BCS-22


বাংলা ভাষা ও সাহিত্য

1   পথের দাবি- উপন্যাসের রচয়িতা কে?

  1. রবি ঠাকুর

  2. আবু ইসহাক

  3. কাজী নজরুল ইসলাম

  4. শরত্‍চন্দ্র চট্রোপাধ্যায়

Ans: শরত্‍চন্দ্র চট্রোপাধ্যায়

2   সঞ্চয়িতা- কোন কবির কাব্য সংকলন?

  1. কাজী নজরুল ইসলাম

  2. সত্যেন্দ্রনাথ দত্ত

  3. রবীন্দ্রনাথ ঠাকুর

  4. জসীমউদদীন

Ans: রবীন্দ্রনাথ ঠাকুর

3   রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক?

  1. রক্তকরবী

  2. ঘরে-বাইরে

  3. বলাকা

  4. চোখের বালি

Ans: রক্তকরবী

4   পদাবলী-র প্রথম কবি কে?

  1. শ্রীচৈতন্য

  2. জ্ঞানদাস

  3. চণ্ডীদাস

  4. বিদ্যাপতি

Ans: চণ্ডীদাস

5   দোভাষী পুঁথি বলতে কী বোঝায়?

  1. কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি

  2. দুই ভাষায় রচিত পুঁথি

  3. আঞ্চলিক ভাষায় রচিত পুঁথি

  4. তৈরি করা কৃত্রিম ভাষায় রচিত পুঁথি

Ans: কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি

6   সওগাত- পত্রিকার সম্পাদক কে ছিলেন?

  1. কাজী আব্দুল ওদুদ

  2. আবুল কালাম শামসুদ্দিন

  3. মোহাম্মদ নাসির উদ্দিন

  4. সিকান্দার আবু জাফর

Ans: মোহাম্মদ নাসির উদ্দিন

7   বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (আধুনিক)- কারা রচনা করেন?

  1. মুহম্মদ আবদুল হাই ও সৈয়দ আলী আহসান

  2. মুহম্মদ আবদুল হাই, আনিসুজ্জামান ও আনোয়ার পাশা

  3. ড. মুহম্মদ শহীদুল্লাহ ও মুহম্মদ আবদুল হাই

  4. ড. মুহম্মদ শহীদুল্লাহ ও সৈয়দ আলী আহসান

Ans: মুহম্মদ আবদুল হাই ও সৈয়দ আলী আহসান

8   কোনটি হযরত মুহাম্মদ (স.)এর জীবনী গ্রন্থ?

  1. মরুমায়া

  2. মরুকুসুম

  3. মরুতীর্থ

  4. মরুভাস্কর

Ans: মরুভাস্কর

9   পদাবলী লিখেছেন-

  1. মাইকেল মধুসূদন

  2. রবীন্দ্রনাথ ঠাকুর

  3. কায়কোবাদ

  4. ঈশ্বরচন্দ্র গুপ্ত

Ans: রবীন্দ্রনাথ ঠাকুর

10   বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান- এর সম্পাদক কে?

  1. মুহম্মদ এনামুল হক

  2. মুহাম্মদ শহীদুল্লাহ

  3. মুহম্মদ আবদুল হাই

  4. আহমদ শরীফ

Ans: আহমদ শরীফ

11   বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা?

  1. সুকুমার সেন

  2. মুহম্মদ শহীদুল্লাহ

  3. সুনীতিকুমার চট্টোপাধ্যায়

  4. দীনেশচন্দ্র সেনগুপ্ত

Ans: দীনেশচন্দ্র সেনগুপ্ত

12   কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি?

  1. বাউণ্ডুলের আত্মকাহিনী

  2. বিদ্রোহী

  3. হেবা

  4. মুক্তি

Ans: বাউণ্ডুলের আত্মকাহিনী

13   অপলাপ- শব্দের অর্থ কী?

  1. অসদালাপ

  2. প্রলাপ

  3. মিথ্যা

  4. অস্বীকার

Ans: অস্বীকার

14   ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ- কে রচনা করেন?

  1. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

  2. মুহাম্মদ এনামুল হক

  3. মুহাম্মদ শহীদুল্লাহ

  4. সুনীতিকুমার চট্টোপাধ্যায়

Ans: সুনীতিকুমার চট্টোপাধ্যায়

15   পদ বা পদাবলী বলতে কী বুঝায়?

