BCS-23


বাংলা ভাষা ও সাহিত্য

1   রোহিনী-বিনোদিনী-কিরণময়ী- কোন গ্রন্থগুচ্ছের চরিত্র?

  1. কৃষ্ণকান্তের উইল-যোগাযোগ-পথের দাবী

  2. বিষবৃক্ষ-চতুরঙ্গ-চরিত্রহীন

  3. কৃষ্ণকান্তের উইল-চোখের বালি-চরিত্রহীন

  4. দুর্গেশনন্দিনী-চোখের বালি-গৃহদাহ

Ans: কৃষ্ণকান্তের উইল-চোখের বালি-চরিত্রহীন

2   চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র?

  1. ধর্মমঙ্গল

  2. মনসামঙ্গল

  3. চণ্ডীমঙ্গল

  4. ধর্মমঙ্গল

Ans: মনসামঙ্গল

3   কখনো উপন্যাস লেখেন নি-

  1. বুদ্ধদেব বসু

  2. সুধীন্দ্রনাথ দত্ত

  3. জীবনানন্দ দাশ

  4. কাজী নজরুল ইসলাম

Ans: সুধীন্দ্রনাথ দত্ত

4   দুধেভাতে উৎপাত- গল্পগ্রন্থের রচয়িতা-

  1. শওকত ওসমান

  2. হাসান আজিজুল হক

  3. আখতারুজ্জামান ইলিয়াস

  4. জ্যোতিপ্রকাশ দত্ত

Ans: আখতারুজ্জামান ইলিয়াস

5   আমার সন্তান যেন থাকে দুধেভাতে- এ প্রার্থণাটি করেছে-

  1. চাঁদ সওদাগর

  2. ভাঁড়ুদত্ত

  3. নলকুবের

  4. ঈশ্বরী পাটনী

Ans: ঈশ্বরী পাটনী

6   সমার্থক শব্দগুচ্ছ শনাক্ত করুন-

  1. দীর্ঘিকা, নদী, প্রণালী

  2. স্রোতস্বিনী, নির্ঝরিণী, সিন্ধু

  3. গাঙ, তটিনী, অর্ণব

  4. শৈবালিনী, তরঙ্গিনী, সরিৎ

Ans: শৈবালিনী, তরঙ্গিনী, সরিৎ

7   রামগরুড়ের ছানা- কথাটির অর্থ-

  1. গোমড়ামুখো লোক

  2. কাল্পনিক জন্তু

  3. পুরাণোক্ত পাখি

  4. মুরগি

Ans: গোমড়ামুখো লোক

8   বামেতর- শব্দটির অর্থ-

  1. বাম দিক

  2. ইতর

  3. ডান

  4. বামচোখ

Ans: ডান

9   নিরানব্বইয়ের ধাক্কা- বাগধারাটির অর্থ-

  1. আসন্ন বিপদ

  2. মুমূর্ষু অবস্থা

  3. সঞ্চয়ের প্রবৃত্তি

  4. তীরে পৌঁছার ঝক্কি

Ans: সঞ্চয়ের প্রবৃত্তি

10   হ্ম-এর বিশ্লিষ্ট রূপ-

  1. ক ষ

  2. হ ম

  3. ক ষ ম

  4. ক ষ ণ

Ans: হ ম

11   নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে-

  1. শ্রদ্ধাস্পদাসু

  2. সুচরিতেষু

  3. কল্যাণীয়েষু

  4. প্রীতিভাজনেষু

Ans: কল্যাণীয়েষু

12   পেয়ারা- কোন ভাষা থেকে আগত শব্দ?

  1. গ্রিক

  2. পর্তুগিজ

  3. উর্দু

  4. হিন্দি

Ans: পর্তুগিজ

13   শুদ্ধ বানানের শব্দগুচ্ছ শনাক্ত করুন-

  1. ঐক্যতান, কেবলমাত্র, উপরোক্ত

  2. স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক

  3. যশলাভ, সদ্যোজাত, সম্বর্ধনা

  4. ভবিষ্যত, ভৌগলিক, যক্ষ্মা

Ans: স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক

14   প্রাতঃরাশ-এর সন্ধি-

  1. প্রাত + রাশ

  2. প্রাত + আশ

  3. প্রাতঃ + আশ

  4. প্রাতঃ + রাশ

Ans: প্রাতঃ + আশ

15   যে পদে বাক্যের ক্রিয়াপদটির গুণ, প্রকৃতি, তীব্রতা ইত্যাদি প্রকৃতিগত অবস্থা বোঝায়, তাকে বলা হয়-

  1. ক্রিয়াবিশেষ্যজাত বিশেষণ

  2. ক্রিয়া-বিশেষণ

  3. ক্রিয়াবাচক বিশেষ্য

  4. ক্রিয়াবিভক্তি

Ans: ক্রিয়া-বিশেষণ

16   নিচের কোনটিতে বিরামচিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয় নি?

