক

Ans: প্রথা

16   কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় ‘কালাপাহাড়’কে স্মরণ করেছেন কেন?

  1. প্রাচীন বাংলার বিদ্রোহী ছিলেন বলে

  2. ইসলামের গুণকীর্তন করেছিলেন বলে

  3. বাহ্মনযুগে নব মুসলিম ছিলেন বলে

  4. প্রচলিত ধর্ম ও সংস্কার-বিদ্বেষী ছিলেন বলে

Ans: প্রচলিত ধর্ম ও সংস্কার-বিদ্বেষী ছিলেন বলে

17   “প্রদীপ নিবিয়া গেল”!-এ বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের?

  1. রবীন্দ্রনাথের ‘যোগাযোগ’

  2. বঙ্কিমচন্দ্রের ‘কপালকৃন্ডলা’

  3. রবীন্দ্রাথের ‘চোখের বালি’

  4. বঙ্কিমচন্দ্রের ‘বিষবৃষ’

Ans: বঙ্কিমচন্দ্রের ‘কপালকৃন্ডলা’

18   “মাতৃভাষার যাহার ভক্তি নাই সে মানুষ নহে।”—কার উক্তি?

  1. মীর মশাররফ হোসেনর

  2. কাজী নজরুল ইসলামের

  3. রবীন্দ্রনাথ ঠাকুরের

  4. ইসমাইল হোসেন সিরাজীর

Ans: মীর মশাররফ হোসেনর

19   বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণধ্বনি?

  1. দ্বিতীয় ও চতুর্থ বর্ণ

  2. তৃতীয় বর্ণ

  3. দ্বিতীয় ও তৃতীয় বর্ণ

  4. প্রথম ও দ্বিতীয় বর্ণ

Ans: দ্বিতীয় ও চতুর্থ বর্ণ

20   ‘কদাকার’ শব্দটি কোন উপসর্গযোগে গঠিত?

  1. সংস্কৃত উপসর্গ

  2. বিদেশি উপসর্গ

  3. দেশি উপসর্গ

  4. কোনোটি নয়

Ans: দেশি উপসর্গ

21   মুক্তাক্ষর এক মাত্রা এবং বদ্ধাক্ষর ও এক মাত্রা গণনা করা হয় কোন ছন্দে?

  1. স্বরবৃত্ত

  2. মুক্তক

  3. অক্ষরবৃত্ত

  4. মাত্রাবৃত্ত

Ans: স্বরবৃত্ত

22   নিচের কোনটি অশুদ্ধ?

  1. অহিংস-সহিংস

  2. নিষ্পাপ-পাপিনী

  3. দোষী-নির্দোষী

  4. প্রসন্ন-বিষণ্ন

Ans: দোষী-নির্দোষী

23   ‘কল্লোল’ পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী?

  1. দীনেশরঞ্জন দাশ

  2. বুদ্ধদেব বসু

  3. প্রেমেন্দ্র মিত্র

  4. সজনীকান্ত দাস

Ans: দীনেশরঞ্জন দাশ

24   “আমি এ কথা, এ ব্যথা, সুখব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি।।”-রবীন্দ্রনাথের এ গানে “নিছনি” কী অর্থে ব্যবহৃত হয়েছে?

  1. বিলানো অর্থে

  2. পূজা অর্থে

  3. অপনোদন অর্থে

  4. উপহার অর্থে

Ans: পূজা অর্থে

25   “ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম”—কে বলেছেন?

  1. কাজী আব্দুল ওদুদ

  2. প্রমথ চৌধুরী

  3. রামেন্দ্রসুন্দর ত্রিবেদী

  4. মোতাহের হোসেন চৌধুরী

Ans: মোতাহের হোসেন চৌধুরী

26   কোন বাক্যটি শুদ্ধ?

  1. সেদিন থেকে তিনি সেখানে আর যায় না।

  2. তোমার পরশ্রীকাতরতায় আমি মুগ্ধ।

  3. তাঁর কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম।

  4. আপনি স্বপরিবারে আমন্ত্রিত।

Ans: তাঁর কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম।

27   Ode কী?

  1. শোককবিতা

  2. কোরাসগান

  3. খন্ড কবিতা

  4. পত্রকাব্য

Ans: খন্ড কবিতা

28   মুহাম্মদ আবদুল হাই রচিত ধ্বনি বিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কী?

  1. আধুনিক বাংলা ধ্বনিবিজ্ঞান

  2. বাংলা ধ্বনিবিজ্ঞান

  3. ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব

  4. ধ্বনিবিজ্ঞানের কথা

Ans: ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব

29   ‘জলে-স্থলে’ কী সমাস?

  1. একশেষ দ্বন্দ্ব

  2. অলুক দ্বন্দ্ব

  3. বিপরীতার্থক দ্বন্দ্ব

  4. সমার্থক দ্বন্দ্ব

Ans: অলুক দ্বন্দ্ব

30   ‘ঔ’ কোন ধরনের স্বরধ্বনি?

  1. কোনটি নয়

  2. মিলিত স্বরধ্বনি

  3. তালব্য স্বরধ্বনি

  4. যৌগিক স্বরধ্বনি

Ans: যৌগিক স্বরধ্বনি

31   “বিস্মায়াপন্ন” সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?

  1. বিস্ময় দ্বারা আপন্ন

  2. বিস্ময়ে যে আপন্ন

  3. বিস্ময়কে আপন্ন

  4. বিস্ময়ে আপন্ন

Ans: বিস্ময়কে আপন্ন

32   কবি কায়কোবাদ রচিত ‘মহাশ্মশান’ কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল?

  1. তৃতীয় পানিপথের যুদ্ধ

  2. পলাশীর যু্দ্ধ

  3. ছিয়াত্তরের মন্বন্তর

  4. ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ

Ans: তৃতীয় পানিপথের যুদ্ধ

33   সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি?

  1. অলীক মানুষ

  2. ফুল বউ

  3. কৈবর্ত খন্ড

  4. রহু চন্ডালের হাড়

Ans: অলীক মানুষ

34   রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গীতাঙ্গলি’ কাব্য প্রকাশিত হয় কত সনে?