  1. পদ্যাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা

  2. লাচাড়ী ছন্দে রচিত পদ্য বা কবিতাবলি

  3. বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গুঢ় বিষয়ের বিশেষ সৃষ্টি

  4. বাউল বা মরমী গীতি

Ans: পদ্যাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা

16   ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে, কী বিপদ!- এই বাক্যের কী-এর অর্থ-

  1. রাগ

  2. বিপদ

  3. ভয়

  4. বিরক্তি

Ans: বিরক্তি

17   কোনটি ঠিক ?

  1. বিদ্রোহী(কাব্যগ্রন্থ)

  2. পথের দাবী(উপন্যাস)

  3. গোরা(নাট্যগ্রন্থ)

  4. একাত্তরের দিনগুলো(উপন্যাস)

Ans: পথের দাবী(উপন্যাস)

18   ঢাকের কাঠি বাগধারার অর্থ কি-

  1. স্বাস্থ্যহীন লোক

  2. বাদক

  3. তোষামুদে

  4. সাহায্যকারী

Ans: তোষামুদে

19   কোন কবিতার কারণে নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল?

  1. বিদ্রোহী

  2. হেবা

  3. মুক্তি

  4. আনন্দময়ীর আগমনে

Ans: আনন্দময়ীর আগমনে

20   সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থটির কবি কে ?

  1. আহসান হাবীব

  2. ফররুখ আহমদ

  3. হাসান হাফিজুর রহমান

  4. শামসুর রহমান

Ans: ফররুখ আহমদ

English Language and Literature

21   Government has been entrusted____elected politicians.

  1. to

  2. for

  3. with

  4. at

Ans: to

22   Chosse the correct meaning of the following words: Cul-de-sac

  1. selection

  2. bubble

  3. error

  4. dead end

Ans: dead end

23   Parcel means

  1. Postage

  2. Piece of land

  3. Quarrel

  4. Unobstructed view

Ans: Postage

24   Rumminant means

  1. Noise-maker

  2. Gossip

  3. Soup

  4. Cud-chewing nimal

Ans: Cud-chewing nimal

25   Submission- Yielding

  1. Restriction- Relaxation

  2. Complaint- Acquiescent

  3. Restrain- Indulge

  4. Subjection- Liberation

Ans: Complaint- Acquiescent

26   Vacilate- Hesitate

  1. Impulsive- Deliberate

  2. Persevere- Waiver

  3. Irresolute- Indecisive

  4. Obstinate- Accommodating

Ans: Irresolute- Indecisive

27   Assert- Dissent

  1. Endorse- Ratify

  2. Acknowledge- Recognize

  3. Reject- Disapprove

  4. Affirm- Object

Ans: Affirm- Object

28   Distort- Twist

  1. Observe- Blur

  2. Harmonize- Balance

  3. Defor- Reform

  4. Straighten- Bend

Ans: Harmonize- Balance

29   He has paid the penalty __ his crimes __ five years in prison.

  1. for, with

  2. after, in

  3. about, at

  4. at, by

Ans: for, with

30   The path ___ paved, so we were albe to walk through the park.

  1. has been

  2. had been

  3. was

  4. being

Ans: had been

31   In spite of my requests, he did not __.

  1. give forth

  2. get off

  3. fall in

  4. give in

Ans: get off

32   The children studied in a class room __ windows were never opened.

  1. whose

  2. where

  3. which

  4. that

Ans: whose

33   To stay healthy, we must plan to have a balanced __.

  1. figure

  2. outlook

  3. diet

  4. food

Ans: diet

34   We must keep our fingers __ that the weather will stay fine for the picnic tomorrow.

  1. lifte

  2. pointed

  3. raised

  4. crossed

Ans: crossed

35   They have __ their support for our case.

  1. defered

  2. provided

  3. disavowed

  4. pledged

Ans: pledged

36   Which one is correct ?

  1. Telescopes and data bases Can be confusing to the astronomer

  2. Telescopes and data bases are both becoming relevant for the astronomer

  3. Telescopes and data bases have nothing in Common for the astronomer

  4. Telescopes and data bases complement each other for the astronomer

Ans: Telescopes and data bases complement each other for the astronomer

37   Data bases sit on computer disks humming away implies.

  1. Data bases things of the past

  2. database makes Soft sound but ate walking away

  3. Data base are useless and static

  4. Database are singing instrumant

Ans: database makes Soft sound but ate walking away

38   Modern data bases Produce reams of Observational data.

  1. Database create information instantly

  2. Data bases Produce a lot of information

  3. Data bases are of limited Use in Strong information

  4. Data bases Are picked with paper

Ans: Data bases Produce a lot of information

39   which one is correct?