  1. পয়লা বৈশাখ, চৌদ্দশো সাত

  2. ঢাকা, ২১ ফেব্রুয়ারি, ১৯৫২

  3. ২৬ মার্চ, ১৯৭১

  4. ডিসেম্বর ১৬, ১৯৭১

Ans: ঢাকা, ২১ ফেব্রুয়ারি, ১৯৫২

17   প্রথম বাংলা থিসরাস বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেছেন-

  1. মুহম্মদ শহীদুল্লাহ

  2. মুহাম্মদ হাবিবুর রহমান

  3. জগন্নাথ চক্রবর্তী

  4. অশোক মুখোপাধ্যায়

Ans: অশোক মুখোপাধ্যায়

18   যে সমাসের ব্যাসবাক্য হয় না, কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে বলা হয়-

  1. দ্বন্দ্ব সমাস

  2. নিত্য সমাস

  3. কর্মধারয় সমাস

  4. অব্যয়ীভাব সমাস

Ans: নিত্য সমাস

19   ইউসুফ জোলেখা- প্রণয়কাব্য অনুবাদ করেছেন -

  1. মাগন ঠাকুর

  2. দৌলত উজির বাহারাম খান

  3. শাহ মুহম্মদ সগীর

  4. আলাওল

Ans: শাহ মুহম্মদ সগীর

20   ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তিবিলাস কোন নাটকের গদ্য অনুবাদ ?

  1. কমেডি অফ এররস

  2. মার্চেন্ট অফ ভেনিস

  3. ট্রেমিং অফ দ্যা শ্রু

  4. অ্যা মিডসামার নাইটস ড্রিম

Ans: কমেডি অফ এররস

English Language and Literature

21   Find out the correct translation: সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।

  1. It is drizzling since morning.

  2. It has been drizzling since morning.

  3. It has been raining from morning.

  4. It is raining from morning.

Ans: It has been drizzling since morning.

22   Identify the correct passive form- Open the window.

  1. The window must be opened

  2. Let the window be opened by you

  3. Let the window be opened

  4. Window should be opened

Ans: Let the window be opened

23   Which phrase contains words opposed to each other in meaning?

  1. Emerged and advanced

  2. Reproduction and death

  3. Heat and dust

  4. Hopes and aspirations

Ans: Reproduction and death

24   A person whose ‘head’ is in the ‘cloud’ is-

  1. proud

  2. useless

  3. an aviator

  4. a day dreamer

Ans: a day dreamer

25   A synonym for resentment is-

  1. anger

  2. fear

  3. panic

  4. indignation

Ans: anger

26   Choose the appropriate meaning of the idiom- Swan song

  1. Early work

  2. Middle work

  3. Last work

  4. First work

Ans: Last work

27   I spent - -with the patient

  1. some times

  2. some time

  3. sometime

  4. sometimes

Ans: some time

28   I count - -your help

  1. after

  2. with

  3. for

  4. upon

Ans: upon

29   Trees have - - off their leaves

  1. fallen

  2. thrown

  3. put

  4. cast

Ans: cast

30   If I had known you were coming ___.

  1. I would have gone to the station.

  2. I had gone to the station.

  3. I would be going to the station.

  4. I would go to the station.

Ans: I would have gone to the station.

31   The captain left the boat, because it ___.

  1. turned over

  2. tuned bottom

  3. turned up

  4. turned down

Ans: turned over

32   One should be careful about ___ duty.

  1. his

  2. the

  3. one’s

  4. her

Ans: one’s

33   Three-fourths of the work __ finished.

  1. has been

  2. have been

  3. were

  4. had

Ans: has been

34   We waited unitl the plane ___.

  1. had not taken off

  2. took off

  3. did not take off

  4. had taken off

Ans: took off

35   She argued ___ me about the marriage.

  1. to

  2. for

  3. with

  4. from

Ans: with

36   Choose the correct option: Even as harvesting was goin on ___.

  1. the rainy season begins

  2. the rainy season had began

  3. the rainy season was began

  4. the rainy season began

Ans: the rainy season began

37   Identify the correct sentence:

  1. She had faith in and hopes for the future.

  2. She had faith and hopes in future.

  3. She had faith and hopes in the future.

  4. She had faith and hopes for the future.

Ans: She had faith in and hopes for the future.