  1. ১৯১৩

  2. ১৯১২

  3. ১৯১১

  4. ১৯১০

Ans: ১৯১০

35   ‘আসাদের শার্ট’ কবিতার লেখক কে?

  1. আল মাহমুদ

  2. শামসুর রাহমান

  3. অমিয় চক্রবর্তী

  4. আব্দুল মান্নান সৈয়দ

Ans: শামসুর রাহমান

English Language and Literature

36   Which one of the following words is in singular form?

  1. oases

  2. agenda

  3. formulae

  4. radius

Ans: radius

37   Choose the correct sentence :

  1. All of it are depending on you

  2. All of it depend on you

  3. All of it are depended on you

  4. All of it depends on you

Ans: All of it depends on you

38   “A rolling stone gathers no moss” The complex form of the sentence is-

  1. A stone that rolls gathers no moss.

  2. A stone what rolls gathers no moss.

  3. Though a stone rolls, it gathers no moss.

  4. Since a stone is rolling, it gathers no moss.

Ans: A stone that rolls gathers no moss.

39   A chart was appended to the report. Here ‘appended’ means-

  1. shortened

  2. joined

  3. removed

  4. changed

Ans: joined

40   The mother sat vigilantly beside the sick baby. Here ‘vigilantly’ is –

  1. A noun

  2. none of the three

  3. An adjective

  4. An adverb

Ans: An adverb

41   The new offer of job was alluring. Here ‘alluring’ means-

  1. disappointing

  2. tempting

  3. unexpected

  4. ordinary

Ans: tempting

42   “who planted this tree here ?” The correct passive voice of this sentence is-

  1. By whom had the tree been planted here ?

  2. The tree was planted here by whom ?

  3. Who the tree had been planted hereby ?

  4. By whom the tree was planted here ?

Ans: By whom the tree was planted here ?

43   Frailty the name is women. Here ‘Frailty’ is :

  1. A verb

  2. An adverb

  3. An adjective

  4. A noun

Ans: A noun

44   Education is enlightening. Here ‘enlightening’ is :

  1. A gerund

  2. A finite verb

  3. An infinitive

  4. A participle

Ans: A participle

45   Choose the appropriate prepositions in the blank of the following sentence: The family doesn’t feel ____ going outing this season.

  1. like

  2. on

  3. in

  4. of

Ans: like

46   Fill in the blank with appropriate use of tense “I couldn’t mend the computer myself, so I ____ at a shop.

  1. had mended

  2. did it mend

  3. had it mend

  4. had it mended

Ans: had it mended

47   Use the appropriate article- I saw ____ one-eyed man when I was walking on the road.

  1. No article is needed

  2. the

  3. an

  4. a

Ans: a

48   Complete the following sentence choosing the appropriate option: It’s raining cats and dogs, so-

  1. Keep your pets inside.

  2. Make sure you take an umbrella.

  3. Watch out for falling animals

  4. Keep the windows open.

Ans: Make sure you take an umbrella.

49   The phrase ‘Achilles heel’ means:

  1. A serious idea

  2. A permanent solution

  3. A weak point

  4. A strong point

Ans: A weak point

50   He worked with all sincerity. The underlined phrase is-

  1. An adverbial phrase

  2. An infinitive phrase

  3. An adjective phrase

  4. A noun phrase

Ans: An adverbial phrase

51   This is the book I lost. Here ‘I lost’ is-

  1. None of the three

  2. An adjective clause

  3. An adverbial clause

  4. A noun clause

Ans: An adjective clause

52   Which do you think is the nearest in meaning to ‘proviso’ :

  1. sanction

  2. directive

  3. stipulation

  4. substitute

Ans: stipulation

53   Cassandra is a night owl, so she doesn’t usually get up until about:

  1. 11 p.m

  2. 11 a.m

  3. 7 p.m

  4. 7 a.m

Ans: 11 a.m

54   Select the word that is the most closely opposite in meaning to the capitalized word: DELETERIOUS

  1. lethal

  2. harmless

  3. spurious

  4. toxic

Ans: harmless

55   “Gerontion” is a poem by-

  1. Robert Browning

  2. Mathew Arnold

  3. W. B. Yeats

  4. T. S. Eliot

Ans: T. S. Eliot

56   Fill in the blank. ‘_____’ is Shakespeare’s last play.

  1. As you like it

  2. Othello

  3. Tempest

  4. Macbeth

Ans: Tempest

57   Who has written the peom “Elegy Written in a Country Churcyard” ?

  1. P. B. Shelley

  2. Thomas Gray

  3. Y. B. Yeats

  4. Robert Frost

Ans: Thomas Gray

58   Who has written the play ‘Volpone’ ?

  1. William Shakespeare

  2. Christopher Marlowe

  3. Ben Jonson

  4. John Webster

Ans: Ben Jonson

59   Shakespeare composed much of his plays in what sort of verse?

  1. Dactylic Hexameter

  2. Iambic pentameter

  3. Sonnet form

  4. Alliterative verse

Ans: Iambic pentameter

60   The word ‘omnivorous’ means :

  1. eating grass and plants only

  2. eating only meat

  3. eating only fruits

  4. eating all types of food

Ans: eating all types of food

61   The repetition of beginning consonant sound is know as——

  1. rhyme

  2. alliteration

  3. onomatopoeia

  4. personification

Ans: alliteration

62   Which of the following is not a poetic tradition?

  1. The Epic

  2. the Tragic

  3. The Occult

  4. The Comic

Ans: The Comic

63   What is a funny poem of five lines called?

  1. Limerick

  2. Quartet

  3. Haiku

  4. Sixtet

Ans: Limerick

64   Who wrote “Biographia Literaria”?

  1. S. T. Coleridge

  2. P. B. Shelley

  3. Lord Byron

  4. Charles Lamb

Ans: S. T. Coleridge

65   Robert Browning was a —-poet. fill in the gap with appropriate word

  1. Elizathan

  2. Modern

  3. Victorian

  4. Romantic

Ans: Victorian

66   ​Othello gave Desdemona—-as a token of love :

  1. Bangles

  2. Pendant

  3. Handkerchief

  4. Ring

Ans: Handkerchief

67   ​P.B. Shelley’s Adonais’ is an elegy on the death of——

  1. A. T. Coleridge

  2. John Milton

  3. Lord Byron

  4. John Keats

Ans: John Keats

68   The comparison of unlike things using the words like on as is known to be—–

  1. alliteration

  2. simile

  3. metaphor

  4. personification

Ans: simile

69   ‘Restoration period’ in English literature refers to —

  1. 1866

  2. 1760

  3. 1660

  4. 1560

Ans: 1660

70   ‘The Sun Also Rises’ is a novel written by—–

  1. Thomas Hardy

  2. Earnest Hemingway

  3. Hermanne Melville

  4. Charles Dickens

Ans: Earnest Hemingway

Bangladesh Affairs

71   বাংলাদেশে সবচেয়ে বেশী রপ্তানী করে-

  1. চীন

  2. থাইল্যান্ড

  3. যুক্তরাজ্য

  4. ভারত

Ans: চীন

72   বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব কে?