  1. The contemporary astronomer needs a Telescopes to explore the universe

  2. The contemporary astronomer needs Look at the sky From a mountain top

  3. The contemporary astronomer needs Heavy machinery to explore the universe

  4. The contemporary astronomer needs a telescopes equipped With digital sensor to explore the universe

Ans: The contemporary astronomer needs a telescopes equipped With digital sensor to explore the universe

40   A good title for the passage will be

  1. space Exploration in the new Millennium

  2. Digital telescope and exploration of the Universe

  3. Astronomers And exploration of the Universe

  4. Telescope and exploration of the Universe

Ans: Digital telescope and exploration of the Universe

Bangladesh Affairs

41   সতীদাহ প্রথা কত সালে রহিত হয়?

  1. ১৮২৯

  2. ১৮১৯

  3. ১৮৪৯

  4. ১৮৩৯

Ans: ১৮২৯

42   কুমিল্লা বার্ড (BARD) –এর প্রতিষ্ঠাতা কে?

  1. আবদুল হামিদ খান ভাসানী

  2. আখতার হামিদ খান

  3. মোহাম্মদ আইউব খান

  4. এ. কে. ফজলুল হক

Ans: আখতার হামিদ খান

43   বাংলার চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন?

  1. ওয়ারেন হেস্টিংস

  2. জন মেয়ার

  3. ক্লাইভ

  4. কর্নওয়ালিস

Ans: কর্নওয়ালিস

44   সিলেট কোন নদীর তীরে অবস্থিত?

  1. রূপসা

  2. চন্দনা

  3. সুরমা

  4. আড়িয়াল খাঁ

Ans: সুরমা

45   বাংলাদেশের বিখ্যাত মনিপুরী নাচ কোন অঞ্চলের?

  1. রংপুর

  2. রাঙ্গামাটি

  3. সিলেট

  4. কুমিল্লা

Ans: সিলেট

46   বাংলাদেশ সরকারী কর্মকমিশন সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত?

  1. ১৩৭

  2. ১৬৩

  3. ১৪০(২)

  4. ১৩৮

Ans: ১৩৭

47   মুক্তিযুদ্ধের বিজয়ের দিনে আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে?

  1. ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর

  2. ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান

  3. এয়ার কমোডর এ কে খন্দকার

  4. জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী

Ans: এয়ার কমোডর এ কে খন্দকার

48   আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়?

  1. ২৫ মার্চ, ১৯৭১

  2. ৭ মার্চ, ১৯৭১

  3. ৭ এপ্রিল, ১৯৭১

  4. ১০ এপ্রিল, ১৯৭১

Ans: ১০ এপ্রিল, ১৯৭১

49   ‘সোনালি আঁশের দেশ’ কোনটি?

  1. শ্রীলঙ্কা

  2. ভারত

  3. বাংলাদেশ

  4. পাকিস্তান

Ans: বাংলাদেশ

50   ঢাকা বিভাগে কয়টি জেলা আছে?

  1. ১৪ টি

  2. ১৭ টি

  3. ১৫ টি

  4. ১২ টি

Ans: ১৭ টি

51   বাংলাদেশ-ভারত পানি চুক্তির মেয়াদ -

  1. ২৫ বছর

  2. ২০ বছর

  3. ১০ বছর

  4. ৩০ বছর

Ans: ৩০ বছর

52   বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি ?

  1. চা

  2. তৈরী পোশাক

  3. পাট

  4. মাছ

Ans: তৈরী পোশাক

53   মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয় ?