38   Choose the correct tense:

  1. Javed was so exhausted that he was lying down for a sleep

  2. Javed was so exhausted that he had lain down for a sleep

  3. Javed was so exhausted that he lain down for a sleep

  4. Javed was so exhausted that he will lay down for a sleep

Ans: Javed was so exhausted that he was lying down for a sleep

39   Chosse the correct sentence:

  1. Rahim ate the whole fish almost

  2. Almost Rahim ate the whole fish

  3. Rahim almost ate the whole fish

  4. Rahim ate almost the whole fish

Ans: Rahim ate almost the whole fish

40   Open the window.

  1. The window must be opened

  2. Let the window be opened by you

  3. Let the window be opened

  4. The Window should be opened

Ans: Let the window be opened

Bangladesh Affairs

41   ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাত পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনী প্রধান কে ছিলেন?

  1. মেজর জেনারেল কে এম শফিউল্লাহ

  2. মেজর জেনারেল মনজুর

  3. মেজর জেনারেল জিয়াউর রহমান

  4. মেজর জেনারেল এইচ এম এরশাদ

Ans: মেজর জেনারেল কে এম শফিউল্লাহ

42   মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?

  1. পনেরো

  2. এগারো

  3. দশ

  4. আট

Ans: এগারো

43   বাংলাদেশের সিভিল সার্ভিসের (BCS) ক্যাডার কতটি ?

  1. ০৫ টি

  2. ২১ টি

  3. ২২ টি

  4. ২৮ টি

Ans: ২৮ টি

44   বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক অর্জিত হয় কোন খাত থেকে ?

  1. পাট ও পাটজাত দ্রব্য

  2. চা

  3. চিংড়ি মাছ

  4. তৈরি পোশাক

Ans: তৈরি পোশাক

International Affairs

45   The Asian Drama- গ্রন্থের রচয়িতা কে?

  1. উইলিয়াম রস্টো

  2. মাইকেল লিফটন

  3. গুনার মিরডাল

  4. অমর্ত্য সেন

Ans: গুনার মিরডাল

46   ইসরাইল কত সালে পূর্ব জেরুজালেম দখল করেছিল?

  1. ১৯৭৩ সালে

  2. ১৯৬৭ সালে

  3. ১৯৬০ সালে

  4. ১৯৪৮ সালে

Ans: ১৯৬৭ সালে

47   No-fly-zone কোন দেশে অবস্থিত?

  1. আফগানিস্তান

  2. কুয়েত

  3. ইরাক

  4. ইসরাইল

Ans: ইরাক

48   মাইকেল এঞ্জেলো কোন দেশের শিল্পী?

  1. ইতালি

  2. সুইডেন

  3. গ্রিস

  4. অস্ট্রিয়া

Ans: ইতালি

49   ম্যাকমোহন লাইন- কোন কোন দেশের সীমানা নির্ধারণ করে?

  1. পাকিস্তান ও আফগানিস্তান

  2. ভারত ও পাকিস্তান

  3. চীন ও ভারত

  4. চীন ও রাশিয়া

Ans: চীন ও ভারত

50   কোনটি নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত

  1. হেমারফেস্ট

  2. কোনটিই নয়

  3. তিব্বত

  4. কুইবেক

Ans: কোনটিই নয়

51   কোনটি চির শান্তির শহর নামে পরিচিত?

  1. ভেনিস

  2. রোম

  3. ওসলো

  4. এথেন্স

Ans: রোম

52   বাবেল মান্দেব কোন ভাষার শব্দ ?

  1. ইংরেজি

  2. আরবি

  3. উর্দু

  4. ফারসি

Ans: ফারসি

53   নক্রুমা কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?

  1. ঘানা

  2. আবিসিনিয়া

  3. কংগো

  4. নাইজেরিয়া

Ans: ঘানা

54   Food and Agricultural Organisation-এর সদরদপ্তর কোথায় অবস্থিত?

  1. ব্যাংকক

  2. জেনেভা

  3. রোম

  4. প্যারিস

Ans: রোম

55   IFC বলতে কী বুঝায়?

  1. এগুলোর কোনটিই না

  2. ইন্টারন্যাশনাল ফুড করপোরেশন

  3. ইন্টারন্যাশনাল ফিন্যান্স ক্যাপিটাল

  4. ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন

Ans: ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন

56   Organisation of African Unity কত সালে প্রতিষ্ঠিত হয়?

  1. ১৯৬৪ সালে

  2. ১৯৬৩ সালে

  3. ১৯৬২ সালে

  4. ১৯৬০ সালে

Ans: ১৯৬৩ সালে

57   ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত?