  1. মুর্শিদ কুলী খান

  2. নবাব সিরাজউদ্দৌলা

  3. আলাউদ্দিন হুসেন শাহ

  4. ইলিয়াস শাহ

Ans: মুর্শিদ কুলী খান

73   আলুর একটি জাত-

  1. ব্রিশাইল

  2. রুপালী

  3. ড্রামহেড

  4. ডায়মন্ড

Ans: ডায়মন্ড

74   বাংলাদেশে সবচেয়ে বেশী উৎপাদিত হয়-

  1. আমন ধান

  2. আউশ ধান

  3. ইরি ধান

  4. বোরো ধান

Ans: বোরো ধান

75   প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান-

  1. BADC

  2. BRRI

  3. BARI

  4. BINA

Ans: BADC

76   ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী বাংলাদেশে নারী-পুরুষের অনুপাত-

  1. ১০০:১০০

  2. ১০০:১০০.৩

  3. ১০০: ১০০.৬

  4. ১০০ : ১০৬

Ans: ১০০:১০০.৩

77   সরকারী হিসেব মতে বাংলাদেশীদের গড় আয়ু-

  1. ৭৩.৭ বছর

  2. ৭০.৮ বছর

  3. ৬৭.৫ বছর

  4. ৬৫.৪ বছর

Ans: ৭০.৮ বছর

78   যে জেলায় হাজংদের বসবাস নেই-

  1. ময়মনসিংহ

  2. শেরপুর

  3. নেত্রকোণা

  4. সিলেট

Ans: সিলেট

79   ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী বাংলাদেশে Household প্রতি জনসংখ্যা-

  1. ৫.৪ জন

  2. ৫.০ জন

  3. ৪.৪ জন

  4. ৫.৫ জন

Ans: ৪.৪ জন

80   যে বিভাগে স্বাক্ষরতার হার সর্বাধিক-

  1. খুলনা বিভাগ

  2. বরিশাল বিভাগ

  3. রাজশাহী বিভাগ

  4. ঢাকা বিভাগ

Ans: বরিশাল বিভাগ

81   বাংলাদেশে তৈরি জাহাজ ‘স্টেলা মেরিস’ রপ্তানি হয়েছে-

  1. সুইডেনে

  2. নরওয়েতে

  3. ডেনমার্কে

  4. ফিনল্যান্ডে

Ans: ডেনমার্কে

82   বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দর-

  1. কৃষ্ণনগর

  2. পেট্রাপোল

  3. মোহাদিপুর

  4. ডাউকি

Ans: পেট্রাপোল

83   বাংলাদেশে সরকারি EPZ সংখ্যা-

  1. ১০ টি

  2. ৮ টি

  3. ৬ টি

  4. ১২ টি

Ans: ৮ টি

84   বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে-

  1. সোনালী ব্যাংক

  2. এবি ব্যাংক

  3. ডাচ-বাংলা ব্যাংক

  4. ব্র্যাক ব্যাংক

Ans: ডাচ-বাংলা ব্যাংক

85   ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীন-

  1. অর্থ মন্ত্রণালয়

  2. বাণিজ্য মন্ত্রণালয়

  3. শিল্প মন্ত্রণালয়

  4. পরিকল্পনা মন্ত্রণালয়

Ans: বাণিজ্য মন্ত্রণালয়

86   বাংলাদেশে কোন জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু হয় ?

  1. অষ্টম

  2. সপ্তম

  3. দ্বিতীয়

  4. প্রথম

Ans: সপ্তম

87   মাত্র ১ টি সংসদীয় আসন-

  1. রাঙ্গামাটি জেলায়

  2. ঝালকাঠী জেলায়

  3. মেহেরপুর জেলায়

  4. লক্ষ্মীপুর জেলায়

Ans: রাঙ্গামাটি জেলায়

88   বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত ‘ধীরে বহে মেঘনা’ চলচ্চিত্রের নির্মাতা কে?

  1. আলমগীর কবির

  2. সুভাষ দত্ত

  3. হুমায়ুন আহমেদ

  4. খান আতাউর রহমান

Ans: আলমগীর কবির

89   জাতীয় সংসদে ‘কাউন্টিং’ ভোট কি?

  1. হুইপের ভোট

  2. সংসদ নেতার ভোট

  3. রাষ্ট্রপতির ভোট

  4. স্পীকারের ভোট

Ans: স্পীকারের ভোট

90   NILG এর পূর্ণরূপ-

  1. National Industrial League Group

  2. National Identity License

  3. National Institute of Local Government

  4. National Information Legal Guide

Ans: National Institute of Local Government

91   বাংলাদেশের সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা-

  1. ৩১

  2. ২৮

  3. ২৭

  4. ২৬

Ans: ২৭

92   সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে-

  1. ১৩০

  2. ১৪০

  3. ১৩৭

  4. ১৩১

Ans: ১৩৭

93   অবস্থান অনুসারে বাংলাদেশের টারশিয়ারী পাহাড়কে কত ভাগে ভাগ করা হয়?

  1. ৪ ভাগে

  2. ২ ভাগে

  3. ৮ ভাগে

  4. ৫ ভাগে

Ans: ২ ভাগে

94   বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি ?