  1. পনেরো

  2. এগারো

  3. দশ

  4. আট

Ans: এগারো

54   জাতির জনক বঙ্গবন্ধু জাতিসংঘের কোথায় বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেন

  1. সাধারণ পরিষদের অধিবেশনে

  2. স্বস্তিপরিষদে

  3. ইউনেস্কোতে (UNESCO)

  4. ইকোসোকে (ECOSOC)

Ans: সাধারণ পরিষদের অধিবেশনে

55   বাংলা একাডেমির মূল ভবনের নাম কি ছিল?

  1. বাংলা ভবন

  2. আহসান মঞ্জিল

  3. বর্ধমান হাউস

  4. চামেলি হাউজ

Ans: বর্ধমান হাউস

56   বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি-

  1. পঞ্চগড়

  2. লালমনিরহাট

  3. ঠাকুরগাঁও

  4. দিনাজপুর

Ans: পঞ্চগড়

57   ছয় দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয়-

  1. ঢাকায়

  2. করাচিতে

  3. নারায়ণগঞ্জ

  4. লাহোরে

Ans: লাহোরে

58   বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত-

  1. সোনারগাঁও

  2. ময়নামতি

  3. পাহাড়পুর

  4. ঢাকা

Ans: সোনারগাঁও

59   ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় কত সালে ?

  1. ১৯২১ সালে

  2. ১৯৩৫ সালে

  3. ১৯১১ সালে

  4. ১৯০৫ সালে

Ans: ১৯২১ সালে

60   কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে ?

  1. মিশর

  2. ইরাক

  3. জর্ডান

  4. কুয়েত

Ans: ইরাক

International Affairs

61   পৃথিবীর বৃহত্তম মহাদেশ-

  1. এন্টার্কটিকা

  2. আফ্রিকা

  3. ইউরোপ

  4. এশিয়া

Ans: এশিয়া

62   অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান?

  1. বৈদেশিক সাহায্য

  2. মাইক্রো ক্রেডিট

  3. উন্নয়নের গতিধারা

  4. দুর্ভিক্ষ ও দারিদ্র্য

Ans: দুর্ভিক্ষ ও দারিদ্র্য

63   বাংলাদেশ কোন সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্য পদ লাভ করে?

  1. ১৯৭৪

  2. ১৯৭৩

  3. ১৯৭২

  4. ১৯৭৫

Ans: ১৯৭৪

64   উপসাগরীয় সহযোগিতা পরিষদ (GCC) –এর সদস্য সংখ্যা কত?

  1. 8

  2. 7

  3. 6

  4. 5

Ans: 6

65   BIMSTEC কী ধরণের সংগঠন?

  1. রাজনৈতিক

  2. সামাজিক

  3. বাণিজ্যিক

  4. অর্থনৈতিক

Ans: অর্থনৈতিক

66   সার্ক কোন সালে, কোথায় প্রতিষ্ঠিত হয়?

  1. ১৯৮৩ সালে, দিল্লিতে

  2. ১৯৮৫ সালে, ঢাকায়

  3. ১৯৮৬ সালে, মালেতে

  4. ১৯৮৪ সালে, কলোম্বোতে

Ans: ১৯৮৫ সালে, ঢাকায়

67   কমনওয়েলথ সেক্রেটারিয়েট যে অট্টালিকায় অবস্থিত তার নাম কী?

  1. হোয়াইট হাউজ

  2. মার্লবোরো হাউজ

  3. দি চেকার্স

  4. বার্কিংহাম প্রাসাদ

Ans: মার্লবোরো হাউজ

68   হেলসিংকি কোন দেশের রাজধানী?

  1. হল্যান্ড

  2. রাশিয়া

  3. আয়ারল্যান্ড

  4. ফিনল্যান্ড

Ans: ফিনল্যান্ড

69   প্রথম সাফ গেমস কোথায় অনুষ্ঠিত হয়?

  1. কাঠমুন্ডু

  2. কলম্বো

  3. নয়াদিল্লী

  4. ঢাকা

Ans: কাঠমুন্ডু

70   সুইডেনের মুদ্রার নাম কী?

  1. পাউন্ড

  2. পিসো

  3. ক্রোনা

  4. ডলার

Ans: ক্রোনা

71   জাতির জনক বঙ্গবন্ধু জাতিসংঘের কোথায় বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেন?