  1. রিয়াদ

  2. জেদ্দা

  3. কুয়েত

  4. কায়রো

Ans: জেদ্দা

58   জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন প্রতিটি সদস্যরাষ্ট্র সর্বোচ্চ কতজন প্রতিনিধি পাঠাতে পারে?

  1. পাঁচ জন

  2. চার জন

  3. তিন জন

  4. ছয় জন

Ans: পাঁচ জন

59   পিএলও(PLO) কখন গঠিত হয়?

  1. ১৯৬৫ সালে

  2. ১৯৬৪ সালে

  3. ১৯৬৭ সালে

  4. ১৯৬৬ সালে

Ans: ১৯৬৪ সালে

60   নিম্নলিখিত শহরের কোনটি আলবেনিয়ার রাজধানী?

  1. তিরানা

  2. এথেন্স

  3. প্রাগ

  4. বুদাপেস্ট

Ans: তিরানা

61   পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে ?

  1. আটলান্টিক ও ভু-মধ্যসাগর

  2. আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর

  3. প্রশান্ত ও উত্তর মহাসাগর

  4. প্রশান্ত ও ভারত মহাসাগর

Ans: আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর

62   ইন্দোনেশিয়ার নতুন রাষ্ট্রপতির নাম কি?

  1. আব্দুর রহমান ওয়াহিদ

  2. জেনারেল হাবিবি

  3. মেঘবতী সুকর্ণপুত্রী

  4. জোকো উইদোদো

Ans: জোকো উইদোদো

63   বান্দুং কোথায় অবস্থিত ?

  1. ভিয়েতনাম

  2. থাইল্যান্ড

  3. ইন্দোনেশিয়া

  4. মালয়শিয়া

Ans: ইন্দোনেশিয়া

64   বেলজিয়ামের মুদ্রার নাম কি

  1. ক্রোনা

  2. পাউন্ড

  3. ফ্রাংক

  4. শিলং

Ans: ফ্রাংক

General Science

65   মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র-

  1. কার্ডিওগ্রাফ

  2. স্টেথস্কোপ

  3. স্ফিগমোম্যানোমিটার

  4. ইস্কোকার্ডিওগ্রাফ

Ans: স্ফিগমোম্যানোমিটার

66   ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে কী হিসেবে?

  1. কার্বন ক্ষেত্র হিসেবে

  2. চুম্বক ক্ষেত্র হিসেবে

  3. মেমোরি চিপ হিসেবে

  4. বৈদ্যুতিক ক্ষেত্র হিসেবে

Ans: চুম্বক ক্ষেত্র হিসেবে

67   জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে-

  1. নিওক্লিওপ্লাজম

  2. ক্রোমোসোম

  3. নিউক্লিওলাস

  4. নিউক্লিয়াস

Ans: ক্রোমোসোম

68   রেডিও আইসোটোপ ব্যবহৃত হয়-

  1. কিডনীর পাথর গলাতে

  2. নতুন পরমাণু তৈরিতে

  3. গলগণ্ড রোগ নির্ণয়ে

  4. পিত্ত পাথর গলাতে

Ans: গলগণ্ড রোগ নির্ণয়ে

69   বিষধর সাপে কামড়ালে ক্ষতস্থানে থাকে-

  1. ক্ষতস্থান হতে প্রচুর রক্তপাত হতে থাকে

  2. অনেকগুলো ছোট ছোট দাঁতের দাগ

  3. পাশাপাশি দুটো দাঁতের দাগ

  4. ক্ষতস্থানে প্রচুর বিষ লেগে থাকে

Ans: পাশাপাশি দুটো দাঁতের দাগ

70   ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে কত ডিগ্রি তাপমাত্রায় সমান তাপমাত্রা নির্দেশ করে?

  1. -৪০⁰

  2. ৪⁰

  3. ১০০⁰

  4. ০⁰

Ans: -৪০⁰

71   তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ?