  1. পাকিস্তান

  2. মালদ্বীপ

  3. মালয়েশিয়া

  4. ইন্দোনেশিয়া

Ans:  ইন্দোনেশিয়া

95   পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে বৃটিশ ভারতের গভর্ণর জেনারেল ও ভাইসরয় ছিলেন-

  1. লর্ড কার্জন

  2. লর্ড রিপন

  3. লর্ড হার্ডিঞ্জ

  4. লর্ড মিন্টো

Ans: লর্ড কার্জন

96   ১৯৫৪ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল-

  1. লাঙ্গল

  2. নৌকা

  3. ধানের শীষ

  4. বাইসাইকেল

Ans: নৌকা

97   ঐতিহাসিক ৬-দফাকে কিসের সাথে তুলনা করা হয় ?

  1. মুখ্য আইন

  2. পিটিশন অব রাইটস

  3. ম্যাগনাকার্টা

  4. বিল অব রাইটস

Ans: ম্যাগনাকার্টা

98   বাংলাদেশে মর্যাদা অনুসারে ৩য় বীরত্বসূচক খেতাব-

  1. বীর বিক্রম

  2. বীর উত্তম

  3. বীরশেষ্ঠ

  4. বীর প্রতীক

Ans: বীর বিক্রম

99   ক্রিকেটে বাংলাদেশ টেস্ট মর্যাদা পায়-

  1. ২০০০ সালে

  2. ২০০১ সালে

  3. ১৯৯৯ সালে

  4. ১৯৯৭ সালে

Ans: ২০০০ সালে

100   ২০১৫-২০১৬ অর্থ বছরে অর্জিত অর্থনৈতিক প্রবৃদ্ধির হার-

  1. ৭.০৫%

  2. ৭.০০%

  3. ৬.৯৭%

  4. ৬.৮৫%

Ans: ৭.০৫%

International Affairs

101   ‘কালাপানি’ কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখন্ড?

  1. বাংলাদেশ ও ভারত

  2. ভুটান ও ভারত

  3. পাকিস্তান ও চীন

  4. ভারত ও নেপাল

Ans: ভারত ও নেপাল

102   সলোমন-দীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত?

  1. ভারত মহাসাগর

  2. আর্কটিক মহাসাগর

  3. আটলান্টিক মহাসাগর

  4. প্রশান্ত মহাসাগর

Ans: প্রশান্ত মহাসাগর

103   চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম কি?

  1. উইঘুর

  2. তুর্কমেন

  3. কাজাখ

  4. তাজিক

Ans: উইঘুর

104   সম্প্রতি ভারত Google-কে নিচের কোন প্রোগ্রামের জন্য ছবি তোলা থেকে বিরত করে?

  1. Google Map

  2. Road Image

  3. Street View

  4. Google Earth

Ans: Street View

105   নিম্নের কোনটি গ্রীন হাউজ গ্যাস নয়?

  1. মিথেন

  2. অক্সিজেন

  3. কার্বন ডাই-অক্সাইড

  4. নাইট্রাস অক্সাইড

Ans: অক্সিজেন

106   জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা (UNEP) ও জলবায়ু বিষয়ক সংস্থা (WMO) এর মিলিত উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে-

  1. IPCC

  2. Sierra Club

  3. Green Peace

  4. COP 21

Ans: IPCC

107   World Development Report নিম্নের কোন সংস্থাটির বার্ষিক প্রকাশনা?

  1. World Bank

  2. UNDP

  3. BRICS

  4. IMF

Ans: World Bank

108   IMF এর সদর দপ্তর অবস্থিত-

  1. রোম

  2. জেনেভা

  3. নিউইয়র্ক

  4. ওয়াশিংটন ডিসি

Ans: ওয়াশিংটন ডিসি

109   বিশ্বব্যাংক সংশ্লিষ্ট কোন সংস্থাটি স্বল্প আয়ের উন্নয়নশীল দেশে বেসরকারী খাতে আর্থিক সহায়তা ও উপদেশ দিয়ে থাকে?

  1. ICSID

  2. MIGA

  3. IBRD

  4. IFC

Ans: IFC

110   সামন্তবাদ কোন ইউরোপীয় দেশে প্রথম সূত্রপাত হয়?

  1. ইতালি

  2. রাশিয়া

  3. ফ্রান্স

  4. ইংল্যান্ড

Ans: ইতালি

111   জাতিসংঘের স্থায়ী সদসঃ

  1. উত্তর কোরিয়া, পাকিস্তান, ভারত, ইসরায়েল, চীন

  2. যুক্তরাষ্ট্র, জার্মানী, বৃটেন, ব্রাজিল, চীন, নাইজেরিয়া

  3. ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, বৃটেন, চীন

  4. জাপান, জার্মানী, ফ্রান্স, বৃটেন, কানাডা, যুক্তরাষ্ট্র

Ans: ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, বৃটেন, চীন

112   ‘Law of the Sea Convention’ অনুযায়ী উপকূল থেকে কত দূরত্ব পর্যন্ত ‘Exclusive Economic Zone’ হিসেবে গণ্য?

  1. ৪৪ নটিক্যাল মাইল

  2. ২২ নটিক্যাল মাইল

  3. ৩৭০ নট

  4. ২০০ নটিক্যাল মাইল

Ans: ২০০ নটিক্যাল মাইল

113   ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি যা Joint Comprehensive Plan of Action নামে পরিচিত তা সই হয়-

  1. ২৪ সেপ্টেম্বর ২০১৪

  2. ১৪ জুলাই ২০১৫

  3. ২ এপ্রিল ২০১৫

  4. ১০ ডিসেম্বর ২০১৩

Ans: ১৪ জুলাই ২০১৫

114   ‘গ্রীন পীস’ যাত্রা শুরু করে-

  1. ১৯৭১

  2. ২০১৩

  3. ২০১১

  4. ১৯৪৫

Ans: ১৯৭১

115   ‘Black Lives Matter’ কী ?

  1. একটি NGO

  2. বর্ণবাদ বিরোধী আন্দোলন

  3. একটি পানীয়

  4. একটি গ্রন্থের নাম

Ans: বর্ণবাদ বিরোধী আন্দোলন

116   মাথাপিছু গ্রীন হাউজ গ্যাস উদগীরণে সবচেয়ে বেশী দায়ী নিচের কোন দেশটি?

  1. যুক্তরাষ্ট্র

  2. রাশিয়া

  3. জার্মানী

  4. ইরান

Ans: যুক্তরাষ্ট্র

117   কোনটি নিরস্ত্রীকরণের সঙ্গে সম্পৃক্ত নয়?