  1. ইকোসোকে (ECOSOC)

  2. সাধারণ পরিষদের অধিবেশনে

  3. স্বস্তি পরিষদে

  4. ইউনেসকোতে (UNESCO)

Ans: সাধারণ পরিষদের অধিবেশনে

72   ইসলামী সম্মেলন সংস্থার প্রধান কার্যালয় কোথায়?

  1. তেহরান

  2. রিয়াদ

  3. কায়রো

  4. জেদ্দা

Ans: জেদ্দা

73   জোট নিরপেক্ষ আন্দোলন (NAM) এর কোন এর আগামী শীর্ষ সম্মেলন শহরে অনুষ্ঠিত হবে ?

  1. ঢাকা

  2. ডারবান

  3. দিল্লি

  4. জাকার্তা

Ans: ঢাকা

74   জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত ?

  1. ১৯৫

  2. ১৭০

  3. ১৭৫

  4. ১৯৩

Ans: ১৯৩

75   বাংলাদেশ কতবার স্বস্তি পরিষদের সদস্যপদ লাভ করে ?

  1. ৪ বার

  2. ১ বার

  3. ৩ বার

  4. ২ বার

Ans: ২ বার

76   রাশিয়ার কুরস্ক নামুক সাবমেরিনের ওজন কত টন ?

  1. ১৪২০০ টন

  2. ১২,৮০০ টন

  3. ১৫,০০০ টন

  4. ২৪,০০০ টন

Ans: ২৪,০০০ টন

77   ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতে বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি

  1. ভারত

  2. সোমালিয়া

  3. সুইডেন

  4. বাংলাদেশ

Ans: সোমালিয়া

78   NAM- বর্তমান সদস্য সংখ্যা কত ?

  1. ১১৪

  2. ১২০

  3. ১১০

  4. ১০০

Ans: ১২০

79   ’বিশ্বের জনসংখ্যা পরিস্থিতি ২০০০’ রিপোর্ট অনুসারে নারী নির্যাতনের ক্ষেত্রে শীর্ষে রয়েছে কোন দেশ ?

  1. পাকিস্তান

  2. পাপুয়া নিউগিনি

  3. বাংলাদেশ

  4. কেনিয়া

Ans: পাপুয়া নিউগিনি

80   ২০০০ সালের নোবেল শান্তি পুরস্কার লাভ করেন কে

  1. হোমস জে হ্যাকম্যান

  2. প্রেসিডেন্ট কিম দায়ে জং

  3. এরিক ক্যান্ডেল

  4. গা সিংজিয়ান

Ans: প্রেসিডেন্ট কিম দায়ে জং

General Science

81   উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র-

  1. ট্যাকোমিটার

  2. ক্রনোমিটার

  3. ওডোমিটার

  4. হাইগ্রোমিটার

Ans: ট্যাকোমিটার

82   নিউট্রন আবিষ্কার করেন-

  1. রাদারফোর্ড

  2. কিউরী

  3. থমসন

  4. চ্যাডউইক

Ans: চ্যাডউইক

83   সূর্যে শক্তি উৎপন্ন হয়

  1. রাসায়নিক বিক্রিয়ার ফলে

  2. তেজস্ক্রিয়তার ফলে

  3. পরমাণুর ফিউশন পদ্ধতিতে

  4. পরমাণুর ফিশান পদ্ধতিতে

Ans: পরমাণুর ফিউশন পদ্ধতিতে

84   যেসব নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাদেরকে বলা হয়-

  1. আইসোটোন

  2. আইসোবার

  3. আইসোমার

  4. আইসোটোপ

Ans: আইসোটোন

85   ভূকম্প নির্ণায়ক যন্ত্র-

  1. ব্যারোমিটার

  2. ম্যানোমিটার

  3. সেক্সট্যান্ট

  4. সিসমোগ্রাফ

Ans: সিসমোগ্রাফ

86   রঙিন টেলিভিশন থেকে যে ক্ষতিকারক রশ্মি বের হয়-

  1. বিটা রশ্মি

  2. গামা রশ্মি

  3. কসমিক রশ্মি

  4. রঞ্জন রশ্মি

Ans: গামা রশ্মি

87   ডেঙ্গু জ্বরের বাহক-

  1. সব ধরনের মশা

  2. কিউলেক্স

  3. এডিস

  4. অ্যানোফিলিস

Ans: এডিস

88   পেনিসিলিন আবিষ্কার করেন -

  1. টমাস এডিসন

  2. জেমস ওয়াট

  3. আলেকজান্ডার ফ্লেমিং

  4. রবার্ট হুক

Ans: আলেকজান্ডার ফ্লেমিং

89   গ্রীন হাউজ প্রতিক্রিয়া এ দেশের জন্য ভয়াবহ আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে ।এর ফলে -