  1. কঠিন পদার্থ

  2. কঠিন পদার্থ

  3. বায়বীয় পদার্থ

  4. তরল পদার্থ

Ans: বায়বীয় পদার্থ

72   মাটির পাত্রে পানি ঠাণ্ডা থাকে কেন?

  1. মাটির পাত্র পানি হতে তাপ শোষণ করে

  2. মাটির পাত্র তাপ কুপরিবাহী

  3. মাটির পাত্র পানির বাষ্পীভবনে সাহায্য করে

  4. মাটির পাত্র ভাল তাপ পরিবাহী

Ans: মাটির পাত্র পানির বাষ্পীভবনে সাহায্য করে

73   আকাশ মেঘলা থাকলে গরম বেশি লাগে কেন?

  1. বজ্রপাতের ফলে তাপ উৎপন্ন হয় বলে

  2. সূর্যালোকের অতিবেগুনি রশ্মির প্রভাবে মেঘ তাপ উৎপন্ন করে

  3. মেঘ উত্তম তাপ পরিবাহক

  4. মেঘ পৃথিবীর পৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপকে উপরে যেতে বাধা দেয় বলে

Ans: মেঘ পৃথিবীর পৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপকে উপরে যেতে বাধা দেয় বলে

74   প্রাকৃতিক কোন উৎস হতে সবচেয়ে বেশী মৃদু পানি পাওয়া যায়?

  1. বৃষ্টি

  2. নদী

  3. হ্রদ

  4. সাগর

Ans: বৃষ্টি

75   যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয়-

  1. পূর্ণিমা

  2. অমাবস্যা

  3. সূর্যগ্রহণ

  4. চন্দ্রগ্রহণ

Ans: সূর্যগ্রহণ

76   লোকভর্তি হলঘরে শূন্যঘরের চেয়ে শব্দ ক্ষীণ হয় কারণ-

  1. লোকভর্তি ঘরে মানুষের সোরগোল হয়

  2. শূন্য ঘরে শব্দের শোষণ বেশি হয়

  3. শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়

  4. শূন্য ঘর নীরব থাকে

Ans: শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়

77   পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় না, কারণ-

  1. খ ও গ উভয়ই ঠিক

  2. পেট্রোল পানির সাথে মিশে না

  3. পেট্রোল পানির চেয়ে হালকা

  4. পেট্রোলের সাথে পানি মিশে যায়

Ans: খ ও গ উভয়ই ঠিক

78   কম্পিউটারের কোনটি নেই?

  1. নির্ভুল কাজ করার ক্ষমতা

  2. দীর্ঘ সময় কাজ করার ক্ষমত

  3. বুদ্ধি-বিবেচনা

  4. স্মৃতি

Ans: বুদ্ধি-বিবেচনা

79   পিসিকালচার- বলতে কী বোঝায়?

  1. হাঁস-মুরগি পালন

  2. রেশম চাষ

  3. মৎস্য চাষ

  4. মৌমাছি পালন

Ans: মৎস্য চাষ

80   পরমাণুর নিউক্লিয়াসে কী কী থাকে?

  1. ইলেক্ট্রন ও প্রোটন

  2. নিউট্রন ও প্রোট্রন

  3. ইলেক্ট্রন ও পজিট্রন

  4. নিউট্রন ও পজিট্রন

Ans: নিউট্রন ও প্রোট্রন

81   টেস্টিং সল্ট-এর রাসায়নিক নাম কী?

  1. সোডিয়াম মনো গ্লুটামেট

  2. পটাশিয়াম বাইকার্বনেট

  3. সোডিয়াম গ্লুটামেট

  4. সোডিয়াম বাইকার্বনেট

Ans: সোডিয়াম মনো গ্লুটামেট

82   রেক্টিফাইড স্পিরিট হল-

  1. ৯৮% ইথাইল এলকোহল ২% পানি

  2. ৯৫% ইথাইল এলকোহল ৫% পানি

  3. ৮০% ইথাইল এলকোহল ২০% পানি

  4. ৯০% ইথাইল এলকোহল ১০% পানি

Ans: ৯৫% ইথাইল এলকোহল ৫% পানি

83   তামার সাথে নিচের কোনটি মেশালে পিতল হয়?

  1. নিকেল

  2. দস্তা (জিঙ্ক

  3. সীসা

  4. টিন

Ans: দস্তা (জিঙ্ক

84   এটমিক সংখ্যা একই হওয়া সত্ত্বেও নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা বেশি হওয়ার ফলে ভর সংখ্যা বেড়ে যায় বলে তাদের বলা হয়-

  1. আইসোমার

  2. আইসোটোপ

  3. আইসোবার

  4. আইসোটোন

Ans: আইসোটোপ

85   ফনোগ্রাফ কে আবিষ্কার করেন?