  1. NPT

  2. SALT

  3. NATO

  4. CTBT

Ans: NATO

118   BRICS এর সদর দপ্তর কোথায়?

  1. নয়াদিল্লি

  2. প্রিটোরিয়া

  3. মস্কো

  4. সাংহাই।

Ans: নয়াদিল্লি

119   SDR (Special Drawing Rights) সুবিধা প্রবর্তনের জন্য কত সালে IMF এর গঠনতন্ত্র (Articles) সংশোধন করা হয়েছিল?

  1. ১৯৭৮

  2. ১৯৭৫

  3. ১৯৭১

  4. ১৯৬৯

Ans:  ১৯৬৯

120   সংবিধান অনুযায়ী মিয়ানমারের সংসদে কত শতাংশ আসন অনির্বাচিত সামরিক বাহিনীর সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে?

  1. ৫৫%

  2. ৪৫%

  3. ৩৫%

  4. ২৫%

Ans: ২৫%

Geography (Bangladesh & Global)

121   সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত?

  1. ঢাকা

  2. সিলেট

  3. কলম্বো

  4. নয়া দিল্লি

  5. কাঠমুনডু

Ans: নয়া দিল্লি

122   বাংলাদেশের নিম্নলিখিত জেলাসমূহের মধ্যে কোন জেলায় নীচু ভুমির (Low land) পরিমাণ সবচেয়ে বেশী ?

  1. গোপালগঞ্জ

  2. হবিগঞ্জ

  3. মুন্সীগঞ্জ

  4. কিশোরগঞ্জ

Ans: কিশোরগঞ্জ

123   বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি ?

  1. পদ্মা

  2. যমুনা

  3. মেঘনা

  4. কর্ণফুলী

Ans: মেঘনা

124   বাংলাদেশের কোন অঞ্চল বেশী খরা প্রবণ ?

  1. দক্ষিণ-পূর্ব অঞ্চল

  2. দক্ষিণ-পশ্চিম অঞ্চল

  3. উত্তর-পশ্চিম অঞ্চল

  4. উত্তর-পূর্ব অঞ্চল

Ans: উত্তর-পশ্চিম অঞ্চল

125   বাংলাদেশের কোন অঞ্চলের পরিবেশ বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচের (FCDI) কারণে খুব বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে ?

  1. চলন বিল অঞ্চল

  2. উপকূলীয় অঞ্চল

  3. মধুপুর গড় অঞ্চল

  4. বরেন্দ্র অঞ্চল

Ans:  বরেন্দ্র অঞ্চল

126   বাংলাদেশে বার্ষিক সর্ব্বোচ্চ গড় বৃষ্টিপাত নিম্নের কোন স্টেশনে রেকর্ড করা হয় ?

  1. টেকনাফ

  2. সিলেট

  3. সন্দ্বীপ

  4. কক্সবাজার

Ans: সিলেট

127   নিম্নের কোন নিয়ামকটি একটি অঞ্চলের বা দেশের জলবায়ু নির্ধারণ করে না ?

  1. অক্ষরেখা

  2. সমুদ্রস্রোত

  3. উচ্চতা

  4. দ্রাঘিমারেখা

Ans: দ্রাঘিমারেখা

128   নিম্নের কোন আপদটি (Hazard) পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান কারণ ?

  1. তামাক ও মাদকদ্রব্য গ্রহণ

  2. সড়ক দূর্ঘটনা

  3. ক্যান্সার

  4. বায়ু দূষণ

Ans: বায়ু দূষণ

129   কোন পর্যায়ে দুর্যোগের ক্ষতি মূল্যায়ন করা হয় ?

  1. পুনর্বাসন পর্যায়ে

  2. সতর্কতা পর্যায়ে

  3. প্রভাব পর্যায়ে

  4. উদ্ধার পর্যায়ে

Ans: পুনর্বাসন পর্যায়ে

130   নিম্নের কোন দুর্যোগটি বাংলাদেশের জনগণের জীবিকা পরিবর্তনের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে ?

  1. খরা বা বন্যা

  2. ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস

  3. সমুদ্রের জলস্তরের বৃদ্ধি ( Sea level rise)

  4. ভূমিকম্প

Ans: সমুদ্রের জলস্তরের বৃদ্ধি ( Sea level rise)

General Science

131   চা পাতায় কোন ভিটামিন থাকে?

  1. ভিটামিন-ই

  2. ভিটামিন-এ

  3. ভিটামিন-বি কমপ্লেক্স

  4. ভিটামিন-কে

Ans: ভিটামিন-বি কমপ্লেক্স

132   আকাশে রংধনু সৃষ্টির কারণ-

  1. বৃষ্টির কণা

  2. অতিবেগুনী রশ্মি

  3. বায়ুস্তর

  4. ধুলিকণা

Ans: বৃষ্টির কণা

133   ঈষ্টের সংশ্লিষ্টতা নেই কোন শিল্পে?

  1. মদ্য শিল্পে (Wine industry)

  2. সাইট্রিক এসিড উৎপাদন

  3. এক কোষীয় প্রোটিন (Single-cell-protein) তৈরিতে

  4. রুটি শিল্পে (Bakery)

Ans: সাইট্রিক এসিড উৎপাদন

134   চন্দ্রে কোন বস্তুর ওজন পৃথিবীর ওজনের-

  1. তিন ভাগের একভাগ

  2. দশ ভাগের একভাগ

  3. ছয় ভাগের একভাগ

  4. চার ভাগের একভাগ

Ans: ছয় ভাগের একভাগ

135   মানবদেহে রোগ প্রতিরোধে প্রাথমিক প্রতিরক্ষাস্তরের (First line of defence) অন্তর্ভুক্ত নয় কোনটি?

  1. সিলিয়া (CILIA)

  2. গ্যাসট্রিক জুস (GASTRIC JUICE)

  3. লাইসোজাইম (LYSOZYME)

  4. লিম্ফোসাইট (LYMPHOCYTES)

Ans: লিম্ফোসাইট (LYMPHOCYTES)

136   নীচের কোনটি ভাইরাসের (VIRUS) জন্য সত্য নয়?