  1. সমুদ্রতলের উচ্চতা বেড়ে যেতে পারে

  2. ওজন স্তরের ক্ষতি নাও হতে পারে

  3. নদ নদীর পানি কমে যেতে পারে

  4. বৃষ্টিপাতের পরিমাণ কমে যেতে পারে

Ans: সমুদ্রতলের উচ্চতা বেড়ে যেতে পারে

90   আমাদের দেশের বনায়নের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ

  1. অর্থনৈতিক উন্নয়নে কোন অবদান নেই

  2. গাছপালা পরিবেশের ভারসাম্য নষ্ট হয়

  3. ঝড় ও বন্যার আশঙ্কা বাড়িয়ে দেয়

  4. গাছপালা 02 ত্যাগ করে পরিবেশকে নির্মল রাখে এবং জীবজগৎবাচায়

Ans: গাছপালা 02 ত্যাগ করে পরিবেশকে নির্মল রাখে এবং জীবজগৎবাচায়

Mathematical Reasoning

91   কোন পরীক্ষায় পরীক্ষার্থীর ৮০% গণিত এবং ৭০% বাংলায় পাস করলো। উভয় বিষয়েই পাস করলো ৬০%, উভয় বিষয়ে শতকরা কত জন ফেল করলো?

  1. ১০%

  2. ১৫%

  3. ১১%

  4. ১২%

Ans: ১০%

92   একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হল। ক্ষতির শতকরা হার কত?

  1. ৫%

  2. ৬%

  3. ৪%

  4. ৭%

Ans: ৫%

93   দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯ হলে বড় সংখ্যাটি কত?

  1. ১০০

  2. ৯০

  3. ৮০

  4. ৭০

Ans: ১০০

94   কোন সংখ্যা ৬৫০ থেকে যত বড় ৮২০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?

  1. ৭৩০

  2. ৭৮০

  3. ৮০০

  4. ৭৩৫

Ans: ৭৩৫

95   কোন কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা ৩৪৬কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ৩১ অবশিষ্ট থাকে?

  1. ৩৫, ৪০, ৬৫, ১১০, ৩১৫

  2. ৩৫, ৪৫, ৬৩, ১০৫, ৩১৫

  3. ৩৫, ৪৫, ৬৩, ১১০, ৩১৫

  4. ৩৫, ৪৫, ৭০, ১০৫, ৩১৫

Ans: ৩৫, ৪৫, ৬৩, ১০৫, ৩১৫

96   একটি প্রকৃত ভগ্নাংশের হর ও লবের অন্তর ২, হর ও লব উভয় থেকে ৩ বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সংগে

  1. ১১/১৩

  2. ৯/১১

  3. ৭/৯

  4. ১৩/১৫

Ans: ১৩/১৫

97   এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে ৫ বছরের বড়। তার স্ত্রীর বয়স ছেলের বয়সের ৪ গুণ। ৫ বছর পরে ছেলের ১২ বছর হলে বর্তমানে ঐ ব্যক্তির বয়স কত?

  1. ৫৩ বছর

  2. ৩৩ বছর

  3. ২৮ বছর

  4. ৬৫ বছর

Ans: ৩৩ বছর

98   . ৬০ মিটারবিশিষ্ট একিট রশিকে ৩:৭:১০ অনুপাতে ভাগ করলে টুকরাগুলোর সাইজ কত?

  1. ৮:২২:৩০

  2. ১২:২০: ২৮

  3. ৯:২১:৩০

  4. ১০:২০:৩০

Ans: ৯:২১:৩০

99   x+y=12 এবং x-y=2 হলে xy এর মান কত?

  1. 35

  2. 144

  3. 70

  4. 140

Ans: 35

100   কোন সংখ্যাটি বৃহত্তম ?

  1. ১/৩

  2. ২/৫

  3. √০.৩

  4. ০.৩

Ans: ০.৩