  1. রন্টজেন

  2. এডিসন

  3. মার্কনী

  4. ফ্যারাডে

Ans: এডিসন

86   বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ--

  1. খুব কম হয়

  2. বেশি হয়

  3. একই হয়

  4. কম হয়

Ans: একই হয়

87   উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র

  1. ক্রেসকোগ্রাফ

  2. ট্যাকোমিটার

  3. ওডোমিটার

  4. ক্রনোমিটার

Ans:  ট্যাকোমিটার

88   অগ্ন্যাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি ?

  1. পেনিসিলিন

  2. অ্যামিনো এসিড

  3. ফোলিক এসিড

  4. ইনসুলিন

Ans: ইনসুলিন

89   প্রকৃতি তে সব চেয়ে শক্ত পদার্থ কোনটি ?

  1. হীরা

  2. পিতল

  3. গ্রানাইট

  4. ইস্পাত

Ans: হীরা

90   কোন বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি ?

  1. বিষুব অঞ্চলে

  2. মেরু অঞ্চলে

  3. পাহাড়ের উপর

  4. খনির ভিতর

Ans: মেরু অঞ্চলে

Mathematical Reasoning

91   কোন স্কুলে ৭০% শিক্ষার্থী ইংরেজি এবং ৮০% শিক্ষার্থী বাংলায় পাস করেছে। কিন্তু ১০% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ৩০০ জন শিক্ষার্থী পাস করে থাকে তবে ঐ স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে?

  1. ৭৬০ জন

  2. ৫৬০ জন

  3. ৫০০ জন

  4. ৪০০ জন

Ans: ৫০০ জন

92   ৩/২ এর শতকরা কত হবে?

  1. ১২০%

  2. ১৫০%

  3. ১৪০%

  4. ১২৫%

Ans: ১৫০%

93   যদি তৈলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তৈলের ব্যবহার শতকরা কত কমালে, তৈল বাবদ খরচ বৃদ্ধি পাবে না?

  1. ১৬%

  2. ২০%

  3. ৯%

  4. ১১%

Ans: ২০%

94   ৭২ কেজি ওজনবিশিষ্ট একটি মিশ্রণ A এর ১৭ ভাগ, B এর ৩ ভাগ এবং C এর ৪ ভাগ দ্বারা গঠিত। মিশ্রণে B কতটুকু আছে?

  1. ১৭ কেজি

  2. ১২ কেজি

  3. ৯ কেজি

  4. ৫১ কেজি

Ans: ৯ কেজি

95   ২০ সদস্যবিশিষ্ট একটি ফুটবল দল হতে একজন অধিনায়ক ও একজন সহ-অধিনায়ক কতভাবে নির্বাচন করা যাবে?

  1. ৭৬০

  2. ৩৮০

  3. ১৯০

  4. ২০

Ans: ১৯০

96   কোন সমান্তর প্রগমনে প্রথম দুটি সংখ্যা যদি ৫ ও ১৭ হয়, তবে তৃতীয় সংখ্যাটি কত?

  1. ২২

  2. ৮৫

  3. ২৯

  4. ২৫

Ans: ২৯

97   ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪, ... ধারাটির পরবর্তী সংখ্যা কত?

  1. ৪০

  2. ৫৫

  3. ৮৯

  4. ৬৮

Ans: ৫৫

98   M সংখ্যক সংখ্যার গড় A এবং N সংখ্যার সংখ্যক গড় B, সবগুলো সংখ্যার গড় কত?

  1. (AM + BN)/(M+N)

  2. (AM + BM)/2

  3. (A + B)/2

  4. (AM +BM)/A*B

Ans: (AM + BN)/(M+N)

99   একজন মাঝি স্রোতের অনুকুলে ২ ঘন্টা ৫ মাইল যায় ৪ ঘন্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে । তার মোট ভ্রমণে প্রতি ঘন্টায় গড় বেগ কত?

  1. 1-(3/4)

  2. 1-(5/6)

  3. 1-(2/3)

  4. 1-(5/6)

Ans:  1-(2/3)

100   একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ একক এবং অপর প্রত্যক বাহুদ্বয় ১০ একক ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক?

  1. ৫০

  2. ৪৮

  3. ৩৬

  4. ২৪

Ans: ৪৮