  1. স্ফটিক দানায় রূপান্তরিত (CRYSTALIZATION)

  2. শুধুমাত্র জীবদেহের অভ্যন্তরে সংখ্যাবৃদ্ধি করে

  3. রাইবোজোম (Ribosome) থাকে

  4. ডি. এন. এ বা আর. এন. এ থাকে

Ans: রাইবোজোম (Ribosome) থাকে

137   তাপ ইঞ্জিনের কাজ – (Heat Engine)

  1. যান্ত্রিক শক্তিকে তাপশক্তিতে রূপান্তর

  2. তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর

  3. তাপ শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর

  4. বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর

Ans: তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর

138   শূন্য মাধ্যমে শব্দের বেগ কত?

  1. ১১২০ m/s

  2. ৩৩২ m/s

  3. ২৮০ m/s

Ans: ০

139   দৈনিক খাদ্য তালিকায় সামুদ্রিক মাছ/শৈবালের অন্তর্ভুক্তি, কোন রোগের প্রাদুর্ভাব কমাতে সাহায্য করবে?

  1. এনিমিয়া

  2. রাতকানা

  3. কোয়াশিয়রকর (KWASHIORKOR)

  4. হাইপো-থাইরয়ডিজম (HYPOTHYROIDISM)

Ans:  হাইপো-থাইরয়ডিজম (HYPOTHYROIDISM)

140   গ্রীন হাউস কি?

  1. সবুজ আলোর আলোকিত ঘর

  2. কাঁচের তৈরী ঘর

  3. সবুজ গাছপালা

  4. সবুজ ভবনের নাম

Ans: কাঁচের তৈরী ঘর

141   কোনটি জারক পদার্থ নয়?

  1. হাইড্রোজেন

  2. অক্সিজেন

  3. ব্রোমিন

  4. ক্লোরিন

Ans: হাইড্রোজেন

142   নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়?

  1. ফিউশন ও মেসন

  2. ফিউশন

  3. ফিশন

  4. মেসন

Ans: ফিশন

143   ধরিত্রি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

  1. যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে

  2. ব্রাজিলের রিওডিজেনিরোতে

  3. ইটালির রোমে

  4. আফ্রিকার জোহানেসবার্গে

Ans: ব্রাজিলের রিওডিজেনিরোতে

144   বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশী ?

  1. বিষুব অঞ্চলে

  2. পৃথিবীর কেন্দ্রে

  3. মেরু অঞ্চলে

  4. পাহাড়ের ওপর

Ans: মেরু অঞ্চলে

145   প্রাকৃতিক গ্যাসে মিথেন কি পরিমাণ থাকে?

  1. ৬০-৭০ ভাগ

  2. ৪০-৫০ ভাগ

  3. ৩০-২৫ ভাগ

  4. ৮০-৯০ ভাগ

Ans: ৮০-৯০ ভাগ

Computer and Information Technology

146   কম্পিউটার সিপিইউ (CPU)- কোন অংশ গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ করে?

  1. কোনোটিই নয়

  2. রেজিস্টার সেট (Register set)

  3. কন্ট্রোল ইউনিট (control unit)

  4. এ.এল.ইউ (ALU)

Ans: এ.এল.ইউ (ALU)

147   "একটি ২-ইনপুট লজিক সেটের আউটপুট ০ হবে যদি এর ইনপুট গুলো সমান হয়"-এর উক্তিটি কোন সেটের জন্য সত্য?

  1. OR

  2. Ex-OR

  3. NOR

  4. AND

Ans: Ex-OR

148   কোনটি অপারেটিং সিস্টেম নয়?

  1. DOS

  2. C

  3. XENIX

  4. CP/M

Ans: C

149   ক্লাউড সার্ভার নিচের কোনটিতে সবচেয়ে ভালো বর্ণনা করা সম্ভব?

  1. ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কম্পিউটিং সেবা দেয়া

  2. একটি বিশাল ক্ষমতা সম্পন্ন কম্পিউটার সার্ভার

  3. নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত একাধিক কম্পিউটার সার্ভার

  4. কোনোটিই নয়

Ans: ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কম্পিউটিং সেবা দেয়া

150   IP – V6 এড্রেস কত বিটের?

  1. ১২

  2. ৩২

  3. ১২৮

Ans: ১২৮

151   নিচের কোনটি ইনপুট ডিভাইস?

  1. Monitor

  2. Plotter

  3. COM

  4. OMR

Ans: OMR

152   ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলো চিহ্নকে নির্দিষ্ট করা যায়?

  1. ৪০৯৬ টি

  2. ২৫৬ টি

  3. ৪২৯৪৯৬৭২৯৬

  4. ৬৫৫৩৬

Ans: ৬৫৫৩৬

153   এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?

  1. এটি প্রধানত টাচস্ক্রীন মোবাইল ডিভাইসের জন্য তৈরি

  2. এটি লিনাক্স কার্নেল নির্ভর

  3. এটির নির্মাতা গুগল

  4. উপরের সবগুলো সঠিক

Ans: উপরের সবগুলো সঠিক

154   আইওএস ( IOS) মোবাইল অপারেটিং সিস্টেমটি কোন প্রতিষ্ঠান বাজারজাত করে?

  1. আইবিএম

  2. মাইক্রোসফট

  3. গুগল

  4. অ্যাপেল

Ans: অ্যাপেল

155   EDSAC কম্পিউটার-এ ডাটা সংরক্ষণের জন্য কি ধরনের মেমোরি ব্যবহার হতো?

  1. registors

  2. Mercury Delay Lines

  3. ROM

  4. RAM

Ans: Mercury Delay Lines

156   ই-কমার্স সাইট amazon.com কত সালে প্রতিষ্ঠিত হয়?

  1. ১৯৮৮ সালে

  2. ১৯৯০ সালে

  3. ১৯৯৮ সালে

  4. ১৯৯৪ সালে

Ans: ১৯৯৪ সালে

157   ই-মেইল আদান প্রদানে ব্যবহৃত SMTP এর পূর্ণরুপ কি?

  1. Strategic Mail Transmission Protocol

  2. Strategic Mail Transfer Protocol

  3. Simple Message Transmission Protocol

  4. Simple Mail Transfer Protocol

Ans: Simple Mail Transfer Protocol

158   TCP দিয়ে কোনটি বোঝানো হয়?

  1. ফ্লোচার্ট

  2. প্রোগ্রামিং

  3. প্রোটোকল

  4. প্রোগ্রাম

Ans: প্রোটোকল

159   Push এবং Pop নিচের কার সাথে সম্পর্কিত?

  1. Array

  2. Union

  3. Stack

  4. Queue

Ans: Stack

160   ওয়াই-ফাই (Wi-Fi) নেটওয়ার্কে সংযোগের জন্য সংশ্লিষ্ট ডিভাইসটির সংযোগ মাধ্যম কোমটি?

  1. অপটিক্যাল ফাইবার

  2. তামার তার

  3. উপরের সবকটি

  4. তারহীন সংযোগ

Ans: তারহীন সংযোগ

Mathematical Reasoning

161   ১০% মুনাফায় ৩০০০ টাকা ৮% মুনাফায় ২০০০ টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে?

  1. ৮.২%

  2. ৮%

  3. ৯.২%

  4. ৯%

Ans: ৯.২%

162   ১০০ টাকায় ১০টি ডিম কিনে ১০০ টাকায় ৮টি ডিম বিক্রয় করলে শতকরা লাভ কত হবে?

  1. ২০%

  2. ১৬%

  3. ২৮%

  4. ২৫%

Ans: ২৫%

163   দুই অংক বিশিষ্ট একটি সংখ্যা অংকদ্বয়ের স্থান বিনিময়ের ফলে ৫৪ বৃদ্ধি পায় অংক দুটির যোগফল ১২ হলে সংখ্যাটি কত?

  1. ৯৩

  2. ৩৯

  3. ৭৫

  4. ৫৭

Ans: ৩৯

164   একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর ১০ এবং ৬-তম পদটি ৫২ হলে ১৫-তম পদটি-

  1. ১৫০

  2. ১৪৮

  3. ১৪২

  4. ১৪০

Ans: ১৪২

165   একটি গুণোত্তর অনুক্রমে তৃতীয় পদটি ২০ এবং ষষ্ঠ পদটি ১৬০ হলে প্রথম পদটি-

  1. ১২

  2. ১০

Ans: ৫

166   ১৭ সে. মি.,১৫ সে.মি.,৮ সে.মি. বাহু বিশিষ্ট ত্রিভুজটি হবে-

  1. সমদ্বিবাহু

  2. সমবাহু

  3. স্থুলকোণী

  4. সমকোণী

Ans: সমকোণী

167   ১৩ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যা-এর দৈর্ঘ্য ২৪ সে.মি. হলে কেন্দ্র থেকে উক্ত জ্যা-এর লম্ব দূরত্ব কত সে.মি.?

Ans: ৫

168   ১০ টি জিনিসের মধ্যে ২টি একজাতীয় এবং বাকিগুলো ভিন্ন ভিন্ন জিনিস। ঐ জিনিসগুলো থেকে প্রতিবারে ৫টি নিয়ে কত প্রকারে বাছাই করা যায়?

  1. ১৯২

  2. ১৯০

  3. ১৮২

  4. ১৭০

Ans: ১৮২

169   ২৬১ আম তিন ভাই মধ্যে ১/৩:১/৫:১/৯ অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কতটি আম পাবে?

  1. ১৩৫

  2. ৪৫

  3. ৮১

  4. ৯০

Ans: ১৩৫

170   x^2-3x+1=0 হলে (x^2-1/x^2 ) এর মান-

  1. 3√5

  2. 5√3

  3. 6√5

  4. 4√5

Ans: 3√5

171   x^2-5x+6<0 হলে-

  1. -3<x<-2

  2. 2<x<3

  3. x<2

  4. x<3

Ans: 2<x<3

Ans: x<3

172   log_x⁡〖3/2〗=-(1/2 ) হলে x- এর মান-

  1. √(2/3)

  2. √(3/2)

  3. 4/9

  4. 9/4

Ans: 4/9

173   A={x│x ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং x^2 B={x│x মৌলিক সংখ্যা এবং x^2 C={x│x মৌলিক সংখ্যা এবং x^2=25} হলে A∩B∩C = ?

  1. {1,2,3,4}

  2. {2,3,4,5}

  3. {2,3,4}

Ans:  ∅

174   একটি থলিতে 6 টি নীল বল, 8 টি সাদা বল এবং 10 টি কালো বল আছে । দৈবভাবে একটি বল তুললে সেটি সাদা না হবার সম্ভাবনা কত?

  1. 1/3

  2. 2/3

  3. 1/4

  4. 3/4

Ans: 2/3

175   একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মি. এবং প্রস্থ 10 মি. হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার ?

  1. 45√5

  2. 50√5

  3. 40√5

  4. 35√5

Ans: 50√5

Mental Ability

176   কোনটি ‘অগ্নি’র সমার্থক শব্দ নয়-

  1. প্রজ্বলিত

  2. হুতাশন

  3. বহ্নি

  4. পাবক

Ans: প্রজ্বলিত

177   ভোর বেলায় আপনি বেড়াতে বের হয়েছেন । বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল । কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন, কয়েক মিনিট পরে আপনি ডানদিকে ঘুরলেন । এখন আপনার মুখ কোনদিকে ?

  1. পশ্চিম

  2. পূর্ব

  3. দক্ষিণ

  4. উত্তর

Ans: পূর্ব

178   একটি মোটা ও একটি চিকন হাতলওয়ালা স্ক্রু-ড্রাইভার দিয়ে একই মাপের দু’টি স্ক্রু-কে কাঠবোর্ডের ভিতরে সমান গভীরতায় প্রবেশ করাতে চাইলে কোনটি ঘটবে ?

  1. কোনটিই নয়

  2. দু’টিকে একই সংখ্যকবার ঘুরাতে হবে

  3. চিকন হাতলের ড্রাইভারকে বেশীবার ঘুরাতে হবে

  4. মোটা হাতলের ড্রাইভারকে বেশীবার ঘুরাতে হবে

Ans: চিকন হাতলের ড্রাইভারকে বেশীবার ঘুরাতে হবে

179   ৫- এর কত শতাংশ ৭ হবে-

  1. ১২৫

  2. ৪০

  3. ১৪০

  4. ৯০

Ans: ১৪০

180   ০.৪ ×০.০২×০.০৮

  1. ০.০০০৬৪

  2. ৬.৪০

  3. ০.০৬৪

  4. ০.৬৪

Ans: ০.০০০৬৪

181   কোন নৌকাকে বেশী গতিতে চালাতে হবে, বৈঠা ব্যবহার করতে হবে-

  1. পিছনে

  2. ডান পার্শ্বে

  3. সামনে

  4. বাম পার্শ্বে

Ans: পিছনে

182   Telephone : Cable :: Radio : ?

  1. Electricity

  2. Wireless

  3. Wire

  4. Microphone

Ans: Wireless

183   ২০০৯ সালের ২৮ আগষ্ট শুক্রবার ছিল । ঐ বছরের ১ অক্টোবর কি বার ছিল ?

  1. বুধবার

  2. শনিবার

  3. শুক্রবার

  4. বৃহস্পতিবার

Ans: বৃহস্পতিবার

184   কোন বৃত্তের ব্যাসার্ধ যদি ২০% কমে, তবে উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত % কমবে –

  1. ২০%

  2. ১০%

  3. ৩৬%

  4. ৪০%

Ans: ৩৬%

185   Find out the correct synonym of ‘TENUOUS’-

  1. Careful

  2. Thin

  3. Vital

  4. Dangerous

Ans: Thin

186   ২য় বৃত্তের মধ্যে সঠিক সংখ্যাটি কত হবে?

২য় বৃত্তের মধ্যে সঠিক সংখ্যাটি কত হবে?
  1. ৬৫

  2. ২৭

  3. ৩৬

Ans: ৯

187   কোন বানানটি শুদ্ধ ---

  1. Achievement

  2. Acheivement

  3. Acheivment

  4. Achiebment

Ans: Achievement

188   If ‘LOYAL’ is coded as ‘JOWAJ’, then ‘PRONE’ is coded as-

  1. NRMND

  2. QRPNF

  3. ORNMG

  4. NRMNC

Ans: NRMNC

189   একটি লন রোলারকে যদি দুইজন ব্যক্তির একজন টেনে নেয় ও একজন ঠেলে নেয় তবে কার বেশী কষ্ট হবে ?

  1. দু’জনের সমান কষ্ট হবে

  2. টেনে নেয়া ব্যক্তির

  3. ঠেলে নেয়া ব্যক্তির

  4. কোনটিই নয়

Ans: ঠেলে নেয়া ব্যক্তির

190   বিভা : কিরণ : : সুবলিত : ?

  1. সুগঠিত

  2. বিধিত

  3. সুবিনীত

  4. সুবদিত

Ans: সুগঠিত

Ethics Values and Good Governance

191   একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের অত্যাবশকীয় মৌলিক গুণাবলীর মধ্যে শ্রেষ্ট গুন কোনটি ?

  1. নৈতিকতা

  2. সরলতা

  3. দক্ষতা

  4. দায়িত্বশীলতা

Ans: নৈতিকতা

192   আমাদের চিরন্তন মূল্যবোধ কোনটি ?

  1. স্বার্থকতা

  2. সত্য ও ন্যায়

  3. অসহিষ্ণুতা

  4. শঠতা

Ans: সত্য ও ন্যায়

193   রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয় ?

  1. সংবাদ মাধ্যম

  2. বুদ্ধিজীবী সম্প্রদায়

  3. রাজনীতি

  4. যুবশক্তি

Ans: সংবাদ মাধ্যম

194   সরকারী সিদ্ধন্ত প্রণয়নে কোন মূল্যবোধটি গুরুত্বপূর্ণ নয় ?

  1. নিরপেক্ষতা

  2. জবাবদিহিতা

  3. সৃজনশীলতা

  4. বিশ্বস্ততা

Ans: সৃজনশীলতা

195   UNDP সুশাসন নিশ্চিতকরণে কয়টি উপাদান উল্লেখ করেছে ?

  1. ৮ টি

  2. ৯ টি

  3. ৬ টি

  4. ৭ টি

Ans: ৯ টি

196   কোনটি ন্যায়পরায়ণতার নৈতিক মূলনীতি নয় ?

  1. অধিকার ও সুযোগের ক্ষেত্রে সমতার নিশ্চিতকরণ

  2. আইনের শাসন

  3. সুশাসনের জন্য উচ্চ শিক্ষিত কর্মকর্তা নিয়োগ

  4. পুরষ্কার ও শাস্তির ক্ষেত্রে সমতার নীতি প্রয়োগ

Ans: সুশাসনের জন্য উচ্চ শিক্ষিত কর্মকর্তা নিয়োগ

197   সরকারি চাকরিতে সততার মাপকাঠি কি ?

  1. উর্ধ্বতন কর্তৃপক্ষের যে কোন নির্দেশ প্রতিপালন করা

  2. নির্মোহ ও নিরপেক্ষ ভাবে অর্পিত দায়িত্ব যথাবিধি সম্পন্ন করা

  3. দাপ্তরিক কাজে কোন অবৈধ সুবিধা গ্রহণ না করা

  4. যথা সময়ে অফিসে আগমন ও অফিস ত্যাগ করা

Ans: নির্মোহ ও নিরপেক্ষ ভাবে অর্পিত দায়িত্ব যথাবিধি সম্পন্ন করা

198   নৈতিক শক্তির প্রথান উপাদান কি ?

  1. উদারতা

  2. মায়া ও সততা

  3. সততা ও নিষ্ঠা

  4. কর্তব্যপরায়ণতা

Ans: সততা ও নিষ্ঠা

199   “সুশাসন বলতে রাষ্ট্রের সঙ্গে সুশীল সমাজের, সরকারের সঙ্গে শাসিত জনগণের, শাসকের সঙ্গে শাসিতের সম্পর্ক বোঝায়”- উক্তিটি কার ?

  1. ম্যাককরনী

  2. জন স্টুয়ার্ট মিল

  3. এরিষ্টটল

  4. মেকিয়াভেলি

Ans: ম্যাককরনী

200   জনগণ, রাষ্ট্র ও প্রশাসনের সাথে ঘণিষ্ঠ প্রত্যয় হল –

  1. মানবাধিকার

  2. রাজনীতি

  3. আইনের শাসন

  4. সুশাসন

Ans: সুশাসন